Monday, November 2, 2020

হাফিয যাইনুদ্দিন আব্দুর রহিম আল-ইরাকী রাহমাতুল্লাহ আলাইহি: ইলমুল হাদীসে তাঁর অবদান

 

 ।। প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান।।

সারসংক্ষেপ (Abstract )

------------------------------------

Al-Hafiz Zain al-Din 'Abd al-Rahim al-'Iraqi ( 1325–1404) was from a Kurdish family and born in Iraq. He later moved to Cairo. He became one of the leading Shafi'i scholars and scholars of hadith at his time. Among his many students was Ibn Hajar.From his works is the book entitled Al-Mughnee 'an-hamlil-Asfar fil-Asfar fee takhrej maa fil-lhyaa minal-Akhbar, in which he referenced and graded the hadith cited in Ihyaa 'Uloom al-Deen by Abu Hamid al-Ghazali. It was completed over the course of 13 years. The original, larger book was completed in 1350 which he later abridged in 1359, also following up on some hadith he sought throughout those nine years. This smaller work is printed in the margin of several editions of Ihyaa 'Uloom al-Deen. He has also turned the Muqaddimah Ibn as-Salah into 1000 lines of poetry commonly known as Alfiyatu Iraaqee. This is perhaps his most famous piece of work.

ভূমিকা (Introduction )

-------------------------------------

খ্যাতনামা ইমাম হাফিজ আবু আল-ফাদল জয়ন আল-দীন আবদ-রহিম ইবনে-হুসাইন ইবনে আবদ-রহমান ইব্রাহিম আল-ইরাকি  রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত মুহাদ্দিস মুফাসসির ও ফকীহ।বর্তমান পর্যন্ত তিনি হাফেজ হাদীসের একজন প্রসিদ্ধ হাফিয।

মিশর ও কায়রোর মধ্যবর্তী মুহাজানির নামক স্থানে -সাতশো পঁচিশ হিজরিতে জুমদা আল-আওওয়ালে জন্মগ্রহণ করেন।  তাঁর পিতা-রাজইয়ানে জন্মগ্রহণ করেন।  তিনি যখন ছোট ছিলেন তখনই তিনি কায়রোতে  আসেন। তিনি সখান3 ধার্মিকদের সেবায় বেড়ে ওঠেন।  তাদের মধ্যে শাযখ তকী আল-দীন আল-কিনাইও রয়েছেন। কথিত আছে যে তিনি শাযখের কাছে  বলেছিলেন তার নাম আবদুল আল রহিম, যার অর্থ তাঁর বড় দাদা শেখ আবদ-রহিম আল-কানাই যিনি মিশরের অন্যতম  একজন আলিম ছিলেন। তিনি ৮০৬ হিজরি সালে৮১ বছর বয়সে মারা যান।

নাম ও পরিচিতি (Name and contact )

---------------------------------------------------------------------

আল-দীন আবু আল-ফাদল আব্দ আল-রহিম ইবনে আল-হুসেন ইবনে আবদ-রহমান,  আল-মাহরানী, আল-শাফি  আল মিসরী।*

الحافظ الامام الكبير الشهير أبو الفضل زين الدين عبد الرحيم بن الحسين بن عبد الرحمن بن أبي بكر بن إبراهيم العراقي حافظ العصر  زين الدين أبو الفضل عبد الرحيم بن الحسين بن عبد الرحمن العراقي الأصل، المِهراني المولد، المصري الشافعي.

হাফিয যাইনুদ্দিন আব্দুর রহিম আল-ইরাকী

-لحافظ زين الدين أبو الفضل عبد الرحيم العراقي الشافعي شيخ الحديث

জন্ম গ্রহণ ( Brith of iraqi)

--------------------------------------------------------

৭২৫ হিজরি ( মিশর ) মুতাবেক-১৩২৫ খ্রিস্টাব্দে১৩২৫ খ্রিষ্টাব্দে ইরাকের একটি কুর্দি পরিবারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি কায়রোতে স্থানান্তরিত হন।

*ولد في الحادي والعشرين سنة خمس وعشرين وسبع مائة ولد في جمادى الأولى سنة خمس وعشرين وسبعمائة بمنشأة المهزاني بين مصر والقاهرة الأعلى

যাইনুদ্দিন আল ইরাকি রাহমাতুল্লাহ এর জ্ঞান অর্জনে (Attributes of Imam Ainuddin All iraqi )

-----------------------------------------------------------------------

 وكان أصل أبيه من بلدة يقال لها رازيان من عمل إربل وقدم القاهرة وهو صغير فنشأ في خدمة الصالحين ومن جملتهم الشيخ تقي الدين القنائي ويقال انه بشره بالشيخ وقال سمه عبد الرحيم يعني باسم جد

তিনি তৎকালীন সময়ের একজন নেতৃস্থানীয় শাফেয়ী (ফিকাহ-এর) পণ্ডিত এবং বড় মুহাদ্দিস ছিলেন। তার ছাত্রদের মধ্যে ইবনে হাজার আল-আসক্বালানি উল্লেখযোগ্য।

তিনি ইমাম যাইনুদ্দিন আল ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি আল-আজ ইবনে জামাআহ এর নির্দেশনা নিয়ে হাদীসের জ্ঞান অর্জন করলেন। তিনি নিজ এলাকার আলিমদের নিকট জ্ঞান অর্জন করার পর শাম ও অন্যান্য আলিপুরদুয়ার নিকট হাদীসের জ্ঞান অর্জন করেন।

মক্কা আল-মুকাররমায়  আশেপাশে ঘন ঘন ঘন ঘন আগমন করতেন ও হজ্জ আদায় করতেন। ।

তিনি অধ্যবসায়ের সাথে  সময় ব্যয় করতেন।  লেখা  পড়া এবং শুনা ইত্যাদি বিষয়ে ব্যস্ত থাকতেন। তাঁর একজন সহযোগী বলেন,

(فكان عالماً بالنحو واللغة والغريب والقراءات والحديث والفقه وأصوله غير أنه غلب عليه فن الحديث فاشتهر به، وانفرد بالمعرفة فيه)

.তিনি ব্যাকরণ, ভাষা, ইলমুল গরীব পাঠ, হাদীস, আইনশাস্ত্র এবং এর উসূলের পন্ডিত ছিলেন, তবে তিনি হাদীস শিল্পকে প্রাধান্য দিয়েছিলেন এবং এর জন্য বিখ্যাত হয়েছিলেন এবং এতে জ্ঞানের ক্ষেত্রে তিনি অনন্য ছিলেন।হাফিজ ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি  ইমাম আল-হাফিজ আল-মুম্মার ইবনে আবদ-হাদী নিকট থেকে সহীহ মুসলিমের জ্ঞান অর্জন করেন।

ইমাম যাইনুদ্দিন আল ইরাকি এর শিক্ষকবৃন্দ(Teachers of Imam Ainuddin Al Iraqi)

---------------------------------------------------------------------

*আল-মুকরী 'মুহাম্মদ বিন আবি আল-হাসান বিন আবদুল মালিক বিন সাইমন।

*আল উসূলী মুহাম্মদ বিন ইসহাক বিন মুহাম্মদ আল-বালবিসি।

* আল উসূলী আবদুল রহিম বিন আল-হাসান বিন আলী আল-আসনাবি।

* আল উসূলী মুহাম্মদ বিন আহমেদ বিন আবদ-মু'মিন আল-মাসরি, ইবনে আল-লাব্বান নামে পরিচিত।

* আল-মুহাদ্দিস ইবনে শহীদ আল-যাশ  আব্দুল রহিম বিন আবদুল্লাহ বিন ইউসুফ।

*মুহাম্মদ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল-মদৌমী।

* মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ ইবনে সাইয়্যিদ নাস।

* মুহাম্মদ বিন ইসমাইল বিন আবদুল আজিজ।

*আমির সানজার বিন আবদুল্লাহ আল-জাওলির

* ফকীহ আলী বিন আহমেদ বিন আবদুল মহসেন ইবনে আল-রিফা।

*  আবদুল রহমান বিন মুহাম্মদ বিন আবদুল হাদী আল-মাকাদিসি।

* আল-মুহাদ্দিসআলী বিন আবদুল কাফি আল-সোবকি।

*  খলিল বিন কিকেল্ডি আলাআই i

*আবদুল্লাহ ইবনে আহমেদ বিন মুহাম্মদ আল-তাবারী।

* ইয়াহিয়া বিন আবদুল্লাহ বিন মারওয়ান আল ফারকী।

*  আহমেদ বিন আবদুল রহমান বিন মুহাম্মদ আল-মারদাবি।

ইমাম যাইনুদ্দিন আল ইরাকি এর ছাতবৃন্দ(Students of Imam Ainuddin Al Iraqi) )

-----------------------------------------------------------

* তাঁর পুত্র আবু জারাহ, আহমেদ বিন আবদুল রহিম আল ইরাকি।

* আল-হাফিজ আহমেদ বিন আলী ইবনে হাজার আল আসকালানী।

* আল হাফিজ আলী বিন আবী বকর আল-হাইসুমি,

* ফকীহ মুহাম্মদ ইবনে মুসা আল দামিরি।

* ইব্রাহিম বিন হাজ্জাজ আল-আবানাসী।

*আলী বিন আহমেদ বিন ইসমাইল আল-কালকাশান্দি রাহমাতুল্লাহ আলাইহি

* আবু বকর বিন হুসেন বিন ওমর আল-মুরাগী রাহমাতুল্লাহ আলাইহি

*  মুহাম্মদ বিন যহীর আল-শাফিই রাহমাতুল্লাহ আলাইহি

ইব্রাহিম ইবনে মুহাম্মদ খলীল ইবন উজমা রাহমাতুল্লাহ আলাইহি

ইমাম যাইনুদ্দিন আল ইরাকি এর গুনাববলী(Characteristics of Imam Zainuddin Al-Iraqi)

----------------------------------------------------------------

তিনি   মৃদু মাঝারি  এবং লম্বার কাছাকাছি আকৃতির ছিলেন। তিনি ফর্সা-, যৌবনের চেহারায় আলোকিত ছিলেন। অনেক -দাড়ি, নির্মল, সরল, অত্যন্ত লাজুক স্বভাবের ছিলেন। গভীর জ্ঞানে সমৃদ্ধ, উদার আত্মা, হালকা-মনের, স্বভাবের  অধিকারী ছিলেন ।  তিনি তাহাজ্জদ নামাযকে অবহেলা করেন।  ফজরের নামায পড়লে তিনি সূর্যোদয় না হওয়া অবধি পরবর্তী কিবলার মুখোমুখি বসে থাকতেন।

ইমাম যাইনুদ্দিন আল ইরাকি এর ব্যাপারে আলিমদের মন্তব্য (Scholars comment on Imam Zainuddin Al-Iraqi)

-------------------------------------------------------

*قال الحافظ ابن حجر العسقلاني: صار المنظور إليه في هذا الفن من زمن الشيخ جمال الدين الإسنوي وهلم جرا، ولم نر في هذا الفن أتقن منه، وعليه تخرّج غالب أهل عصره.

* আল-হাফিজ ইবনে হাজার আল-আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন  তাঁর এই শিল্পকর্মে দৃষ্টিভঙ্গি শেখ জামাল আল-দীন আল-আসনভী প্রমুখের সময় থেকে এসেছে।। আমরা এ শিল্পকে এ থেকে তার থেকে বেশি কাউকে আয়ত্ত করতে দেখিনি। তার উপর তাঁর যুগের বেশিরভাগ লোকের দৃষ্টিভঙ্গি দেখা যায়নি।

*قال السخاوي: وصار المشار إليه بالديار المصرية وغيرها بالحفظ والإتقان والمعرفة مع الدين والصيانة والورع والعفاف والتواضع والمروءة والعبادة.

আল সাখাওয়ী  রাহমাতুল্লাহ আলাইহি বলেন: মিশরীয় এবং অন্যান্য দেশগুলিতে যা উল্লেখ করা হয়েছে

তা ধর্ম, মুখস্থশক্তি, ধর্মনিষ্ঠা, পবিত্রতা, নম্রতা, আধিপত্য ও ইবাদত পাশাপাশি মুখস্থ, আয়ত্ত ও জ্ঞান ও ব্যক্তিত্বের ।

*قال العز بن جماعة: كل مَن يدعي الحديث بالديار المصرية سواه فهو مدَّع.

আল-ইজ ইবনে জামাআহ বলেছেন: যে ব্যক্তি মিসরীয় দেশগুলিতে তাকে বাদ দিয়ে হাদীস দাবি করে সে  মিথ্যেদাবীদার।

*قال المقريزي: إنه كان للدنيا به بهجة، ولمصر به مفخر، وللناس به أنس، ولهم منه فوائد جمة.

আল-মাক্রিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তিনি বিশ্বাসীদের আনন্দ , এবং মিশরীয়দেরগ র্বি হয়েছিল। তার জন্য লোকেরা আনাস ছিল। তার মাধ্যমে মানুষের অনেক উপকার হয়েছিল।

ইমাম যাইনুদ্দিন আল ইরাকি এর গ্রন্থ (Book by Imam Zainuddin Al-Iraqi)

------------------------------------------------------------------

আলফিয়াতু ইরাকী আল মুঘনি আন-হামলিল আসফার ফিল আসফার ফি তাখরীয মা ফিল-ইহইয়া মিনাল আখবার

অবদানসম্পাদনা

তার রচিত যুগশ্রেষ্ঠ গ্রন্থটির নাম আল মুঘনি আন-হামলিল আসফার ফিল আসফার ফি তাখরীয মা ফিল-ইহইয়া মিনাল আখবার। এই গ্রন্থটি সম্পন্ন করতে ১৩ বৎসরের অধিক সময় লেগেছিল। প্রথম ও আসল গ্রন্থটি ১৩৫০ সালে লেখা শেষ করেন। ১৩৫৯ সালে তা আবার সংক্ষিপ্ত আকারে লিখেন। তিনি মুকাদ্দিমা ইবনুস সালাহ-কে ১ হাজার লাইনের একটি কাব্যগ্রন্থে রূপ দান করেন যা আলফিয়াতু ইরাকী নামে পরিচিত।আল্লামা যাইনুদ্দিন ইরাকী (৮০৬ হিঃ) বলেন-

হাদীস জালিয়াতির একটি পদ্ধতি ছিল পুত্র বা পরিবারের কোনো সদস্য, পান্ডুলিপির মধ্যে মিথ্যা হাদীস লিখে রাখতো। সংকলনকারী বেখেয়ালে তা বর্ণনা করতেন।

 ১)তাকরীব আল আসানীদ ওয়া তারতীব আল মাসানীদ

(*تقريب الأسانيد وترتيب المسانيد) : كتبه لابنه أبي زرعة،

২)আসানীদ আল কিতাব মিন আসাহিল আসানীদ

(*أسانيد الكتاب من أصح الأسانيد .)

৩)তরহূত তারতীব ফী শরহিত তাকরীব

(*طرح التثريب في شرح التقريب) : لم يتم شرحه، فأكمله ابنه أبو زرعة.

*تخريج أحاديث إحياء علوم الدين

*وسماه إخبار الأحياء بأخبار الإحياء،

*

المغني عن حمل الأسفار في تخريج ما في الإحياء من الأخبار.

*نظم علوم الحديث لابن الصلاح

وشرحها وعمل عليه نكتاً.

*كتاب في المراسيل.

*تقريب الإسناد.

*التبصرة والتذكرة وهي ألفية الحديث ، لتحميل الكتاب.

*نكت منهاج البيضاوي في الأصول.

*التحرير في أصول الفقه.

*نظم الدرر السُنّية منظومة في السيرة النبوية

(ألفية السيرة النبوية)،

.*الألفية في غريب القرآن.

*النقييد والإيضاح في مصطلح الحديث.

*شرح الترمذي.

ইমাম যাইনুদ্দিন আল ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি এর মৃত্যুবরণ (Death of zainuddin al iraqi Rawhmatullaah alihi)

----------------------------------------------------------------------

*যাইনুদ্দিন আল-ইরাকী ৭৮ বৎসর বয়সে ১৪০৩ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।

তিনি ৮০৬ হিজরি সালে ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

توفي في ثامن شعبان سنة ست وثمان مئة (806 هـ) وله إحدى وثمانون سنة.

ইমাম যাইনুদ্দিন আল ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি এর উপর রচিত গ্রন্থ সমূহ (Books on Imam Zainuddin Al-Iraqi Rahmatullah Alaihi )

-----------------------------------------------------------------------

*ইমাম শিহাব আল-দ্বীন আহমদ ইয়েন হাজার আল-হাইতামি শাফিয়াই আল-মক্কী

(* "تحفة المحتاج بشرح المنهاج")

*আবূ জারাহ আহমেদ বিন আবদুল রহিম বিন হুসেন আল ইরাকি শফি

(*مختصر المهمات)

*আবূ আল খায়ের মুহাম্মদ বিন মুহাম্মদ বিন আবদুল্লাহ আল জুবাইদী আল-ডিমাস্কি আল-শাফ

( الغرام بأدلة الأحكام)

মাহমুদ আল-হাসিনী আল-আলুসী আল-বাগদাদি, আবু আল-সানা শিহাব আল দীন

(: الأجوبة العراقية على الأسئلة اللاهورية)

*জালালউদ্দিন আবদুল রহমান বিন আবি বকর আল সুয়ুতি

(*أسماء المدلسين من رجال الحديث)

*শিহাব উদ্দিন আহমেদ ইবনে হাজার আসকালানী

(*إنباء الغمر بأبناء العمر)

*মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ বিন আলী বিন ইউসুফ আল-জাজারী আল-ডিমাস্কি আল-ওমারি আল শিরাজি আল-শাফি,  ডাক নাম আবু আল খায়ের।

(*غاية النهاية في طبقات القراء)

،  শামস আল-দীন আবু আল খায়ের মুহাম্মদ বিন আব্দুর রহমান বিন মুহাম্মদ বিন আবি বকর বিন উসমান বিন মুহাম্মদ আল সাখাবী আল মিসরী - আল-শাফি

(*التحفة اللطيفة)

শামস আল-দীন আবু আল খায়ের মুহাম্মদ বিন আব্দুর রহমান বিন মুহাম্মদ বিন আবি বকর বিন উসমান বিন মুহাম্মদ আল সাখাবী আল মিসরী - আল-শাফি

(**الضوء اللامع لأهل القرن التاسع،)

 ইবনুল ইমাম আবদুল -হাই বিন আহমদ বিন মুহাম্মদ ইবনে আল-ইমাদ আল-আক্রি আল-হাম্বলী আবু আল-ফালাহ

(*شذرات الذهب في أخبار من ذهب،)

، খায়ের আল-দিন বিন বিন মাহমুদ বিন মুহাম্মদ বিন আলী বিন ফারিস, আল-জারকালি

(الأعلام قاموس تراجم)

*ইমাম আল-ফকিহ ওয়াল আল-দীন আবু জার'আাহ আল ইরাকি

*كتاب عزيز ،

জামাল-দীন আব্দুল রহিম,

(،* اختصر فيه « مهمات الإمام الإسنوي)

*মাহমুদ থারওয়াত আবু আল-ফাদল

(عبدالرحيم العراقي صاحب ألفية الحديث وابنه أبو زرعة)

*ড আব্দুর রহিম আল সুলামী

(تراجم المحدثين )

মুহাম্মদ বিন আলী বিন আহমেদ আল-দাউদী শামস আল-দীন

(طبقات المفسرين )

আবদুল করিম ইসমাইল আল সাবাহ

(الحديث الصحيح ومنهج علماء المسلمين في التصحيح

আবূ  আবদুল্লাহ মুহাম্মদ বিন জাফর বিন ইদ্রিস  আল ক কাততানী

(الرسالة المستطرفة لبيان مشهور كتب السنة المشرفة)

*মাহমুদ সারওয়া (عبدالرحيم العراقي صاحب ألفية الحديث وابنه أبو زرعة

মোস্তফা বিন আবদুল্লাহ কতিব চালাবি হাজী খলিফা

(كشف الظنون عن أسامي الكتب والفنون ويليه إيضاح المكنون ويليه هدية العارفين.)

মুহাম্মদ হানীফ গাংগূহী

(ظفر المحصلين بأحوال المصنفين)

.তারীখ

* ইবনুল কাইয়িম, লামুল মুআক্কিঈন

 *. হাসান ইবরাহীম হাসান, তারীখুল ইসলাম

*দাওলাতুল মোগল ওয়া তাতার বায়নাল ইন্তিছারে ওয়াল ইনকিসারে

 * ড. রাগেব সারজানী, কিছ্ছাতু তাতার মিনাল বিদায়াতি ইলা আয়নে জালূত

 *কালকাশান্দী, ছুবহুল আশা ফী ছানাআতিল ইনশা ৪

* ইবনে কাসীর আল-বিদায়া ও নিহাইয়া

*. রশীদুদ্দীন, জামেউত্ তাওয়ারীখ

উপসংহার (conclusion)

------------------------------------

উপরের আলোচনা থেকে এ কথা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, ইমাম  যাইনুদ্দিন আল ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত মুহাদ্দিস, ফকীহ ও মুফাসসির ছিলেন। । তিনি একজন তাতারীদের সময়ের একজন বিখ্যাত মুহাদ্দিস। ইবনে হাজার আসকালানী ও ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি তার দ্বারা প্রভাবিত হয়েছেন। তিনি ৭২৫হিজরী সাল রবিউল জন্ম গ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময়েই হাদীসের খেদযত ব্যয় করেন।  তিনি হাদীস ও ফিকহ চর্চা গুরুত্বপূর্ণ মনে করতেন।  ইলমুল হাদীসে তার অবদান অনস্বীকার্য। তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন। তার প্রসিদ্ধ গ্রন্থ  আলফিআতুল ইরাকি হিসেবে প্রসিদ্ধ।  তিনি ৮০৯ হিজরিতে ৮১ বছর বয়সে মারা যান। আমরা সবাই তার খেদমতের উপর আমল করতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফীক দান করুন, আমীন।

লেখক:

প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া

 বাংলাদেশ



শেয়ার করুন

Author:

1 comment:

You can comment here