।। মুন্সি আব্দুল কাদির।।
তুমি কি জান
তোমার দাম কত
তুমি একটি শব্দ
একটি নাম একটি চাওয়া
তোমার অপেক্ষায়
কত কাল পাড়ি দিয়েছি
জোৎস্না রাতে
তারার দিকে চেয়ে তোমায় খুঁজেছি
তিমির রাতে
তোমায় হাতরিয়ে ফিরেছি
রোগে কাতরিয়ে
তোমাকে ভুলে যাইনি একটি বার
জঠর জ্বালায়
চরম কষ্টে তোমাকেই চেয়েছি
প্রিয়জনকে হারিয়েও
তোমাকে ভুলে যাইনি
শিশু কিশোর
যৌবন পৌড় বৃদ্ধ শুধু তোমাকে চাই
আজো চাওয়ার
কমতি নেই
কমতি নেই কোন
কালে
শুধু তোমাকে
চাই হে স্বাধীনতা
তোমাকে পেয়ে
বিজয়ের আনন্দে সব ভুলে যাই
তোমার রক্ষায়
চির জাগরুক থাকি সব সময়।
0 coment rios:
You can comment here