সত্যের সন্ধানে পর্ব-১৩ পড়তে ক্লীক করুন এখানে
।। ইমাম মাওলানা এম. নুরুর রহমান।।
মা’মার ইব্ন
রশীদ (র) (মৃ.১৫৪/৭৭০)-এর নাম মা’মার । পিতার নাম রাশিদ এর কুনিয়াত হলো আবূ উরওয়া। তিনি আরবের
‘আল-আযদ’ গোত্রের আযদকৃত দাস হওয়ার
কারণে তাঁকে আল্-আযদী এবং বসরার অধিবাসী হওয়ায় কারণে তাঁকে আল-বসরীও বলা হয়ে থাকে।
তাঁর জন্ম তারিখ সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। ১৫৩/৭৬৯ মতান্তরে ১৫৪/৭৭০ সনে
ষাট বছরের ও কম বয়সে তিনি ইন্তিকাল করেন।
তিনি তাঁর যুগের
একজন প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিন যাঁদের থেকে ইলমে হাদীস শ্রবণ করেছেন , তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কয়েকজন হলেন –
- ইমাম আয্-যুহরী
(র) (মৃ. ১২৪/৭৪২),
- কাতাদাহ (রা), আমর ইব্ন দীনার (র),
- ইয়াহ ইব্ন আবী
কাসীর (র) ,
- মুহাম্মাদ ইব্ন
যিয়াদ (র),
- আব্দুল্লা ইব্ন উসমান (র) এর হাম্মাম ইব্ন মুনাব্বিহ (র) প্রমুখ ।
তাঁর থেকে যাঁরা
হাদীস বর্ণনা করেছেন,
তাঁদের মধ্যে উলেখযোগ্য কয়েকজন
হলেন
-সুফয়ান আস্-সাওরী
(র) (মৃ.১৬১/৭৭৮),
ইব্ন উয়াইনাহ্
(র),
আব্দুল্লাহ ইব্ন
মুবারক (র) ,
হিশাম ইব্ন ইউসুফ
(র) এবং আব্দুর রায্যাক (র) প্রমুখ ।
তাঁর সম্পর্কে
ইমাম আহমাদ (র) (মৃ.২৪১/৮৫৫) বলেন:
ليس يضم إلي معمر أحدا الا وجدته فوقه-
-“ মা’মারকে তাঁর যুগের যার সাথেই তুলনা করা হোক না-কেন, তাঁকে শ্রেষ্ঠতর হিসেবে পাবে।”
হিশাম আদ্-দাস্তাওয়ারী (র) (মৃ.১৫৪/ ৭৭০ )-এর পুরো নাম হিশাম ইব্ন আবূ আব্দিল্লাহ র্আ রাব’ঈ। রবী’আ বংশের আযাদকৃত দাস
হওয়ার কারণে তাঁকে আর -রব’ঈ এবং বসরার অধিবাসী হওয়ার কারণে তাঁকে আল্-বসরী বলা হয়ে থাকে।
তিনি ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহ করতেন। ‘আদ্-দাস্তাওয়া ’
নামিক স্থানের কাপড় বিক্রি করতেন বলে তাঁকে আদ্-দাস্তাওয়ারী
বলা হয়ে খাকে। তাঁর জন্ম তারিখ সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি । তিনি ১৫৩/৭৬৯ মতান্তরে
১৫৪/৭৭০ সনে ইন্তিকাল করেন ।
তিনি একজন প্রখ্যাত
মুহাদ্দিস ছিলেন । ইমাম আয্-যাহাবী (র) তাঁকে পঞ্চম তবকার হাফিযে হাদীসের মধ্যে গণ্য
করেছেন।
তিনি যাঁদের থেকে
হাদীস শ্রবণ করেছেন ,
তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কয়েকজন হলেন-
- কাতাদাহ (র),
- হাম্মাদ ইব্ন
আবূ সুলাইমান (র),
- ইয়ায়িা ইব্ন আবী
কাসীর (র),
- আবুয-যুবাইর (র) এবং
- কাসিম ইব্ন আউফ (র) প্রমুখ।
তাঁর থেকে যারা
হাদীস রিওয়ায়াত করেছেন ,
তাঁদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন –
মুহাম্মাদ ইব্ন
আবী আদী (র),
আব্দুর রহমান
ইবনিল মাহদী (র) ,
আবূ দাঊদ (র)
,
মুসলিম ইব্ন উবরাহীম
(র) এবং
মাক্কী ইব্ন ইবরাহীম
(র) প্রমুখ।
চলবে
লেখক: বহুগ্রন্থ প্রণেতা
ইমাম মাওলানা এম. নুরুর রহমান
সেক্রেটারি:
শারীয়া কাউন্সিল ব্যাডফোরড ও মিডল্যনড ইউ কে-
ইমাম ও খাতিব:
মাসজিদুল উম্মাহ লুটন ইউ কে
সত্যয়ান কারী চেয়ারম্যন:
নিকাহ নামা সার্টিফিকেট ইউ কে
প্রিন্সিপাল:
আর রাহমান একাডেমি ইউ কে
পরিচালক:
আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে
📞07476136772 📞 07476 961067
nrahmansky@googlemail.com
Arrahmaneducationtust@gmail.com
https://www.facebook.com/Imam.Nurur
https://www.facebook.com/ARET.OR.UK/
0 coment rios:
You can comment here