।।মুন্সি আব্দুল কাদির।।
এই পৃথিবী মহান আল্লাহর এক সাজানো বাগান। মানব সমাজের কেউ এখানে সুবাসিত ফুল হয়ে ফুটে। কেউ আগাছা হয়ে যায়। ফুল, গাছ না থাকলে বাগান যেমন থাকে না। বাগানের মালি তার পিছনে আর মেহনত করে না। তেমনি এই পৃথিবী নামক বাগানে আল্লাহ তায়ালার প্রিয় মানুষগুলো যদি পৃথিবী নামক বাগানকে সুশোভিত না করত, জনপদগুলোতে সুবাস না ছড়াত তাহলে এই পৃথিবী মূল্যহীন হয়ে যেত। পৃথিবীর কোন কদর, কোন মায়া তার স্রষ্টার কাছে নিরর্থক হয়ে যেত। এই পৃথিবী মানব সভ্যতার ইতিহাসে এক্বেবারে ফুলহীন, কূলহীন কখনোই ছিলনা। হয়তো কখনো অল্প সুবাস ওয়ালা ফুল বাগানে ছিল, খুব কম সংখ্যক ফুল ছিল। তাদের প্রতি মহান রবের ভালবাসা আর মায়ায় অন্যরা বেঁচে যাচ্ছে। আমরা বেকুফের দলগুলো তা বুঝতেও পারছি না, বুঝতে চাচ্ছিও না। মনে করি আমার শক্তি আর বুদ্ধিতে আমি সব পেয়ে যাচ্ছি।
যে যমানা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগের যত কাছে। আল্লাহ ওয়ালা লোকের সংখ্যা তত বেশি লক্ষ্য করা যায়। আজ থেকে শত বছর আগে বা তারও আগে আমাদের এই সবুজ বাংলায় যত নিবেদিত আল্লাহপ্রেমী, ইমানের তেজোদীপ্ত রাহবার চষে বেরিয়েছেন আমরা বর্তমানে অনেক বেশি পিছিয়ে। আজ অনেক বেশি দাওয়াত পৌছানোর সুযোগ আছে, অনেক বেশী জ্ঞান অর্জনের পথ খুলে গেছে। সাথে সাথে ইমান আমলের উপর আক্রমণ তত বৃদ্ধি পেয়েছে। তাই দেখা যায় ইলমে একজন মানুষ অনেক যোগ্য হলেও আমলের অবস্থা খুব ভাল নেই। তাই ইলমধারী মানুষদের দেখেও চক্ষু শীতল হয় না, অন্তর বিগলিত হয় না, মনে আল্লাহর প্রেম, ভালবাসা, ভয় জাগরুক হয় না। যেন এক শূণ্যতা, এক অভাব, এক হতাশা দিন দিন বেড়েই চলছে।
আগেকার মানুষ ওয়াদায় পাকা, বিশ্বাসে দৃঢ়, প্রভুর পথে অবিচল, কষ্টে সহিষ্ণু, চিন্তায় সাবলিল, আশায় মানুষের হিতাকাংখী ছিলেন। অজপাড়া গাঁয়ে জন্ম গ্রহণ করলেও তাদের এতে কোন ঘাটতি ছিল না। তারা গুনাহ চিনতেন এবং গুনাহ থেকে বেঁচে চলতেন। গুনাহের কাজকে ভয় করতেন। এতে করে তাদের আমলের ভান্ড থেকে কোন ঘাটতি হয়নি। দিন দিন অল্প করে হলেও আমলের খাজানা পূর্ণ হয়েছে। এই অল্প অল্প আমলে তারা আল্লাহ ওয়ালা হয়ে গেছেন। অপরদিকে আমাদের আমল বেশী হলেও সাথে গুনাহের মিশ্রণে আমলগুলো খেয়ে শেষ করে ফেলছে। আমলের তথা সাওয়াবের ভান্ড খালি হয়ে যাচ্ছে। ভাল কাজের কোন তাছির আমাদের উপর আছর করতে পারছে না। আল্লাহর নাম শুনলে চোখ ছলছল করে উঠে না, হৃদয়ে নাড়া দেয় না, অন্তর কেঁপে উঠে না। কখনও উচ্ছ্বাসে ফেটে পড়ি, আবেগে উথলে উঠি। একটু পরেই নিস্তব্ধ হয়ে যাই। এই আবেগ আর আমলে কোন সংযোগ থাকে না। কখনও নেটওয়ার্ক স্থাপিত হলেও আবার বিচ্ছিন্ন হয়ে যাই। নিরবিচ্ছিন্ন সংযোগ স্থাপনের চিন্তা মাথায় আসে না। হঠাৎ আসলেও হারিয়ে যায়।
আমাদের পূর্ব পুরুষগন মহান রবকে খুব ভালবাসতেন। মহান রবের ভালবাসায় তারা তাদের আগেকার ধর্ম ত্যাগ করে দ্বীন আল ইসলামে দাখিল হয়েছেন। এটা তাদের কত বড় আর কত দামী সিদ্ধান্ত আমরা তা বুঝতে পারব না। আমরা আমাদের উপরের দিকে খুঁজতে গেলে কোন কোন কালে আমাদের আল্লাহ ওয়ালাদের সন্ধান পাব। এটা পাওয়াই স্বাভাবিক। যাার দ্বীন আল ইসলাম গ্রহণ করেছেন, সে অনুযায়ী চলেছেন তারাই আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয়। আল্লাহ ওয়ালা হিসেবে কারো নাম জনতার সামনে বিভিন্ন মাধ্যমে মহান রব প্রকাশ করে দিয়েছেন, কারো নাম প্রকাশ করেন নি। এটা মহান রবের একান্ত ইচ্ছা। আমরা আমাদের বংশের কত পুরুষ পর্যন্ত জানি? এটা আমাদের দৈন্যতা। এটাও আমাদের প্রভুর পথে চলতে উৎসাহিত করে না। আমরা যদি আমাদের আল্লাহ ওয়ালা পূর্ব পুরুষগনের কথা জানতাম তবে আমাদের মহান রবের পথে চলার জন্য প্রেরণা যোগাত। নিজের আলসেমী ঝেরে ফেলার জন্য উপকারী হতো।
আমার চতুর্থ পূর্ব পুরুষ হযরত মাওলানা ইয়াজ উদ্দিন মুন্সি রাহঃ। তিতাস বিধৌত ব্রাহ্মনবাড়ীয়া জেলার অন্তর্গত নবীনগর থানার একেবারে দক্ষিনে কুমিল্লা মুরাদনগরের লাগোয়া সাতমোড়া ইউনিয়নের চুউরিয়া গ্রামে আমাদের অবস্থান। হযরত মাওলানা ইয়াজ উদ্দিন মুন্সি রাহঃ এই গ্রামের আমাদের বংশের তৃতীয় পুরুষ। তাঁর পিতার নাম মুন্সি নিজাম উদ্দিন দাদার নাম ঈসা খাঁ। ঈসা খাঁ বর্তমান কসবা থানার পুরকুল গ্রাম থেকে এসে চুউরিয়া বসবাস শুরু করেন। আমি ঈসা খাঁর পূর্বে আর কারো নাম জানতে পারি নি। ঈসা খাঁ আমার বংশের সপ্তম পূর্ব পুরুষ। এই হিসাবে আমার বংশ ধারার সপ্তম পুরুষ পর্যন্ত আমি জানি। এটা সত্যই আফসোসের বিষয়। অথচ দেখা যায় আরবগন তাদের অনেক অনেক পূর্ব পুরুষ পর্যন্ত বংশ তালিকা জানেন। এই বিষয়টিও একটি সচেতনতার বিষয়। ইসলাম বংশগত কৌলিন্য সমর্থন করে না। এখানে তাকওয়াই পরিচয়ের আসল। তবে বংশ তালিকা অনেকের জন্য পথ চলায় প্রেরণার বাতিঘর। ঈসা খাঁর তিন পুত্র ছিলেন নিজাম উদ্দিন, মাহতাব উদ্দিন ও জৈন উদ্দিন।
হযরত মাওলানা ইয়াজ উদ্দিন মুন্সি রাহঃ একজন আল্লাহ ওয়ালা আলেম ছিলেন। তিনি তৎকালে অত্র এলাকার বড় ঈদগাহ বর্তমান দশমৌজা বাজারের পাশের ঈদগাহের ইমাম ছিলেন। এই ঈদগাহটি ছিল আশপাশের কয়েক গ্রাম মিলে। বর্তমানেও এই ঈদগাহে ছোট শিকানিকা, বড় শিকানিকা ও কাজেল্লার জনগন নামাজ আদায় করেন। পরবর্তীতে চুউরিয়া শাহী ঈদগাহের মৃত্যু পর্যন্ত ইমাম ছিলেন। এলাকার মানুষ তাঁকে আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি হিসেবে জানে এবং মানে। শিকানিকার হয়রত মাওলানা বন্দে আলী রাহঃ এর উস্তাদ ছিলেন হযরত মাওলানা ইয়াজ উদ্দিন মুন্সি রাহঃ। তাঁর জন্ম ও মৃত্যু সাল সম্পর্কে জানা যায়নি। তবে লোক মুখে যতটুকু জানা যায় যে তিনি আজ থেকে প্রায় ১০০ বছর আগে ১৩২৯ বাংলা সনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। শত বছর আগে দুনিয়া থেকে বিদায় নিলেও গ্রাম বা এলাকার মানুষ তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আমাদের গ্রামের বসতি কবে থেকে শুরু হয়েছে তা জানা না থাকলেও ইয়াজ উদ্দিন মুন্সি রাহঃ এর বাড়িতে আমাদের পুরান বাড়ি বর্তমান জনাব শাহ জাহান চেয়্যারম্যানের বাড়িতে গ্রামের প্রথম মসজিদ নির্মিত হয়। বর্তমানে ঐ বাড়িতে মসজিদ ভিটার ২ শতাংশ জায়গাও রয়েছে। পরবর্তীতে ইয়াজ উদ্দিন মুন্সি রাহঃ আমাদের বর্তমান বাড়ি করে করে চলে আসেন এবং নিজের বাড়ির পুকুরের পশ্চিম উত্তর কোনে পুরো গ্রামের সকলকে নিয়ে তৎকালিন সময়ের ইট চুন সুরকি দিয়ে মসজিদ নির্মাণ করেন। এই মসজিদের দেয়াল ছিল প্রায় ২৪ ইঞ্চ পুরো। উপরের ছাদ কাঠের তীর ও কাঠের মাচার উপর চুন সুরকির ঢালাই দেয়া। উক্ত মসজিদটি ১৯৯৬ সালে মানুষের সংকুলান না হওয়ায় এবং অনেক পুরনো হওয়ায় ভেঙ্গে ফেলা হয়েছে। এই মসজিদের পূর্ব উত্তর কোনে ইয়াজ উদ্দিন মুন্সি রাহঃ এর কবর রয়েছে।
ইয়াজ উদ্দিন মুন্সি রাহঃ সহ তাঁর ছয় ছয় ভাই ছিল। তাইজুদ্দিন মুন্সি, ইয়াজ উদ্দিন মুন্সি, আইনুদ্দিন মুন্সি, ছমির উদ্দিন মুন্সি, কলিম উদ্দিন মুন্সি ও ছলিম উদ্দিন মুন্সি। অপর দিকে ঈসা খার দ্বিতীয় পুত্র মাহতাব উদ্দিন মুন্সি চার ছেলে ছিল দৈনদ্দিন মুন্সি, মইজুদ্দিন মুন্সি, কমর উদ্দিন মুন্সি, রুছমত আলী মুন্সি। এই সকলের আওলাদগন মিলে গ্রামের সবচেয়ে বড় বংশে পরিনত হয়েছে। ঈসা খার অপর পুত্র জৈন উদ্দিন মুন্সি। তার কোন পুত্র সন্তান ছিল না। তিনি বড় মেয়েকে বাশারুক থেকে নিজের বাড়িতে নিয়ে আসেন। যারা এখন জনাব শাহজাহান চেয়ারম্যান ও অন্যান্যরা রয়েছেন। এখন আমাদের এই পুরান বাড়িতে জৈন উদ্দিন সাহেবের মেয়ের বংশধরগন থাকেন। আমাদের মূল বংশের কেউ ঐ বাড়িতে বসবাস করেন না।
ইয়াজ উদ্দিন মুন্সি রাহঃ একজন মানব হিতৈশী আল্লাহর ওলি ছিলেন। আগেকার আমলে চিকিৎসার জন্য গ্রাম বাংলায় তেমন কোন ডাক্তার ছিল না। বেশিরভাগ মানুষ ইউনানী, কোরআনী আমলের চিকিৎসার উপর নির্ভর ছিল। ইয়াজ উদ্দিন মুন্সি রাহঃ আমালী চিকিৎসা করতেন। প্রতিদিন তাঁর নিকট অনেক রোগী আসত। অনেক টাকা তার সামনে হাদিয়া আসত। তিনি এই টাকায় কিছু দিন পর পর জেয়াফত বা মেজবানী করতেন। আশপাশের মানুষজনকে দাওয়াত দিয়ে খাওয়াতেন। মানুষদের সাহায্য সহযোগিতা করতেন। মানুষদের বিপদে সাহায্যকারী হিসেবে সবার পাশে দাঁড়াতেন। আগেকার আমলে প্রায় সময় কলেরা, বসন্ত ইত্যাদি মহামারীর প্রাদুর্ভাব দেখা যেত। এই সংকটময় মূহুর্তে তিনি অসহায় মানুষদের পাশ থেকে সরে না গিয়ে মানুষদের বিপদের বন্ধু হিসেবে পাশে থাকতেন।
ইয়াজ উদ্দিন মুন্সি রাহঃ একজন বিদ্যানুরাগী ছিলেন। তাঁর আমলে নিজ জায়গায় তিনি এলাকার প্রথম প্রাথমিক বিদ্যালয় দিয়ে যান। যদিও প্রাথমিক বিদ্যালয়ের সরকারী হিসেবে ১৯৩৯ ঈসায়ী সাল লেখা রয়েছে। এই স্কুলটি হিসাব অনুযায়ী তার আগে স্থাপিত। তাঁর বাড়ির ঠিক সামনে স্কুলটি শোভা পাচ্ছে। বাড়ির একপাশে স্কুল অন্যপাশে মসজিদ মক্তব আমাদেরকে তাঁর দুনিয়াবী শিক্ষা ও পরকালীন মুক্তির পথ দুটোকে বাতলে দেয় এবং দুনিয়ায় আল্লাহমুখি জীবন যাপনের পথের দিশা দেয়। দুনিয়ার সব কিছুই লাগবে কিন্তু আখেরাতকে উপলক্ষ্য করে। আখেরাতহীন দুনিয়ার জীবন আমাদের জন্য আপাত দৃষ্টিতে কল্যাণমূলক হলেও বাস্তবিক পক্ষে তাতে কোন কল্যাণ নেই। শুধু আছে, পরিতাপ, হতাশা, দুঃখ ইত্যাদি। তাই যারা শুধু দুনিয়া দুনিয়া করেছে হয়তো দুনিয়ার কিছু পেয়েছে বা পায়নি। কিন্তু যে আল্লাহ আল্লাহ করেছে, আল্লাহর পথে চলেছে অর্থাৎ যে আল্লাহকে পেয়েছে সে সব কিছুই পেয়ে গেছে। তাই আজ শত বছর পরে এসেও একমাত্র আল্লাহ ওয়ালা হওয়ার কারনে আমরা তাদের স্মরণ করি।
ইয়াজ উদ্দিন মুন্সি রাহঃ এর কিছু ঘটনা মানুষের মুখে মুখে রয়েছে। আজ থেকে কমপক্ষে ৩০ বছর আগের কথা। ইয়াজ উদ্দিন মুন্সি রাহঃ এর পাশেই মরহুম রমজান সরকারের বাড়ি। রমজান সরকারের ছেলে মরহুর আব্দুল মজিদ সরকার আমার সম্পর্কে দাদা। তখন তিনি বয়োবৃদ্ধ। একদিন তিনি আমাকে বললেন, নাতি তুমি কি জান তুমি কার বংশধর? আমি বললাম দাদা আমিতো ইয়াজ উদ্দিন মুন্সি রাহঃ এর বংশধর। না আমি এই কথা বলি নাই। শোন আমি ছোট ছিলাম। তখন আমাদের জানা, খুব বৃষ্টি হচ্ছে। ধান ফেলা যাচ্ছে না। তোমার দাদারা গ্রামের পশ্চিম পাশের একটি জমিতে কয়েকবার ধান ফেলেছে। কিন্তু বৃষ্টির কারনে বার বার ধান নষ্ট হয়ে যাচ্ছে। তারা আর জমিতে ধান ফেলতে চাচ্ছে না। মুন্সি সাহেব ছেলেদের বললেন যাও জমিতে ধান ফেল। ছেলেরা বললেন, বার বার তো ধান নষ্ট হয়ে যায়। তারপর মুন্সি সাহেব বললেন আচ্ছা আমি জমিতে যাচ্ছি তোমরা ধান নিয়ে এসো। তিনি জমির চারদিক দিয়ে একটি চক্কর দিয়ে চলে আসলেন। আমার দাদা ও আরেক ভাই গিয়ে জমিতে ধান ছিটালেন। এটকু পরেই বৃষ্টি এলো কিন্তু এই জমিতে বৃষ্টির কোন ফোটা পড়ল না। মরহুর আব্দুল মজিদ দাদা আরো একটি ঘটনা বললেন, আমি ছোট মুন্সি সাহেব মারা গেলেন। জানাযায় প্রচুর মানুষ হলো। তোমাদের বাড়িতে মানুষের সংকুলান না হওয়ায় বাড়ির পূর্ব পাশে জমিতে জানাযা হলো। জানাযা আরম্ভ হওয়ার পূর্ব মুহুর্ত পূর্ব দিকে থেকে সাদা পাঞ্জাবী, সাদা পায়জামা, সাদা পাগড়ী পরিহিত একদল মানুষ এসে জানাজায় শরীক হলেন। কিন্তু আশ্চর্যের বিষয় জানাযার সালাম শেষে তাদের কাউকে দেখা গেল না।
আমাদের ব্রাহ্মনবাড়ীয়া জেলা থেকে বাইতুল্লাহ (কাবা শরীফ) সোজাসুজি পশ্চিম দিকে নয়। কাবা শরীফ ২৭৭ ডিগ্রি পশ্চিম উত্তর কোনে অবস্থিত। আপনি গুগল আর্থে যাচাই করে দেখে নিতে পারেন। মাওলানা ইয়াজ উদ্দিন মুন্সি রাহঃ কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ নির্মাণের সময় বর্তমানের আধুনিক কোন প্রযুক্তি ছিল না। ২০১৯ সালের রমজানের পর বাড়িতে গিয়ে আগের মসজিদের ভিটা দেখে মাওলার অনেক শুকরিয়া আদায় করলাম। মাওলানা ইয়াজ উদ্দিন মুন্সি রাহঃ প্রতিষ্ঠিত মসজিদ ঠিক ২৭৭ ডিগ্রি কোনে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। যখন গুগল আর্থ ছিল না, কোন প্রযুক্তি ছিল না। আবার গ্রামের নিভৃত পল্লিতে অবস্থান। আমরা জানি আমাদের কেবলা কাবার দিকে। আর কাবা ঘর পশ্চিম দিকে অবস্থিত। গুগল আর্থে কাবার যে ২৭৭ ডিগ্রি কোনে অবস্থান। ঠিক ২৭৭ ডিগ্রি কোনে মসজিদ নির্মাণ মহান রবের কবুলিয়াতের এক ইশারা নয় কি! এরূপ আরো কিছু ঘটনা আমাদের মনকে আলোড়িত করে। মহান রবের পথে তাদের দেখানো পথে চলতে অনুপ্রেরণা জোগায়, মহান রবের সন্তুষ্টি লাভে আশাম্বিত করে। তারা মহান আল্লাহ প্রদত্ত রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদর্শিত পথে চলে আল্লাহকে পেয়ে গেছেন। আমরাও যেন সেই পথে চলে মাওলার প্রিয় হতে পারি। মহান রব তাঁর প্রিয়দের আরো প্রিয় করে নিন। আমাদেরকে তাঁর সন্তুষ্টি আর অবারিত রহমতের পথে চালিত করুন। আমীন।
লেখক:
ব্যাংকার, কবি ও প্রাবন্ধিক
(আমার পারিবারিক ভাবে জানা এবং ইয়াজ উদ্দিন মুন্সি সাহেবের বড় ভাই তাইজুদ্দিন মুন্সি সাহেবের আওলাদ জনাব ড. মুন্সি আমিনুল ইসলাম, আঞ্চলিক প্রধান, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট, কুমিল্লা অঞ্চল এর সংগৃহিত তথ্য অনুযায়ী।)
0 coment rios:
You can comment here