Monday, December 21, 2020

পিএইচডি গবেষক জিয়াউর রহমানের পিএইচডি সেমিনারে প্রবন্ধ উপস্থাপন

 

ইসলামী বিশ্ববিদ্যাল কুষ্টিয়ায় “প্রচলিত দূরূদ: কুরআন-সুন্নাহর আলোকে একটি প্রায়োগিক বিশ্লেষণশীর্ষক পিএইচডি সেমিনার গত ২১ ডিসেম্বর, ২০২০ সোমবার, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারের আয়োজক ছিল বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।

সেমিনারে পিএইচডি গবেষক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন- সিলেটের কোম্পানিগঞ্জ থানার খাগাইল গ্রামের কৃতী সন্তান, লিডিং ইউনির্ভাসিটি সিলেটের প্রভাষক, ইসলামী বিশ্ববিদ্যালয়েন আল হাদিস এন্ড ইসলামি স্টাডিজ বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ জিয়াউর রহমান। গবেষণা প্রবন্ধে দূরূদের পরিচয়, বাংলাদেশে প্রচলিত দূরূদ, বিভিন্ন দূরূদের ফজিলত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম -এর উপর দূরূদ পাঠের পদ্ধতি ও বিধান আলোচনা করা হয়েছে। এ ছাড়া আমাদের দেশে যেসব দূরূদ প্রচলিত তার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

 

প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন গবেষণার তত্বাবধায়ক ও বিভাগের প্রফেসর ড. মুজাহিদুর রহমান। আলোচক ছিলেন বিভাগের প্রফেসর ড. আ. খ. ম. ওয়ালী উল্লাহ ও প্রফেসর ড. আকতার হোসেন ।

এ ছাড়া আল ফিকহ এন্ড লিগাল স্টাডিজ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর নাসির উদ্দীন আজহারী, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আব্দুল কাদের, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ প্রফেসর ড. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here