Saturday, August 1, 2020

আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের ব্যবস্থাপনায় বৃহত্তর সিলেটের ৫টি জায়গায় কুরবানির গোশত বিতরণ সম্পন্ন

 

সিলেট থেকে নূর বিন আফতাব: 

মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে শ্লোগানে এগিয়ে যাওয়া মানবতাবাদি স্বেচ্ছাসেবি সংগঠন আর-রাহমান এডুকেশন ট্রাষ্টইউ কে, বিশ্বনাথ, সিলেট এর ব্যবস্থাপনায় বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানে প্রায় চার লক্ষ বিশ হাজার টাকা সমমূল্যের ৯টি গরু ও ৪টি ছাগল এর গোশত অসহায় দুস্তদের মধ্যে বন্টন করা হয়।

বান্দার সঙ্গে মহান আল্লাহর ভালোবাসা অনন্য নিদর্শন কুরবানি। আবার এ কুরবানি ধনী-গরিবের মাঝে সেতু বন্ধনের অন্যতম মাধ্যম। আল্লাহর সন্তুষ্টি লাভের যে পশু কুরবানি করা হয় তা থেকে কিছু অংশ সমাজের গরিব-দুঃখীর মাঝে বিতরণ করা হয়।

সমাজে এমন অনেক অভাবি মানুষ রয়েছে, যারা কুরবানিকেই গোশত খাওয়ার উপলক্ষ হিসেবে বিবেচনা করে। আশায় থাকে কুরবানি আসলেই চাহিদা পূরণ করে খাবে গরু/খাশির গোশ্ত। কুরবানির ঈদের অপেক্ষায় থাকে এসব অভাবি মানুষ।


আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর পরিচালক মাওলানা এম. নুরুর রহমান এর সাথে এক ফোন বার্তায় জানায় যায়, বাংলাদেশে সিলেট জিলার বিভিন্ন অঞ্চলের এসব অভাবি অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে 'সবার জন্য কুরবানি' স্লোগানে গত কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে দেশের জনপ্রিয় দ্বীনি খেদমতের অন্যতম প্রতিষ্ঠান 'আর-রাহমান এডুকেশন ট্রাষ্টইউ কে ।' স্বচ্ছলদের পক্ষ থেকে কুরবানি করে দারিদ্রপীড়িত অঞ্চলের দুস্থ-অসহায়-অভাবি মানুষের মাঝে এসব কুরবানির গোশত নিজ উদ্যোগে বিতরণ করে এ প্রতিষ্ঠান।

যদিও এবার মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষের মাঝে বিগত বছরের তুলনায় কুরবানি ও উৎসব নিয়ে উৎসাহ-উদ্দীপনা কম পরিলক্ষিত হয়, তারপরও গরিবদের মাঝে কুরবানির গোশত বিতরণের এ কার্যক্রম অব্যাহত রাখতে সচেষ্ট আর রাহমান এডুকেশন ট্রাস্ট। প্রতি বছরের ন্যায় এবারও আর-রাহমান এডুকেশন ট্রাষ্টইউ কে পক্ষ থেকে দেশের বৃহত্তর সিলেটর বিভিন্ন স্থানের দরিদ্র অঞ্চলের দুস্থ ও অসহায় মানুষদের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়।


১ লা আগস্ট ২০২০ রোজ শনিবার সকাল ৮ ঘটিকায়, সিলেটস্থ বিশ্বনাথ এর এলাহাবাদ রহমান মনজিলে, এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ ও আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত সভাপতি মুহতারাম অধ্যাপক মুখলিছুর রহমান ছাহেব এর উদ্বোধনীর মাধ্যমে কুরবানী কার্যক্রম শুরু হয়।

এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ ও আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত সভাপতি মুহতারাম অধ্যাপক মুখলিছুর রহমান বলেন, বাংলাদেশ সরকার ঘোষিত কুরবানির পশু জবাই করার নিয়মনীতি অনুসরণ করেই সকল স্থানে কুরবানির কার্যক্রম সম্পন্ন করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসহায়, গরিব ও দুস্থদের সরব উপস্থিতি ছিল।

কুরবানির গোশত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আর-রাহমান এডুকেশন ট্রাষ্টবাংলাদেশ শাখার সহ-সভাপতি: মাওলানা আব্দুল মালিক, সেক্রেটারী মাও মাসুদ আহমদ, এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী আবুল লেইছ , হাজী নিজাম উদ্দিন, আছকির আলী , কমর উদ্দীন , সাদ্দাম হোসেন প্রমখ।

আর-রাহমান এডুকেশন ট্রাষ্টবাংলাদেশ নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আমিনুর রহমান, এহসানুর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদ সুলতান, মুসতাকিম, তাহমিদুর রহমান, মুহসিন ফুরকানসহ এলাকার বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ।

সিলেটের বিশ্বনাথের সৎপুর পীর বাড়ীতে গোশত বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আবুল লেইছ। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা কবির আহমদ বুলবুল, মাওলানা রায়হান আহমদ, আব্দুশ শহীদ প্রমুখ।

সিলেট মহানগরীর টিলাগড় এলাকায় গোশত বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন মাওলানা এমদাদুর রহমান এবং সোনাপাড়া এলাকায় গোশত বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট  আলেমে দ্বীন হাফিজ মাওলানা ফয়জুর রহমান ফয়েজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সিব্বির আহমদ, মাওলানা তুফায়েল উসমানী, এম আল-আমিন-শাহ-কামাল, এম.হেদায়াত উল্লাহ, রবিন ফায়সাল প্রমুখ।

এছাড়া সুনামগঞ্জ জেলার দোয়ারা উপজেলায় আর রাহমান এডুকেশন টাস্ট এর ব্যবস্থাপনায়, মাওলানা মাহফুজ আল মাদানীর সরাসরি তথ্যাবধানে গরিব ও দুস্থদের মধ্যে কুরবানির গোশত বিতরণ করা হয়।

আর-রাহমান এডুকেশন ট্রাষ্টইউ কে এর ব্যবস্থাপনায় ২০২০ সালের ঈদুল আযহার কুরবানির গোশত বিতরণে  যে সকল মহান ব্যক্তিগণ সাহায্যের হাত বাড়িয়েছেন তাদের মধ্যে যারা ছিলেন, তারা হলন, মোহাম্মদ ইকবাল –ম্যানসফিলড, সৈয়দ জমিরুল হক -ভাইস চেয়ারম্যন MABA ম্যানসফিলড, মোহাম্মদ দিলওয়ার হোসেন- ম্যানসফিলড, মোহাম্মদ নুরুল ইসলাম –লুটন, আলহাজ্ব আজাদ খাঁন –লুটন, আবু তাহের –ব্যডফুরট, গোলাপী বিবি –ব্যডফুরড, নজমুল ইসলাম –ব্যডফুরড, নেহার নেছা  -লুটন, মুরশিদা খাতুন  -লুটন, ইমাম. নুরুর রহমান –লুটন, মাও: সিদ্দিক রহমান, সপ্না খাতুন।

আর রহামান এডুকেশন ট্রাস্ট সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছে। মহান আল্লাহর কাছে মিনতি আর আরজ যে, তিনি যেন তাঁদের এ কুরবানিকে কবুল করে দুনিয়া ও আখেরাতের সকল কল্যাণ দান করেন। আমিন।

We would like to express our gratitude and appreciation to you for your continuous generosity and assistance towards our charity. May Allah accept it from you and grant you and your family the highest position in Jannatul Firdous.  Ameen

جزاكم الله خيرا

On behalf of the

Ar-Rahman Education Trust

মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে

আর-রাহমান এডুকেশন ট্রাষ্টইউ কে

বিশ্বনাথ, সিলেট

ঈদ-মোবারক



শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here