Monday, February 15, 2021

মাদ্রাসা শিক্ষার মাধ্যমে রাষ্ট্রের দক্ষ নাগরিক তৈরি করতে হবে -প্রফেসর ডঃ সৈয়দ মাকসুদুর রহমান

 


১৪-০২ - ২১ তারিখ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আলিয়া মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ধারা (১৭৮০-১৯৪৭) ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অনুষদীয় ডিন প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন গবেষণার তত্বাবধায়ক ও বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মোস্তাফিজুর রহমান ।


সেমিনারে আলোচক ছিলেন বিভাগের প্রফেসর ড আ খ ম ওয়ালী উল্লাহ এবং প্রফেসর ড.মো:আকতার হোসেন । প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক আব্দুস ছবুর মাতুব্বর ।

প্রবন্ধে আলোচক্গন মাদ্রাসা শিক্ষার মান ও তার ধারা বিস্তারিত আলোচনা করেন। এ শিক্ষা মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা আলোচনা করা হয়েছে। সিলেবাস পদ্ধতিতে ধারাবাহিক তথ্য উপস্থাপন করেন। 

সেমিনারে উম্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড মুহাম্মদ আব্দুল কাদের, আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড আ হ ম নুরুল ইসলাম, প্রফেসর ড মো: ময়নুল হক, প্রফেসর ড মোহাম্মদ নাছির প্রফেসর ড মুহাম্মদ নাছির উদ্দীন উদ্দীন , দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড মুহাম্মদ গোলাম মাওলা, প্রফেসর ড মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।


সেমিনারে অন্যান্যদের মাঝে বিভাগের , প্রফেসর ড. মো: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড আব্দুল লতিফসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকবূন্দ, ছাত্র ছাত্রীরা এ সময় উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here