গাড়ি চাপায় নিহত রাসেলের মা'কে প্রসকপের সেলাই মেশিন প্রদান।
উপস্থিত ছিলেন প্রত্যয় সমাজ কল্যাণ পরিষদ (প্রসকপ),পান্ডারগাও ইউনিয়ন এর উপদেষ্টা মোহাম্মদ কামাল উদ্দিন,মাও দেলোয়ার হোসেন, আহবায়ক হাফিজ আমিন উদ্দিন, যুগ্ম আহবায়ক মাও আব্দুল হক,সদস্য আব্দুল হাই বশির,সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোজাহিদুল ইসলাম। সেলাই মেশিন গ্রহণ করেন মৃত রাসেলের মামা আব্দুর রউফ।
জাহেদ হাসান দূর্জয়(রাসেল) পান্ডারগাও ইউনিয়নের পান্ডারগাও গ্রামের স্বামী পরিত্যাক্ত ইয়াসমিনা বেগমের একমাত্র পুত্র।পুত্রহারা অসহায় মহিলাকে প্রসকপের এ ক্ষুদ্র আয়োজন।
উল্লেখ্য যে, সুনামগঞ্জের দোয়ারাবাজারে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে রাসের মিয়া(২২) নামে এক আরোহী নিহত হয়েছে। রবিবার(৬ ডিসেম্বর) রাত ১০ ঘটিকা সময় রাসেল মিয়া উপজেলা সদর থেকে মোটরসাইকেলে ফাজায়েল আহমদকে (১৫) নিয়ে পান্ডারগাঁও আসছিলেন। পথে বিপরীতগামী একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলে রাসেল মারা যায়।
গুরুতর আহত ফাজায়েল আহমদকে উদ্ধার করে স্থানীয়রা সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। উপজেলার বিয়ানিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পান্ডারগাঁও গ্রামের আলী হায়দারের ছেলে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান,ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী রাসেল মিয়া নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রলিটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।
এব্যাপারে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা রুজু করা আছে।
0 coment rios:
You can comment here