Saturday, October 3, 2020

সত্যের সন্ধানে, পর্ব-১১, বিভিন্ন দিক থেকে হাদীসের কতিপয় পরিভাষা


।। ইমাম মাওলানা এম. নুরুর রহমান।।

সত্যের সন্ধানে

পর্ব-১১

সত্যের সন্ধানে পর্ব-১০ পড়তে ক্লীক করুন এখানে

পূর্ব প্রকাশিত হওয়ার পর

বিভিন্ন দিক থেকে হাদীসের কতিপয় পরিভাষা:

এক: বর্ণনার তথা رواية  এর সাথে সংশ্লিষ্ট পরিভাষা:

 সনদ : মতন অবধি বর্ণনাকারীদের ধারাবাহিকতাকে সনদ বলে।

 (سلسلة الرجال الموصلة إلى المتن أو هو الطريق الموصلة إلى المتن (عميم الإحسان)

  ইসনাদ : মুখে মুখে হাদীসের সনদ আবৃত্তি করাকে إسناد  বলে।

 (حكاية طريق المتن)

 মতন: সনদের পরিসমাপ্তির পরবর্তী বক্তব্যকে মতন বলে। 

(هو الذي ألفاظ الحديث – عميم الإحسان أو ما ينتهى إليه السند من الكلام)

 রিজাল: হাদীসের রাবী সমষ্টিকে رجال বলে।

 আসমাউর রিজাল: যে শাস্ত্রে রাবীদের জীবন বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে সে শাস্ত্রকে আসমাউর রিজাল বলে।

  রেওয়ায়েত : হাদীস বর্ণনা করাকে رواية  বলে। 

(فعلم الحديث رواية يقوم على النقل المحرم الدقيق لكل ما أضيف إلى النبي صـ من قول أو فعل أو تقرير أو صفة ولكل ما أضيف من ذلك إلى الصحابة والتابعين على الراوي المختار)

 দিরায়েত دراية : হাদীসের সূক্ষ্ম বিচার বিশ্লেষণকে دراية বলে। অর্থাৎ, হাদীসের মতন বা মূল অভ্যন্তরীণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যুক্তির কষ্টিপাথরে যে সমালোচনা করা হয় হাদীস বিজ্ঞানের পরিভাষায় তাকে দেরায়াত বলে।

 (علم الحديث دراية مجموعة من المباحث والمسائل يعرف بها حال الراوي والمروي من حيث القبول الرد)

দুই: বর্ণনাকারীদের رواة সাথে সংশ্লিষ্ট পরিভাষা:

  রাবী راوي : হাদীস বর্ণনকারীকে راوي  বলে। 

(هو الذي ينقل الحديث بإسناده سواء كان رجلا أم إمرأة)

  মারবী আনহু مروي عنه  : যার নিকট থেকে হাদীস বর্ণনা করা হয়।

  মুহাদ্দিস محدث : যিনি ইলমে হাদীস বর্ণনা ও বিচার বিশ্লেষণে মগ্ন থাকেন।

 (هو من يشتغل بعلم الحديث رواية ودراية ويطلع على كثير من الروايات وأحوال رواتها)

  طالب : যিনি হাদীস শিক্ষার কাজে আত্মনিয়োগ করেন এবং এখনো প্রাথমিক পর্যায়ে অবস্থান করছেন।

  حافظ : যার এক লক্ষ হাদীস মুখস্থ রয়েছে।

 (هو أرفع درجة من المحدث بحيث يكون ما يعرفه في كل طبقة أكثر مما يجهله)

  حجة : যার তিন লক্ষ হাদীস মুখস্থ রয়েছে।

  حاكم : যিনি সমস্থ হাদীস এর সনদ, মতন, জারাহ ও তাদীলসহ মুখস্থ থাকে তাকে হাকিমে হাদীস বলে।

 (هو من أحاط علما بجميع الأحاديث حتى لا يفوته منها إلا اليسير على رأي بعض أهل العلم)

  عدالة : মানুষের মধ্যে যে আদিম শক্তি তাঁকে তাকওয়া ও মরুওত অবলম্বন করতে (এবং মিথ্যা আচরণ থেকে বিরত রাখতে) উদ্ধুদ্ধ করে তাকে আদালত বলে।

 (هي ملكة في الشخص تحمله على ملازمة المروة والتقوى)

 عادل :  যে ব্যক্তি تقوى তাক্বওয়া ও مروة মুরাওয়াত অর্জন করতে সক্ষম হয়েছেন তাকে عادل বলে।

 ثقة : যে ব্যক্তির মধ্যে আদল গুণ পরিপূর্ণভাবে পাওয়া যায় তাকে ثقة বলে।

  ضبط : যার মাধ্যমে বর্ণনাকারী শ্রুত শব্দাবলীকে হুবহু বিশুদ্ধভাবে বর্ণনা করতে পারেন।

 (ضبط هو الجزم في الحفظ أو أن يكون الراوي غير مخالفة للثقات لا سوء الحفظ ولا الغلط ولا مغفلا ولا كثير الأوهام)

 شيخ :  যিনি হাদীস শিক্ষা দেন সেই راوي  কে তার শাগরিদদের তুলনায় শায়খ বলে।

 فقيه : যারা হাদীসের আইনগত দিক পর্যালোচনা করেছেন তাদেরকে ফকীহ বলে।

  متعلم : যে সমস্থ ব্যক্তিগণ হাদীস সম্পর্কে দার্শনিক তথ্য পেশ করেছেন।

  شيخين : ইমাম বুখারী ও মুসলিমকে একত্রে শাইখাইন বলে।

 صحيحين : বোখারী শরীফ ও মুসলিম শরীফকে একত্রে صحيحين বলে।

 متفق عليه : যদি কোনো হাদীস একই সাহাবীর নিকট থেকে ইমাম বোখারী ও মুসলিম উভয় গ্রহণ করে থাকেন তবে সেই হাদীসকে متفق عليه বলে।

তিন: হাদীস حديث শব্দের সাথে সংশ্লিষ্ট পরিভাষা:

  آثار এর ক্ষেত্রে দুটি বক্তব্য :

১. হাদীস ও আসার অভিন্ন

 (هو مرادف للحديث)

২. রাসূল সা. ব্যতিত সাহাবা, তাবেয়ী ও তাবে তাবেয়ীগণের আদর্শ

 (هو ما أضيف إلى الصحابة والتابعين من أقوال وأفعال)

  خبر এর ক্ষেত্রে দুটি বক্তব্য:

১. حديث خبر অভিন্ন

 (هو مرادف للحديث) 

২. রাসূল সা. ব্যতিত সাহাবা ও তাবেয়ীগণের আদর্শই খবর

 (الخبر ما جاء عن غيره)

  سنة এর ক্ষেত্রে দুটি বক্তব্য:

১. হাদীস ও সুন্নাহ অভিন্ন

 (هو مرادف للحديث) 

২. নবী জীবনের অনুস্মরণীয় সকল আদর্শই সুন্নাহ

 (السنة ما ينسب إلى النبي صـ من قول أو فعل أو تقرير-معجم الوسيط)

البحث كتب الحديث

চলবে

লেখক: বহুগ্রন্থ প্রণেতা

ইমাম মাওলানা এম. নুরুর রহমান

সেক্রেটারি:

শারীয়া কাউন্সিল ব্যাডফোরড ও মিডল্যনড ইউ কে- 

ইমাম ও খাতিব:

মাসজিদুল উম্মাহ লুটন ইউ কে

সত্যয়ান কারী চেয়ারম্যন:

নিকাহ নামা সার্টিফিকেট ইউ কে

 প্রিন্সিপাল:

আর রাহমান একাডেমি ইউ কে

পরিচালক:

আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে

📞07476136772 📞 07476 961067

nrahmansky@googlemail.com

Arrahmaneducationtust@gmail.com

https://www.facebook.com/Imam.Nurur

https://www.facebook.com/ARET.OR.UK/

https://www.youtube.com/user/nurur9


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here