Saturday, July 18, 2020

ছড়া কবিতা- কালো স্বীকৃতি

 

।। সুহাইল আহমাদ (আবু গালিব)।।

 কওমী মাদরাসা মানে

বেসরকারি এক নৈতিক শিক্ষাগার

এতে কেন অবৈধ সরকারের

স্বীকৃতি হবে দরকার?


স্বীকৃতি দেওয়া ছিল অবৈধদের

এক মহা ফন্দি

মৌখিক  স্বীকৃতির কাছে এখন

বিবেক হয়ে আছে বন্দী।

 

চোরদের কৌশলী বাণীর রহস্য

বুঝা বড় দায়

চোর ডুকেছে আজ বোর্ডের শীর্ষে

দুঃখ রইলো হায়।


কওমী বোর্ডে কখনো ছিলনা

দুর্নীতিবাজ কালো কোনো লোক

পচা স্বীকৃতি মুছে ফেলে

নিজ পথে,আবার চলা হোক।

 

কোনো সরকার দিতে পারবেনা কখনো

দারসে নেজামির প্রকৃত মূল্য

নবীর বাণী তোমরা শ্রেষ্ঠ জাতি

এই স্বীকৃতির নেই কোনো সমতুল্য।

 লেখক:

কবি ও ইমাম

ইয়ারমুক, তাবুক, সৌদি আরব।



শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here