Wednesday, December 30, 2020

আগামী প্রজন্মকে নৈতিক ও আত্ম বিশ্বাসী করে গড়ে তুলতে হবে


।। প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান।।

গত ৩০ ডিসেম্বর ২০২০ সকাল দশ ঘটিকায়, দামোদর, ফুলতলা, খুলনায় পুরস্কার বিতরণ ও হিফজ মাদ্রাসা ভবন উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর আল-হাদীস এন্ড ইসলামী স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্বকে নেতৃত্ব দিবে আগামী প্রজন্ম। তিনি বলেন, আগামী প্রজন্মকে নৈতিক ও আত্ম বিশ্বাসী করে গড়ে তুলতে হবে। তিনি বলেন,  বিশ্বের সকল মানুষের মধ্যে ধর্ম শিক্ষা এখন অপরিহার্য হয়ে পড়েছে। মানবিক গুনাবলী সম্পন্ন ও নৈতিক চরিত্রের অধিকারী নাগরিক তৈরি করলে রাস্ট্র ও সমাজ সমভাবে উপকৃত হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, আপনারা সন্তানের ভবিষৎ নিয়ে উদ্বিগ্ন হবেন না। মেধা ও যোগ্যতা থাকলে তারা নিজেদের আবিষ্কার করতে পারবে। শিক্ষা হতে হবে মানবতার কল্যাণে। শিক্ষার উদ্দেশ্যে শুধুমাত্র চাকরি উদ্দেশ্য হলে প্রবর্তিত বিশ্বে টিকে থাকা সম্ভব হবে না। উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, সময় হয়েছে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ইসলাম ও অন্যান্য জ্ঞান অর্জন করার মাধ্যমে একটি সফল জাতি গঠন করার আহ্বান জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান ও দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ভুঁইয়া শিপলু ও ডা. মুহাম্মদ রেজয়ান আলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফুলতলা  রিপোটার্স ক্লাব  এর সভাপতি তাপসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি । এরপর তিনি হিফজ মাদ্রাসা ভবন উদ্বোধন করেন।




শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here