।। মুন্সি আব্দুল কাদির।।
আমার রাসুলের
ক্ষমতা ছিল ছিল যে রহম ছোঁয়া
বিরোধীর প্রতি
অভিশাপ নয় শুধু যে রহম দোয়া
কত দিন মাস
কত সাল গেল জুলুমে জুলুমে খরা
বিজয় বেশে আসিলেন
তিনি শুধু যে ক্ষমায় ভরা
অনাথের খবর
নিতেন তিনি খবর দুঃখীর তরে
আছে কি খাবার
আছে কে রোগা সুখ সকলের ঘরে
নিজের ঘরে দানা
পানি নেই পাঠান পাশের বাড়ি
সকলে শান্তি
বিলালেন তিনি কারো সাথে নেই আড়ি
বিজয়ের দিনে
ক্ষমা ও দয়া আজ করুনার দিন
সকলের ঘরে সুখের
পরশ নেই কো দুখের চিন
ক্ষমতার দাপট
ক্ষমতার কথা ক্ষমতার নেই ছায়া
ভালবাসা প্রেম
মধুর পরশে বিলালেন শুধুই মায়া
তাঁর কথা বলি
তার কথা শুনি মেনে চলি আজ কত
ক্ষমতা পেলে
তাঁকে ভুলে হায় বিরোধীরা মরে শত
ক্ষমতা ছিল
ক্ষমতা আছে ভাল ও খারাপের মেলা
বেশিই চলে গায়ের
দাপটে কেউ চড়ে দয়ার ভেলা
ক্ষমতায় আজ
চোখ কানা কেউ অন্যরা মরে মাঠে
সোনার চেয়ারে
বসে আছে কেউ কেউবা কয়েদ ঘাটে
কেউ হেসে যায়
কেউ মার খায় জীবন কারো তিতা
নবীর কাছে পরিচয়
আমার ভাবছি বলিব কি তা?
0 coment rios:
You can comment here