Friday, October 30, 2020

সত্যের সন্ধানে, পর্ব-১৩ রিজাল শাস্ত্রে প্রসিদ্ধ ইমামগণের সংক্ষিপ্ত জীবনী

 


ইমাম আবু হানীফা (র)

সত্যের সন্ধানে পর্ব-১২ পড়তে ক্লীক করুন এখানে

 ।। ইমাম মাওলানা এম. নুরুর রহমান।।

ইমাম আবূ হানীফা (রহ.) (জ ৮০/৬৯৯-মৃ. ১৫০/৭৬৭)-এর প্রকৃত নাম নুমান। পিতার নাম সাবিত। কুনিয়াত আবূ হানীফা এবং লকব ইমাম আল্-আযম। তিনি উমাইয়া খলীফা আবদুল মালিকের রাজত্বকালে কুফায় জন্ম গ্রহণ করেন এবং আব্বাসী সালতানাতের প্রারম্ভে ইন্তিকাল করেন। প্রসিদ্ধ মতানুযায়ী তিনি তাবিবী ছিলেন। ইমাম আয্-যাহাবী (র) (মৃ. ৭৪৮/১৩৪৮), ইব্ন হাজার আসকালানী (র) (মৃ.৮৫২/১৪৪৮) এবং ইব্ন হাজার আল্-মাক্কী (র) প্রমুখের অভিমত এটাই। আল্লামা আলাউদ্দীন (র) দুররুল মুখতারগ্রন্থের ভূমিকায় (১ম খ. পৃ. ৫৯) লিখেছেন:

و أدرك بالسن نحو عشرين صحابيا

বয়সের হিসেবে প্রায় তিনি বিশজন সাহাবীকে পেয়েছেন

মুনিয়াতুল মুফতী গ্রন্থের উদ্ধৃতি দিয়ে তিনি আরো লিখেছেন-

 وصح أن أبا حنيفة سمع الحديث من سبعة من صحابة-

-“ ইম্মা আবূ হানীফা (র) সাতজন সাহাবীর নিকট হতে হাদীস শ্রবণ করেছেন, এটা প্রমাণিত সত্য ।

অবশ্য এ কালের প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা আনওয়ার শাহ্ কাশ্মিরী (র) ভিন্নমত পোষণ করে বলেন :

إنه تابعي رؤية و تبح التابعين رواية-

তিনি সাক্ষাত লাভের দিক দিয়ে তাবিঈ ছিলেন এবং তাবে-তাবিঈন ছিলেন হাদীস বর্ণনার দিক দিয়ে ।  -

ইমাম আবূ হানীফা (র) বিপুল সংখ্যক মুহাদ্দিস-এর নিকট হতে হাদীস শ্রবণ করেছেন। আবূ হাফস আল্-কাবীর (র)-এর দাবী অনুযায়ী তাঁর ইলমে হাদীসের উস্তাদের সংখ্যা ছিল প্রায় চার হাজার। তাঁর থেকে ও বিপুল সংখ্যক রাবী হাদীস রিওয়ায়াত করেছেন। হাফিয মুহাম্মাদ ইব্ন ইউসুফ আস্-সালিহী (র) বলেন, আবূ হানীফা (র) হাদীসের বড় বড় হাফিয ও উস্তাদগণের মধ্যে গণ্য। তিনি যদি হাদীসের প্রতি খুব বেশী মনোযোগী না হতেন ও ব্যুৎপত্তি সম্পন্ন না হতেন , তাহলে ফিক্হর মাসআলা-মাসাইল বের করা তাঁর পক্ষে কখনোই সম্ভব হত না।

ইয়াহইয়া ইব্ন সাঈদ আল্-কাত্তান (র) (মৃ.১৯৮/৮১৪) বলেছেন:

إنه و الله لا علم هذه الامة بما جاء عن الله و عن رسوله -

-“আল্লাহর শপথ! আবূ হানীফা (র) বর্তমান মুসলিম উম্মাহার মধ্যে আল্লাহর কিতাব ও রাসুলের হাদীস সম্পর্কে সর্বাপেক্ষা অধিক জ্ঞানী ।” 

বিখ্যাত মুহাদ্দিস ইয়াহইয়া ইব্ন মাঈন (র) (মৃ. ২৩৩/৮৪৭)-কে যখনই ইমাম আবূ হানীফা সম্পর্কে জিজ্ঞাসা করা হত , তখনই তিনি বলতেন:

ثقة مأمون ما سمعت أحدا ضعفه

-“তিনি অত্যন্ত নির্ভরযোগ্য, বিশ্বস্ত ও ভুল-ভ্রান্তিমুক্ত হাদীসের ব্যাপারে কেউ তাঁকে দূর্বল বা অগ্রহণযোগ্য বলেছেন বলে আমি শুনিনি ।” 

ইয়াহইয়া ইব্ন মাঈন (র) , (মৃ. ২৩৩/৮৪৮)-এর আরো একটি বর্ণনা বিশেষভাবে উল্লেখযোগ্য । তিনি বলেছেন:

كان أبو حنيفة ثقة لا يحدث بالحديث الا بما يحفظه و لا يحدث بما لا يحفظ-

 -“ইমাম আবূ হানীফা (র) খুবই নির্ভরযোগ্য মুহাদ্দিস ছিলেন। তিনি নিজের মুখস্ত ও সুরক্ষিত হাদীসই বর্ণনা করতেন। যা তাঁর মুখস্ত নেই তা তিনি কখনো বর্ণনা করতেন না। 

চলবে

লেখক: বহুগ্রন্থ প্রণেতা

ইমাম মাওলানা এম. নুরুর রহমান

সেক্রেটারি:

শারীয়া কাউন্সিল ব্যাডফোরড ও মিডল্যনড ইউ কে- 

ইমাম ও খাতিব:

মাসজিদুল উম্মাহ লুটন ইউ কে

সত্যয়ান কারী চেয়ারম্যন:

নিকাহ নামা সার্টিফিকেট ইউ কে

 প্রিন্সিপাল:

আর রাহমান একাডেমি ইউ কে

পরিচালক:

আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে

📞07476136772 📞 07476 961067

nrahmansky@googlemail.com

Arrahmaneducationtust@gmail.com

https://www.facebook.com/Imam.Nurur

https://www.facebook.com/ARET.OR.UK/

https://www.youtube.com/user/nurur9

শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here