Sunday, August 2, 2020

চামড়া শিল্পে কালো হাত


সুহাইল আহমাদ (আবু গালিব)

গরু ভেড়া বকরী মহিষ
কুরবানি দেই সবে
চামড়া তাহার দামী ও যে
বুঝতে হবে তবে।

হাজার প্রতি এক শ' টাকায় 
চামড়া হতো বিকি
এমন চামড়া বিকছেনা আজ
এক আনা আর সিকি।

অতি লোভী  ব্যবসায়ীদের
সিন্ডিকেটে আজ
গরীবদের মাথায় হাত
কপালেও ভাঁজ।

চামড়া নিয়ে আর কতোদিন
খেলবে দাবা বলো?
নদীতে যে চামড়া ভাসে 
কেমন মজা হলো?

বাংলাদেশী নয়রে বোকা
খাচ্ছ তোরা ধোঁকা
তোদের গায়ে পোশাকটাই
মাথায় কিন্তু পোকা।

সময় থাকতে সমজোতার
হাতটা যদি বাড়াও তবে
অধিকার ফিরবে সবার
লাভটা আবার হবে।

লেখক কবি ও ইমাম,
 সৌদি আরব প্রবাসী

শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here