অম্লান স্মৃতির পাতায় শায়খুল হাদীস আল্লামা ফখর উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি
প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন ওয়াস সালাতু ওযাস সালম আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ওয়ালা আলিহী ওয়া আসহাবিহি আজমাইন
আলিমদের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (ال عمران - 18)
"আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দেন যে, তিনি ছাড়া আর কোন উপাস্য নেই। ফেরেশতাগণ এবং ন্যায়নিন্ঠ জ্ঞানীগণও সাক্ষ্য দিয়েছেন যে, তিনি ছাড়া আর কোন ইলাহ্ নেই। তারা সবাই আল্লাহর সুবিচারে আস্থা স্থাপনকারী। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়।" (৩:১৮)
এই আয়াতে ন্যায়নিষ্ঠ আলিমদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে এবং তাদের আল্লাহ তাআলা একমাত্র ইলাহ এ সাক্ষী দেওয়ার কথা বলা হয়েছে । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,
عَنْ عَبْدِاللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا شَيْئًا فَبَلَّغَهُ كَمَا سَمِعَ، فَرُبَّ مُبَلِّغٍ أَوْعَى مِنْ سَامِعٍ))
অন্য রেওয়াযেতে এসেছে,
نضر الله امرأ سمع منا حديثا فحفظه حتى يبلغه فرب حامل فقه إلى من هو أفقه منه ورب حامل فقه ليس بفقيه».
(سنن أبي داود، كتاب العلم، باب فضل نشر العلم، رقم: 3662، سنن الترمذي، كتاب العلم عن رسول الله صلى الله عليه وسلم، باب الحث على تبليغ السماع، رقم: 3656)
‘‘আল্লাহ তাঁর চেহারাকে উজ্জল করুন যে আমার কাছ থেকে কোনো হাদীস শুনল, অতঃপর সে তা সংরক্ষন করল, এমনকি তা অন্যের কাছে পৌছাল। অনেক ফিক্বহ (হাদীস) এর ধারক এমন রয়েছে, সে যার কাছে পৌছায় সেই ব্যক্তি তাঁর চেয়ে অধিক ফক্বীহ। আর অনেক ফিক্বহের ধারক নিজে ফক্বীহ নয়।’’ এই হাদীসের আলোকে বুঝা যায় যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাদ্দিসগনের জন্য দুআ করেছেন।
আমার সংক্ষিপ্ত এই প্রবন্ধে শায়েখুল হাদীস আল্লামা ফখর উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এর একটি স্মৃতিচারণ করতে চাই যা আমার নিকট অম্লান হয়ে থাকবে। আমি আল্লাহ তাআলার শুকরিযা আদায় করি।
আমার কিশোর বয়স থেকে একজন বিখ্যাত মুহাদ্দিসের আলোচনা প্রায় শুনতে পেতাম কিন্তু তাকে দেখার সুযোগ হয়নি। আমার প্রসিদ্ধ অনেক শিক্ষক যারা শায়খুল হাদীসের সরাসরি ছাত্র ছিলেন সকলে তার প্রশংসা করতেন। এ থেকে আমার মধ্যে শায়খকের সাথে সাক্ষাৎ করার গভীর আগ্রহ সৃষ্টি হয়। সম্ভবত ১৯৯৩ সালে ঢাকা আলীযা মাদ্রাসার আল্লামা কাশগারী হলে দূর থেকে তাঁকে দেখার সুযোগ হয়েছিল । অত্যন্ত সুন্দর চেহারা কিন্তু কথা বলার সুযোগ হয়নি। মুফতি সৈয়দ আমিমুল ইসলাম মুজাদ্দেদি বরকতি রাহমাতুল্লাহ আলাইহি এর সুযোগ্য ছাত্র শাযখুল হাদীস আল্লামা ফখরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এর ১৯৪৯সালের ১ মার্চ চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার প্রখ্যাত আলিম মাওলানা শফিউর রহমানের গৃহে জন্ম গ্রহণ করেন। ২ ৬ মে ২০২০সালে বৃহস্পতিবার তিনি নিজে গৃহে ইন্তিকাল করেন।মরহুম রাহমাতুল্লাহ আলাইহি প্রায় ৬৩"বছর জীবনের অধিকাংশ সময় ইলমুল হাদীসের দারস ও লেখনীর মাধ্যমে জাতির খেদমতে লিপ্ত ছিলেন। বিনয়ী, পর উপকারী এই বিখ্যাত মুহাদ্দিস অসংখ্য হাদীসের গ্রন্থ রচনা করেছেন ।তার প্রসিদ্ধ ছাত্ররা সারা পৃথিবীতে ইসলাম প্রচারের কাজ করে যাচ্ছেন ইলমুল হাদীসে খেদমতে রত আছেন । ঐতিহ্যবাহী মাদ্রাসা আলীয়া ঢাকা এবং সিলেট আলীয়া মাদ্রাসা ছিল তার কর্মজীবন। তার হাদীসের খেদমত আল্লাহ কবুল করুন, আমীন । এবার আসি আমার সংগ্রহে আল্লামা ফখর উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সাথে অল্প সময়ের একটি স্মরণীয় স্মৃতি স্মরণ করতে চাই । সম্ভবত মুহূর্তেটি ছিল ২০০৭সাল।ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে কামিল পরীক্ষার মৌখিক গ্রহণ করতে চট্টগ্রামের পটিয়া উপজেলার বিখ্যাত মাদ্রাসা শাহচান্দ আওলিয়া কামিল মাদ্রাসা আগমন করি । উল্লেখ্য যে চুনতি হাকিমিয়া আলীয়া মাদ্রাসার ছাত্রদের এটা পরীক্ষার কেন্দ্র ছিল। মৌখিক পরীক্ষায় ছাত্রদের সাথে আসেন মাদ্রাসা অধ্যক্ষ এবং অবসরপ্রাপ্ত সিলেট আলীয়া মাদরাসার প্রিন্সিপাল এবং চুনতি হাকিমিয়া আলীয়া মাদ্রাসার শাযখুল হাদীস আল্লামা ফখর উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ।শায়খ দূরে বসে ছিলেন আমার দৃষ্টি হুজুরের দিকে যাওয়ার সাথে শায়খকে বোর্ড আসার আমন্ত্রণ জানান হলে উনি আসলেন। আমরা সকলে স্বাগত জানাই। তিনি আমার সাথে পরিচয় হলে
তিনি আমাকে তার মাদ্রাসার ছাত্রদেরকে মৌখিক পরীক্ষায় বেশী প্রশ্ন করতে বললেন। আমরা শায়খুল হাদীসের উপস্থিতে প্রশ্নে করলাম। তিনি খুবই খুশি হলেন এবং আমাদের জন্য দুআ করলেন। ২ ৬ মে ২০১১ তার মৃত্যুর সংবাদ পেলে আমরা শাযখুল হাদীস আল্লামা ফখরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এর জীবনী আলোচনা করি এবং দূআ করি। তাঁর সাথে সামান্য সময়ের সাক্ষাৎ আমাকে ধন্য করেছে। আমরা দুআ করি আল্লাহ তাআলা শায়খকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমীন ।
লেখক:
চেয়ারম্যান
আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
0 coment rios:
You can comment here