।। মুন্সি আব্দুল কাদির।।
অহমিকা সংঘাত
বড়লোকী বজ্জাত
সব কিছু দূর
করে এক যে কালাম
সে যে আর কিছু
নয় শুধু
সালাম সালাম।
হিংসা ভরে ভরে
পেট পোরাবে
কোথাও দেখবেরে
তুমি খুড়ারে
মানুষকে মানুষ
বলে তুমি জান না
মানবতা, মনুষ্যত্ব তুমি মান না
এই সব দানবতা
দূরে এক কালাম
সে যে আর কিছু
নয় শুধু
সালাম সালাম।
সালামে শান্তি
ভরে ঘর বাড়ি
সালামে বাদ
গেলে চলে আড়াআড়ি
বড়দের ভালোবাসা
তুমি কুড়াবে
ছোটদের শ্রদ্ধাও তুমি ছড়াবে
এই সব ভাল গুন
আনে এক কালাম
সে যে আর কিছু
নয় শুধু
সালাম সালাম।
সালামের চোখে
দেখ কত ভালোবাসা
সালামের মাঝে
দেখ বুক ভরা আশা
পিতা মাতা ভাই
বোন সকলের মুখ
সালামে দূর
করে সকলের দুখ
সকলের আগ কথা
শুধু এক কালাম
সে যে আর কিছু
নয় শুধু
সালাম সালাম।
ঘরে প্রবেশের
সময় ভরে দাও দোয়া
বের হতে একই
কাজ সালামের ছোঁয়া
সকলের মুখে
মুখে
সকলের চোখে
চোখে
আহা কি যে এক
কালাম
সে যে আর কিছু
নয় শুধু
সালাম সালাম।
বল তুমি তার
চেয়ে আছে কি গো ভালো
শান্তির বিপরীতে
আছে শুধু কালো
চারিদিকে সংঘাত
চিৎকার অনুতাপ
মিথ্যার বেসাতিতে
আর কত কাল
কু শিক্ষায়
পার কর তুমি কত সাল
দূর্নীতি সুদ
ঘোষ আরো ধর্ষণ
তোমাদের কাজে
কামে দুখ বর্ষণ
সালামের বিপরীতে
তোমার কু কালাম
আমাদের কথা
শুধু সালাম সালাম।
0 coment rios:
You can comment here