Thursday, February 11, 2021

জোহরা বেগমের আয়োজনে সাহিত্য আড্ডা ও পিঠা উৎসবে আমরা-আফতাব চৌধুরী

 


জোহরা মমতাজ- সৌদি প্রবাসী ধনাঢ্য ব্যবসায়ী সাহেদ চৌধুরীর জীবন সঙ্গীনি, থাকেন শহরতলীর পীরের বাজার ইউনাইটেড হাউজিংয়ে নিজ বাড়ীতে দৃষ্টিনন্দন পরিবেশে । নিজ হাতে সৃজিত নানা প্রকার ফুল আর ফলে ভরা ছাদের বাগান, সিলেটে এক বিরল দৃষ্টান্ত। বাংলাদেশ সরকার তাকে জাতীয় পুরষ্কারে সম্মানীত করেছেন। তার এ শখের বাগান দেখার জন্য দূর দূরান্তর থেকে ছুটে আসেন আত্মীয়-অনাত্মীয়, পরিচিত অপরিচিত অনেকেই। এ দম্পতির আতিথেয়তায় অসন্তুষ্ট নয় কেউই। যেমন কপোত-তেমনি কপোতী, হাসিমুখে বরণ করেন সবাইকে । তাদের চাল-চলন, আচার -আচরণ আর মানবিক গুনে সকলেই সন্তুষ্ট। মা-শা-আল্লাহ বাচ্চারাও ঠিক একই ভাবে গড়ে উঠছেন, দু’ ছেলেই ভার্সিটি লেবেলে আর একমাত্র মেয়ে সিলেটের সেরা স্কুলের শিক্ষার্থী।

সখ ছিল পিঠা উৎসব করবেন -৭০ কি:মি খুজে যোগাড় করলেন বাঁশ, বিন্নি চাল, তৈরী করলেন বাঁশের চুঙ্গা পিঠা, এটাতো সিলেটের ঐতিহ্য, তাই পিঠা উৎসবে চুঙ্গা পিঠা না হলে কেমন হয়? এখানেই শেষ নয়- মোট ২৫ জাতের পিঠার সঙ্গে নানা জাতের খাবারের আয়োজন এ যেন এক বিরাট জলসা। পিঠা উৎসবের দাওয়াত পেয়ে ছুটে আসলেন সিলেট লেখক ফোরামের সভাপতি কবি ও গীতিকার সাংবাদিক নাজমূল ইসলাম মকবুল, ফটো সাংবাদিক আলিম উদ্দিন, কবি ও লেখক বহু গ্রন্থপ্রনেতা  ইসমত হানিফা চৌধুরী- সংস্কৃতি সেবি, টিভি উপস্থাপক ফোজিয়া আক্তার, এ্যাডভোকেট ফাহমিদা সুলতানা চৌধুরী, ব্যাংকার মাসুদ চৌধুরী, জমজম, মারিয়াম। শাহেদ-জোহরা দম্পতির দুই ছেলে তৌহিদুর রহমান চৌধুরী, সামসুর রহমান চৌধুরীসহ অনেকেই। অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধিতে চেষ্টার ত্রæটি ছিলোনা তা বলা যায় নির্দ্বিধায়। 

পিঠা অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো ছাদের বাগান। যা দেখলে যেকোনো কারোর মন আনন্দে ভরে উঠবে। অনুষ্টানে মুখরোচক খাবার ও মজাদার পিঠা শুধু অনুষ্ঠানে দেওয়া হয়নি বাড়ি ফেরার পথে জলপাই ও বরইয়ের আচারসহ অনেক উপহারই প্রদান করা হয় অতিথিদেরকে।

দিন ব্যাপি অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সামসিয়া চৌধুরী, এলিনা ও ইবাদ  ।

অনেক অনেক অভিন্দন সাহেদ দম্পত্তিকে, তাদের বাকি জীবন সুখের হোক, শান্তির হোক, নিরাপদ হোক, সম্বৃদ্ধির হোক-প্রত্যাশা আমাদের সকলের।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here