Wednesday, January 13, 2021

ইবির আল হাদিস বিভাগে পিএইচডি সেমিনার

 


ইসলামী বিশ্ববিদ্যালয় আল হাদীস এন্ড ইসলামি স্টাডিজ বিভাগে'কুটনৈতিক অধিকার: ইসলামী দৃষ্টিকোণ' ’ শীর্ষক বিষয়ক পিএইচডি সেমিনার গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। 

 ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া,‘আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে'কুটনৈতিক অধিকার: ইসলামী দৃষ্টিকোণ’ শীর্ষক পিএইচ. ডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ সেমিনারটির আয়োজন করে।

সেমিনারে পিএইচডি গবেষক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন  ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র শিক্ষক আব্দুল্লাহ আল-মামুন।

গবেষণা প্রবন্ধে ইসলামের দৃষ্টিতে কুটনৈতিক সংজ্ঞা, প্রকারভেদ, ব্যবস্থাপনা, প্রচলিত-অপ্রচলিত সকল সম্পর্কে মধ্যেই ইসলামী কুটনৈতিক অধিকার আলোচনা করা হয়েছে। এসব ব্যাপারে ইসলামী চিন্তাধারা  তুলে ধরা হয়েছে।

এসময় বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন গবেষণার তত্বাবধায়ক প্রফেসর ড  মো:ময়নুল হক। নির্ধারিত আলোচক হিসেবে আলোচনা করেন প্রফেসর ড মো:আকতার হোসেন এবং আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ নাসির উদ্দীন। উম্মুক্ত আলোচনায় অংশ নেন প্রফেসর ড মো এয়াকুব আলী ও প্রফেসর ড এ বি এম জাকির হোসেন। বিভাগের  প্রফেসর ড মো: আ. খ, ম ওয়ালী উল্লাহ, প্রফেসর ড মোহাম্মদ নাসির উদ্দিন। আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ফারুক আহমেদ ও

দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড মো:আহসান উল্লাহ, প্রফেসর ড আ ছ ম তরিকুল ইসলাম প্রফেসর ড. আব্দুল কাদের,  প্রফেসর ড মাসুদ আল মাহদীসহ কর্মকর্তা ও সাংবাদিকবূন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here