আর-রাহমান এডুকেশন
ট্রাষ্ট’ ইউ কে এর পক্ষ থেকে চক্ষু অপারেশনের জন্য
নগদ অর্থ দান
গত ১৯ জানুয়ারী-২০২১ মঙ্গলবার এলাহাবাদ রহমানমনজিল এর পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেন তেলিকোনা এলাহাবাদ জনাব নিজাম উদ্দীন মেয়ের চক্ষুর আপারেশন এর জন্য তার ছেলে তানবীর আহমদ এর হাতে ।
দুইটি চক্ষুর
অপরেশন করতে ডাক্তার পরামর্শ দিয়েছে ৩০ হাজার টাকা লাগবে। দারিদ্র্য বিমোচনে সমাজের
বিত্তবান ব্যক্তি এগিয়ে আসলে আমাদের এই সমাজ একদিন পরিবর্তন হবে ইনশাআল্লাহ ।
এই সময় উপস্তিত
ছিলেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ এর সেক্রেটারি এম. মাসুদ আহমদ, অর্থ সম্পাদক
পীর আমিনুর রহমান, আলোর কুঁড়ির সদস্য :আজিমুর
রহমান তোয়াছিন।
মহান আল্লাহ
তাআলা সবকিছুর সৃষ্টিকর্তা। তাঁর সৃষ্টিকুলের মধ্যে কিছু সৃষ্টিকে আমরা কখনো অস্বাভাবিক
দেখতে পাই। এতে তাঁর বিশেষ উদ্দেশ্য ও মহান রহস্য বিদ্যমান। কোরআন ও হাদিসের আলোকে
এই সৃষ্টির রহস্য হলো প্রথমত, বান্দা যেন তাঁর ক্ষমতা সম্পর্কে
জানতে পারে, তিনি যেমন স্বাভাবিক সুন্দর সৃষ্টি করতে সক্ষম,
তেমনি এর ব্যতিক্রমও করতে সক্ষম। দ্বিতীয়ত, আল্লাহ
যাকে বিপদ-আপদ থেকে নিরাপদ রেখেছেন; সে যেন নিজের ওপর আল্লাহর
দয়া ও অনুকম্পাকে স্মরণ করে তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করে। কারণ, আল্লাহ চাইলে তার ক্ষেত্রেও সে রকম করতে পারতেন। তৃতীয়ত, প্রতিবন্ধী ব্যক্তিকে আল্লাহ তাআলা এই সমস্যার বিনিময়ে তাঁর সন্তুষ্টি,
দয়া, ক্ষমা ও জান্নাত দিতে চান। হাদিসে কুদসিতে
আল্লাহ তাআলা বলেন, ‘আমি যার প্রিয় চোখ নিয়ে নিই, অতঃপর সে ধৈর্য ধারণ করে এবং নেকির আশা করে; আমি তার
জন্য এর বিনিময়ে জান্নাত ছাড়া অন্য কিছুতে সন্তুষ্ট হই না।’ (তিরমিজি, হাদিস নম্বর ১৯৫৯)।
আল্লাহ আমাদের
এই দান কে কবুল করুন ।
অর্থ দিয়ে সার্বিক
সহযোগীতায় করেন আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট’ ইউ কে এর স্থায়ী সদস্য সপ্না খাতুন।
0 coment rios:
You can comment here