Tuesday, January 26, 2021

সব বিভাগের ছাত্র ছাত্রীদের কে আধুনিক জ্ঞানে আলোকিত করতে হবে- ইবি ভিসি প্রফেসর ডক্টর শেখ আব্দুস সালাম

 


সব বিভাগের ছাত্র ছাত্রীদের আধুনিক জ্ঞানে আলোকিত করতে হবে।

ইবি ভিসি  প্রফেসর ড শেখ আব্দুস সালাম

গত ২৬ জানুয়ারি ২০২১তারিখ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বাংলাদেশে এর আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে মাননীয় ভাইস চ্যন্সেলর প্রফেসর ড শেখ আব্দুস সালাম পরিদর্শন করেন। বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড সৈয়দ মাকসুদুর রহমান স্যারকে স্বাগত জানান। তিনি বিভাগের বিভিন্ন বিষয়ে গৃহীত কর্মকান্ড সম্পর্কে মাননীয় ভাইস চ্যন্সেলরকে অবহিত করেন। তিনি বিভাগের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন বিভাগের ছাত্র ছাত্রীদের শিক্ষার পাশাপাশি দেশ গড়ার মানসিকতা তৈরি করে দিতে হবে। বিভাগের চেয়ারম্যান স্যারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান ও সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক প্রফেসর ড আ ন ম ইকবাল হোসাইন ও প্রফেসর ড মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী এবং প্লানিং. ডাইরেক্টর (ভারপ্রাপ্ত )  আলী হাসানসহ প্রমুখ।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here