ইসলামী বিশ্ববিদ্যালয় আল - কুরআন এন্ড ইসলামি স্টাডিজ বিভাগে মৃত্যু ভাবনা নৈতিক চরিত্র বিকাশের অন্যতম সোপান"- ‘ শীর্ষক বিষয়ক পিএইচডি সেমিনার গত 10 জানুয়ারি অনুষ্ঠিতহয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে "মৃত্যু ভাবনা নৈতিক চরিত্র বিকাশের অন্যতম সোপান"-শীর্ষক শিরোনামে পিএইচ ডি সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারের প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড মুহাম্মদ সোলায়মান, ডিন, থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, সভাপতিত্ব করেন প্রফেসর ড এম এয়াকুব আলী, প্রধান আলোচক প্রফেসর ড আ হ ম নুরুল ইসলাম, অন্যতম আলোচক প্রফেসর ড এ কে এম রাশেদুজ্জামান। উম্মুক্ত আলোচনায় অংশ নেন প্রফেসর ড মুহাম্মদ আব্দুল মালেক, প্রফেসর ড মুহাম্মদ গোলাম রাব্বানী, প্রফেসর ড শেখ এ বি এম জাকির হোসেন প্রফেসর ড মুহাম্মদ মোস্তাফিজুর রহমান । উক্ত সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড সৈয়দ মাকসুদুর রহমান। তিনি বলেন বিশ্বের সকল মানুষের মধ্যে মৃত্যু অবধারিত। মৃত্যুর ভয় মানুষকে নৈতিক কর্ম করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। গবেষক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন জনাব আবুল খায়ের।
0 coment rios:
You can comment here