।। মুন্সি আব্দুল কাদির।।
ইসলাম নামে
ব্যঙ্গ ছড়ালে বল আজকে কারা নাচে
মুসলিম ছাড়া
সব একাকার শত্রুতা নিয়েই বাঁচে
তুমি বুঝনা, তুমি শেখ না, শত্রু তোমার
কারা
শত্রু তোমার
পুরো পৃথিবী কেবলই মুসলিম ছাড়া
তোমার রাসুলের
ব্যঙ্গ চিত্রে বল প্রতিবাদী আজ কারা
কেউ কি তোমার
পাশে এসেছে কেবলই মুসলিম ছাড়া
ওরা সকলে শত্রু
ছিল খোদ রাসুলের যুগ থেকে
আজ কি করে বন্ধু
হবে, পথ কি যাবে আজ বেঁকে
সাধারণ মানুষ
দলে দলে আজ আসে ইসলাম ছায়া তলে
তাইতো ওদের
গা জ্বালা বেড়েছে, বাঁধা দেয় ছলে বলে
ফুঁক দিয়ে কি
সূর্য নিভাবে, বাড়বেই বাড়বে জ্বালা
প্রতিটি গালিতে
আগুন ঝরাবে, ঘিরিবে বিপদ বালা
চুপটি মেরে
আর থেকো না, দাও মুসলিম তোমার নাম
দেখ স্বার্থ
ছাড়া ওদের কাছে তোমার কি আছে দাম
স্বার্থ ফুড়ালে
ওদের কাছে তুমি হয়ে যাবে ছেড়া তেনা
এই যে ওদের
আসল চেহারা, উহা ই যে চির চেনা।
তোমার তেলে
চলছে ওরা তুমি চুপ করে কেন থাকো
লম্বা কোর্তা
পরিধান করে তুমি মুসলিম ছবি আঁকো
না না না তুমি
মুসলিম নও তুমি মোনাফেক গাদ্দার
তোমার হিসাব
দিতেই হবে মোরা মুসলিম জানদার।
তোমার বন্ধু
ফান্সের লোক নবীর ব্যঙ্গ চিত্র আঁকে
বগল দাবায় বসে
থাকো তুমি ঐ বেইমানদের ফাঁকে
দশক দশক রক্ত
বহাও আমার সকল দেশের বুকে
কাঁদব না আর
তোমার জুলুমে কাঁদব না আর শোকে
এবার দেখবে
আমার চোখে রাসুল প্রেমের আগুন
সব কিছু তোর
পুড়িয়ে ধরায় আনবে সুখের ফাগুন।
ওরা মুর্খ, হিংস্র ওরা, গোয়ার ওরা পৃথিবীর শীর্ষে
ওদের কথনে বিষ
ছাড়া আর ভালো কিভাবে বর্ষে
নবী আমার শান্তির
দূত, ইসলামেই সবার শান্তি
ওদের কোথায়
স্রষ্টার বোধ? ওদের কাজেই ভ্রান্তি
কোন দলে আজ
তুমি বল ভাই, দেখ হিসাবের খাতা
আজ নিজকে দেখে
নাও তুমি, দেখ না উল্টিয়ে পাতা
জীবন পথে রাসুল
প্রেমের আমি এক নির্ভীক সৈনিক
দীনের পথে আমাদের
চলা, কাজ করে যাই দৈনিক।
লেখক:
0 coment rios:
You can comment here