Saturday, October 10, 2020

সত্যের সন্ধানে, পর্ব-১২ গ্রন্থের সাথে সংশ্লিষ্ট পরিভাষা

 

।। ইমাম মাওলানা এম. নুরুর রহমান।।

সত্যের সন্ধানে

পর্ব-১২

সত্যের সন্ধানে পর্ব-১১ পড়তে ক্লীক করুন এখানে

পূর্ব প্রকাশিত হওয়ার পর

গ্রন্থের সাথে সংশ্লিষ্ট পরিভাষা :

صحة ستة  : বুখারী, মুসলিম, তিরমিযি আবু দাউদ, নাসাঈ ইবনে মাযাহ এই ছয়টি বিশুদ্ধ হাদীস গ্রন্থের নাম।

مستدرك  : যে হাদীস গ্রন্থে সংকলক তার শর্তসমূহ পাওয়া সত্ত্বেও যে সকল হাদীস উল্লেখ করেন নি, সেগুলি নিয়ে রচিত গ্রন্থ।

معاجم  : আরবী বর্ণমালার ধারাবাহিকতায় শিক্ষকদের নামানুসাওর যে হাদীস গ্রন্থ সংকলিত হয়েছে।

 (المعجم كل كتاب جمع فيه مؤلفه الحديث مرتبا على أسماء شيوخه على ترتيب حروف الهجاء غالبا)

  مسند  : মুসনাদ ঐ গ্রন্থ যাতে সাহাবায়ে কেরামের ধারাবাহিকতা অনুসারে হাদীস সংকলন করা হয়েছে।

 (المسند كل كتاب جمع فيه مريات كل صحابي على حده من غير النظر إلى الموضوع الذي يتعلق فيه الحديث)

جامع  : জামি ঐ হাদীস গ্রন্থ যাতে

১. যুদ্ধ বিগ্রহ

২. শিষ্টাচার

৩. তাফসীর

৪. আকাইদ

৫. ফিতান

৬. বিধান

৭. কেয়ামতের লক্ষণ

৮. রাসূল ও সাহাবার জীবন চরিত এ মোট ৮টি বিষয় আছে। আনওয়ার শাহ কাশ্মিরীরী এগুলোকে নিম্নোক্ত কবিতার ছন্দে বলেন-

سير وآدب وتفسير وعقائد رقاق * وأشراط وأحكام ومناقب

سنن  : সুনান ঐ গ্রন্থ যাতে ফিকহে কিতাবের বিন্যাসে হাদীস সংকলন করা হয়েছে।

(وهي الكتب المصنفة على أبواب الفقه مثل: سنن أبي داؤد)

أربعين  : যে গ্রন্থে শুধুমাত্র চল্লিশটি হাদীস সংগৃহিত।

سنن أربعة  : তিরমিযি, আবু দাউদ, নাসাঈ ও ইবনে মাযাহ এই চারটি গ্রন্থ।

مفرد : যে গ্রন্থে শুধু মাত্র একজন রাবীর হাদীস লিপিবদ্ধ রয়েছে।

الأطراف : যেখানে হাদীসগুলোর শুরু ও শেষ শব্দ এমনভাবে উল্লেখ করা হয়; যা দিয়ে পূর্ণ হাদীস চেনা যায় এবং হাদীসটি কোন কোন গ্রন্থে আছে তার বিবরণও সংক্ষেপে উল্লেখ করা হয়।

الاجزاء : জুয ঐ কিতাবকে বলা হয়, যার মধ্যে শুধু একই মাসআলার হাদীসসমূহকে একত্রিত করা হয়।

غريب : গারীর ঐ কিতাবকে বলে যার মধ্যে এক মুহাদ্দিসের متفردات  যা কোনো উস্তাদ থেকে শুনেছে যেগুলোকে একত্রিত করা।

العلل : যে গ্রন্থে এমন সনদে হাদীস বর্ণনা করা হয়েছে যে, বর্ণিত হাদীসে সূক্ষ্ম ক্রটি রয়েছে; যা সহজে নযরে পড়ে না অথচ বাহ্যিকভাবে হাদীসটি দেখা যায় ক্রটিযুক্ত।

رسائل : যে গ্রন্থে শুধুমাত্র কোনো বিশেষ ধরণের হাদীস অথবা কোনো বিশেষ অনুচ্ছেদেও হাদীস লিপিবদ্ধ রয়েছে।

বিভিন্ন দৃষ্টিকোন থেকে হাদীসে নববীর প্রকারভেদ: 

বর্ণনার সংখ্যার দিক থেকে (من حيث عدد الرواة ) হাদীসের প্রকারভেদ:

উহা দুই প্রকার:

১. أحاد : আহাদ এমন হাদীস যার রাবী সংখ্যা متواتر হাদীসের সমপরিমান নয়।

 (ما لم يجمع فيه شروط المتواتر)

২. متواتر : যে হাদীস এত অধিক সংখ্যক রাবী কর্তৃক বর্ণিত যার সংখ্যা নিণর্য় করা সম্ভব নয়।

 (ما رواه عدد كثير لم تحصى أو ما رواه عدد كثير تحيل العادة تواطئهم على الكذب لكثرتهم وعدالتهم وتباين أماكنهم)

حديث أحاد আবার তিন প্রকার: যথা:

مشهورأو مستفيض  : মাশহুর ঐ হাদীস যা তিন বা ততোধিক রাবী কর্তৃক বর্ণিত।

(ما رواه ثلاثة فصاعد)

عزيز : আজিজ ঐ হাদীস যার বর্ণনাকারীর সংখ্যা দুই এর কম না। 

 (ما رواه إثنان)

غريب  : গারীব ঐ হাদীস শুধুমাত্র একজন রাবী কর্তৃক বর্ণিত।

 (ما ينفرد بروايته راوي واحد)

এছাড়াও আরো চার প্রকারের হাদীস রয়েছে-

موضوع  : যে হাদীসের রাবী জীবনের কোনো সময় রাসূল সা. এর নামে ইচ্ছে করে কোনো মিথ্যা কথা রচনা করেছেন বলে প্রমাণ আছে।

 (أن يروي راو عن النبي صـ ما لم يقله ولم يفعله ولم يقره متعمدا لذلك، ابن حجر)

متروك  : যে হাদীসের রাবী হাদীসের ব্যাপারে নয়, বরং সাধারণ কাজ কাজবারে মিথ্যা কথা বলে খ্যাত হয়েছেন তার হাদীসকে হাদীসে মাতরুক বলে

(المتروك هو الحديث الذي في إسناده راو متهم بالكذب)

 مبهم  : যার স্পষ্ট পরিচয় পাওয়া যায়নি, যাতে তাঁর দোষ গুণ বিচার করা যেতে পারে।

(هومن لم يصرح باسمه في الحديث)

مفسر  : যার স্পষ্ট পরিচয় পাওয়া যায়, যাতে তাঁর দোষ গুণ বিচার করা যেতে পারে।

حديث متواتر আবার দুই প্রকার:

لفظي : ঐ হাদীসকে বলে যার শব্দগুলিও যুগে যুগে একই প্রকারের রাবীগণ কর্তৃক আবৃত্তি হয়ে আসছে।

معنوي : ঐ সমস্থ হাদীসকে বলে, যে হাদীসে কোনো একটি ঘটনাকে বহুলোক বিভিন্ন প্রকারে বর্ণনা করেছেন।

আসহাবে সুফফার উল্লেখযোগ্য ২৪জন সাহাবীঃ

১. আবু হুরায়রা রা.

২. আবু জর গিফারী রা.

৩. কাব ইবনে মালেক আল আনসারী রা.

৪. সালমান ফারসী রা.

৫. হানজালা ইবনে আবু আমির রা.

৬. হারিসা ইবনে নুমান রা.

৭. হুজায়ফা ইবনুল য়ামান রা.

৮. আব্দুল্লাহ ইবনে মাসঊদ রা.

৯. সুহায়ব ইবনে সিনান রুমি রা.

১০. সালেম মাওলা আবি হুজায়ফা রা.

১১. বিলাল বিন রাবাহ রা.

১২. সাদ বিন মালিক আবূ সাঈদ খুদরী রা.

১৩. আবূ উবায়দা: আমির ইবনুল জাররহ রা.

১৪. মিকদাদ ইবনে আমর রা.

১৫. আবূ মারসাদ রা.

১৬. আবু লুবাবা রা.

১৭. কাব ইবনে আমর রা.

১৮. আব্দুল্লাহ ইবনে উনায়স রা.

১৯. আবূদ্দারদা রা. ২০. ছাওবান রা.

২১. সালিম ইবনে উমায়র রা.

২২. খাব্বাব ইবনে  আরাও রা.

২৩. মিসতাহ ইবনে উছাছা রা.

২৪. ওয়াছিলা ইবনুল আসকা রা.

হাদীস ও সুন্নাহর মধ্যে পার্থক্য হলঃ

শব্দগত ভাবে হাদীস অর্থ কথা বা বাণী আর সুন্নাহ অর্থ রীতি নীতি ও পথ বা পন্থা। কিন্তু ইসলামী পরিভাষায় সুন্নাহ ও হাদীসের মধ্যে তেমন কোন পার্থক্য নেই। উভয় শব্দ দ্বারাই মহানবী (সা.) সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের কথা কাজ ও সম্মতিকে বোঝায়।

সিহাহ সিত্তাহ বা ছয়টি বিশুদ্ধ হাদীস যেমন-

১. বুখারী শরীফ 

২. মুসলীম শরীফ

৩. নাসায়ী শরীফ

৪. আবু দাউদ শরীফ

৫. তিরমীযি শরীফ 

৬. ইবনে মাজাহ শরীফ

১. বুখারী শরীফের সংকলকের নামঃ ইমাম মোহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী (রহ.)

২. মুসলম শরীফের সংকলকের নামঃ ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ নিশাপুরী (রহ.)

৩. নাসায়ী শরীফঃ সংকলকের নাম ইমাম আব্দুর রহমান ইবনে শুআই নাসায়ী (রহ.)

৪. আবু দাউদ শরীফের সংকলনের নামঃ ইমাম আবু দাউদ সুলাইমান ইবনে আসজাস আস সিজ্জিনি (রহ.)

৫. তিরমীযি শরীফের সংকলকের নামঃ ইমাম আবু ইসা মোহাম্মদ ইসা আত তীরমীযি (রহ.)

৬. ইবনে মাজাহ শরীফের সংকলকের নামঃ ঈমাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ওয়াহীদ ইবনে আব্দুল্লাহ ইবনে মাযাহ (রহ.)

সাহাবীদের মধ্যে থেকে যারা বেশী হাদীস বর্ণনা করেছেন তারা হলেন-

১. হযরত আবু হুরাইরা (রা.) হাদীস বর্ণনার সংখ্যা- ৫,৩৭৪টি।

২. হযরত আয়েশা সিদ্দিকী (রা.) হাদীস বর্ণনার সংখ্যা- ২২১০টি

৩. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) হাদীস বর্ণনার সংখ্যা- ১৬৬০টি।

৪. হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা.) হাদীস বর্ণনার সংখ্যা- ১৬৩০টি

৫. হযরত আনাস ইবনে মালিক (রা.) হাদীস বর্ণনার সংখ্যা- ১২৮৬টি

৬. হযরত যাবের ইবনে আব্দুল্লাহ (রা.) হাদীস বণৃনারসংখ্যা- ১৫৪০টি।

৭. হযরত আবু সাঈদ খুদরী (রা.) হাদীস বর্ণনার সংখ্যা ১১৭০টি।

৮. হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) হাদীস বর্ণনার সংখ্যা ৮৪৮টি

৯. হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) হাদীস বর্ণনার সংখ্যা- ৭০০টি

 চলবে

লেখক: বহুগ্রন্থ প্রণেতা

ইমাম মাওলানা এম. নুরুর রহমান

সেক্রেটারি:

শারীয়া কাউন্সিল ব্যাডফোরড ও মিডল্যনড ইউ কে- 

ইমাম ও খাতিব:

মাসজিদুল উম্মাহ লুটন ইউ কে

সত্যয়ান কারী চেয়ারম্যন:

নিকাহ নামা সার্টিফিকেট ইউ কে

 প্রিন্সিপাল:

আর রাহমান একাডেমি ইউ কে

পরিচালক:

আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে

📞07476136772 📞 07476 961067

nrahmansky@googlemail.com

Arrahmaneducationtust@gmail.com

https://www.facebook.com/Imam.Nurur

https://www.facebook.com/ARET.OR.UK/

https://www.youtube.com/user/nurur9


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here