Sunday, October 18, 2020

৭১ টিভির ওঁরা গাভী নয়

 


।। সুহাইল আহমাদ (আবু গালিব)।।

 

গাভী; কখনো করেনা সে

নিজ দুগ্ধ পান

নিজকে বিলেয়ে দিয়ে তা

মুনিবকে করে দান

 

৭১ টিভির ওঁদেকে গাভী বলে

বাড়াও নি তাদের মূল্য

কারো ঘরের গাভীর নয়তো

ওঁরা সমতুল্য।

 

বলতে পারো ওঁদেরকে আজ

আদিম যোগের ভৃত্য

মুনিবের কথায় পণ্য হয়ে ওরা

টকশোতে করে নৃত্য।

 

সাজ পোশাকে বুঝাতে চায় ওঁরা

রাজার শাহজাদী

শাহজাদী নয়,হয়তো বা ওঁরা

অনেক বাবার হারামজাদী।

 

লেখক: ইমাম ও কবি

সৌদি প্রবাসী


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here