Thursday, February 4, 2021

শাইখুল হাদীস আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি রাহমাতুল্লাহ আলাইহি : ইলমুল হাদীসে তাঁর অবদান

 


 ।। প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান।।

 ভূমিকা :

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন ওয়াস সালাতু ওযাস সালামু আলা রাসূলিহিল  কারীম ।ওয়ালা আলিহি  ওয়া আসহাবিহি আজমাইন। আলিমদের ব্যাপারে আল্লাহ ও তাঁর রাসূল প্রশংসা করেছেন। মুলত আলিমগণ নবীদের উত্তরসূরী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর আর কোন নবী আসবে না। আলিমদের সে দায়িত্ব পালন করতে হবে।আল্লাহ তাআলা ইরশাদ করেন,

يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞানপ্রাপ্ত, আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিবেন। আল্লাহ খবর রাখেন যা কিছু তোমরা কর।(সুরা আল মুজাদালাহ-১১)

আল্লাহ তাআলা ইরশাদ করেন,

وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِّنَ الْأَمْرِ لَعَنِتُّمْ وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُوْلَئِكَ هُمُ الرَّاشِدُونَ

তোমরা জেনে রাখ তোমাদের মধ্যে আল্লাহর রসূল রয়েছেন। তিনি যদি অনেক বিষয়ে তোমাদের আবদার মেনে নেন, তবে তোমরাই কষ্ট পাবে। কিন্তু আল্লাহ তোমাদের অন্তরে ঈমানের মহব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তা হৃদয়গ্রাহী করে দিয়েছেন। পক্ষান্তরে কুফর, পাপাচার ও নাফরমানীর প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। তারাই সৎপথ অবলম্বনকারী। [ সুরা হুজুরাত ৪৯:৭)

 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,

فالحديث المشار إليه رواه الحاكم في المستدرك على الصحيحين بلفظ: إن الله قسم بينكم أخلاقكم كما قسم بينكم أرزاقكم، وإن الله يعطي الدنيا من يحب ومن لا يحب، ولا يعطي الإيمان إلا من يحب

এই হাদীস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসা শুধুমাত্র তাকে ঈমান দান করেন।

শাইখুল হাদীস আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি শাহ সূফী হিসেবে সমধিক পরিচিত। তাঁর পিতার নাম মো:রছমান আলী। তিনি পরহেজগার ব্যক্তি হিসেবে সম সাময়িক সময় পরিচিত ছিলেন তিনি একাধারে ফকীহ , মুহাদ্দিস  ছিলেন । তিনি ১৯৪০ সালের ১৫ই মে বাংলাদেশের সিলেট জেলার জকিগন্জ উপজেলার বালাউটি গ্রামের এক মুত্তাকী পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি পিতা ও মাতার উভয় দিকথেকে একজন পরহেজগার  ব্যক্তি ছিলেন। আলোচ্য প্রবন্ধে আল্লামা মো:শুয়াইবুর রহমান সংক্ষিপ্ত জীবনী ও ইলমুল হাদীসে তার অবদান আলোচনা করা হয়েছে।

নাম ও বংশ পরিচিতি

নাম মো:শুয়াইবুর রহমান পিতা মো:রছমান আলী মাতা মোছাম্মত জযনব বিবি। তিনি বালাউটি ছাহেব হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তাঁর পূর্ব পুরুষ ভারতের শাহ সূফী মাওলানা আবুল আযীয রাহমাতুল্লাহ আলাইহি এর বংশধর। আলোচ্য প্রবন্ধে আল্লামা মো:শুয়াইবুর রহমান বালাউটি রাহমাতুল্লাহ আলাইহি : ইলমুল হাদীসে তাঁর অবদান বিষয়ে আলোচনা করা হয়েছে।

 শিক্ষা জীবন

মো:শুয়াইবুর রহমান মাত্র তিন বছর বয়সে  তাঁর শ্রদ্ধেয় পিতা রছমান আলী ইন্তিকাল করেন । পিতার সাথে সুসম্পর্কের সুবাদে তিনি আল্লামা আবদুল লতিফ  চৌধুরী ফুলতলী রাহমাতুল্লাহ আলাইহি তত্ত্বাবধানে লেখা পড়া শুরু করেন।  আল্লামা ফুলতলী রাহমাতুল্লাহ আলাইহি এর সহযোগীতায তিনি আহম্মদী আলীযা মাদ্রাসার ভর্তি হন। সেখানে দুই বছর অধ্যয়ন করে নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয় অল্প কিছুদিন অধ্যয়ন করেন । এরপর আল্লামা ফুলতলী রাহমাতুল্লাহ আলাইহি এর সহযোগিতায় তিনি ইছামতি কামিল মাদ্রাসায ভর্তি হন। সেখান থেকেই তিনি ১৯ ৫ ৬সালে দাখিল ১৯৫৮সালে আলিম এবং ১৯৬০সালে ফাজিল শ্রেণীতে কূতিত্ত্বের সাথে উত্তীর্ণ হন। ১৯ ৬ ২ সালে ঐতিহ্যবাহী সিলেট সরকারী আলিযা মাদ্রাসা থেকে কামিল (হাদীস বিভাগে ) কূতিত্বের সাথে উত্তীর্ণ হন।

বালাউটি রাহমাতুল্লাহ আলাইহি স্মরণ শক্তি

তিনি প্রখর মেধা ও মুখস্তশক্তির অধিকারী ছিলেন। ছাত্র জীবন থেকে তিনি আরবি, বালাগাত, দর্শনসহ জ্ঞানের বিভিন্ন শাখায় পারদর্শী হন। এ ছাড়া সিহাহ সিত্তার হাদীসের জ্ঞানের সাথে সাথে ইলমুল আক্বীদাহ ও তাফসীরের বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। তিনি মাতৃভাষা ভাষার সাথে কয়েকটি ভাষার পান্ডিত্য অর্জন করেন। যেমন - আরবি, ইংরেজি, উর্দু ও ফার্সি।

হাদীসের শিক্ষকমন্ডল

আল্লামা বালাউটি রাহমাতুল্লাহ আলাইহি অনেক শাইখর নিকট ইলমুল হাদীসে ও ইলমুল তাসাউফের জ্ঞান অর্জন করেন। তিনি যে সকল প্রসিদ্ধ মীষীদের নিকট জ্ঞান অর্জন করেন তাদের মধ্যে সর্বাধিক বিখ্যাত হলেন –

. আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী রাহমাতুল্লাহ আলাইহি

2.মাওলানা মতিউর রহমান চৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি  

৩.মাওলানা আব্দুল গনী কান্দুগ্রামী

৪.মাওলানি মতছিম আলী রাহমাতুল্লাহ আলাইহি

৫. মাওলানা শামসুল হুদা বলরামেরচকী

. শেখ আব্দুল গাফফার

৭. মাওলানা আব্দুল লতিফ কদমহাটা

8. মাওলানা আবদুল হক,

9.মাওলানা কমর উদ্দিন ও

10. মাওলানা হাবিবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি,

11. মাওলানা ফজলে হক রাহমাতুল্লাহ আলাইহি,

12.মাওলানা সাতির আলী বারগাত্তী রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ ।

আল্লামা বালাউটি রাহমাতুল্লাহ আলাইহি এর প্রসিদ্ধ ছাত্রবৃন্দ

তিনি সুদীর্ঘ কর্ম জীবনে অসংখ্য ছাত্রদের ইলমুল হাদীস ও ফিকহ এবং ইলমুত তাসাউফ শিক্ষা দিয়েছেন। তার নিকট থেকে যারা ইলম অর্জন করে সৌভাগ্যবান হয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন-

১.মাওলানা নজমুদ্দীন চৌধুরী,

২. মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী,

৩. মাওলানা মো:আবদুল মজিদ,

৪. মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী,

৫. মাওলানা কমর উদ্দিন চৌধুরী


গ্রন্থ রচনা

আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি রাহমাতুল্লাহ আলাইহি অনেক গ্রন্থ রচনা করেন। এ ছাড়া কয়েকটি গ্রন্থ সংকলন করেন। নিম্নে তার প্রসিদ্ধ গ্রন্থ আলোচনা করা হয়েছে।

১/শিক্ষার্থীদের শিক্ষার্থীদের প্রতি নসীহাত

২/كتاب الطب

৩/পূন্যময আমালিয্যাত

৪/দূআর অজিফা

৫/فضايل السثغفار

৬/ইসলাহী নসীহাত

৭/انوار محمدي

৮/ستر الجميل

৯/دلايل الخيرات

১০/হিজবুল বাহার

১১/حصن حصين

১২/فضايل الذكر

১৩/درس المشكوة

১৪/فضايل الأسماء الحسنى

১৫/معجزة النبي

এ ছাড়া অন্যান্য অনেক বিষয়ে তার রচিত গ্রন্থগুলি প্রকাশের জন্য প্রক্রিয়াধীন আছে।

আল্লামা বালাউটি রাহমাতুল্লাহ আলাইহি এর সমসাময়িক আলিমগণ

আল্লামা মো:শুয়াইবুর রহমান বালাউটি রাহমাতুল্লাহ আলাইহি এর সময়ে অনেক প্রসিদ্ধ আলিমদের খেদমত পাওয়া যায়।

১.শাইখুল হাদীস আল্লামা আব্দুল জব্বার,

২. অধ্যক্ষ আবদুল হক কালিগন্জী,

৩. সাখাওযাতুল আন্বিযা শরপুরী রাহমাতুল্লাহ আলাইহি,

৪. মুফতি আলা উদ্দিন নগরী,

৫. মাওলানা মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী রাহমাতুল্লাহ আলাইহি ও

৬. মাওলানা বশির উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ।

বালাউটি রাহমাতুল্লাহ আলাইহি এর কর্ম জীবন

يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ۖ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ ۚ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ ( المايدة-67)

হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাযিল করা হয়েছে, তা পৌঁছে দাও আর যদি তুমি না কর তবে তুমি তাঁর রিসালাত পৌঁছালে না। আর আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত করেন না।রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,

عبدالله بن عمرو بن العاص رضي الله عنهما  : أن النبي صلى الله عليه وسلم قال: ((بلِّغوا عني ولو آية، وحدِّثوا عن بني إسرائيل ولا حرَج، ومَن كذب عليَّ متعمِّدًا فليتبوَّأْ مقعدَه من النار))؛ رواه البخاري.

এই হাদীস দ্বারা প্রমাণিত হয় যে একটি আয়াত বা হাদীস জানা থাকলে অন্যর নিকট পৌঁছে দেওয়ার জন্য।

 আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি রাহমাতুল্লাহ আলাইহি দ্বীন প্রসার প্রচারের জন্য মাদ্রাসা শিক্ষাকতাকে নির্বাচন করেন। তার এ কর্ম জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেন । তিনি ১৯৬২সালে তার মুরশীদের প্রতিষ্ঠিত বাদে দেওরী দাখিল মাদ্রাসার প্রধানের দায়িত্ব পালন করেন প্রায় ১৩ বছর। এ সময় তিনি আটগ্রাম দাখিল মাদ্রাসার ও তত্ত্বাবধায়ক। হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮২ সাল থেকে ২০০৮ পর্যন্ত দক্ষিণ সুরমার জালালিযা কামিল মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।তিনি ১৯৭৫থেকে ১৯৭৬ পর্যন্ত সৎপুর দারুল হাদীস কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিসের দায়িত্ব পালন করেন।

হাদীসের সনদ লাভ

আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি রাহমাতুল্লাহ আলাইহি হাদীসের সনদ বিশ্লেষন করলে দেখা যায় যে, তিনি হাদীসের সনদ লাভ করেন শাইখুল হাদীস আল্লামা মো:আবদুল লতিফ ফুলতলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাওলানা খলিলুল্লাহ রামপুরী রাহমাতুল্লাহ আলাইহি এভাবেই ইবন হাজার হাযসুমী রাহমাতুল্লাহ আলাইহি আবু আব্দুল্লাহ আস সারখাসী রাহমাতুল্লাহ আলাইহি এ ছাড়া আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইমাম বুখারীর সনদে হাদীস বর্ণনা করেন ।

ইলমুল হাদীসে তার র অবদান

আল্লাহ তাআলা ইরশাদ করেন

شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (ال عمران - 18)

"আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দেন যে, তিনি ছাড়া আর কোন উপাস্য নেই। ফেরেশতাগণ এবং ন্যায়নিন্ঠ জ্ঞানীগণও সাক্ষ্য দিয়েছেন যে, তিনি ছাড়া আর কোন ইলাহ্ নেই। তারা সবাই আল্লাহর সুবিচারে আস্থা স্থাপনকারী। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়।" (৩:১৮) এই আয়াতে ন্যায়নিষ্ঠ আলিমদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন

نضر الله امرأ سمع منا حديثا فحفظه حتى يبلغه فرب حامل فقه إلى من هو أفقه منه ورب حامل فقه ليس بفقيه». (سنن أبي داود، كتاب العلم، باب فضل نشر العلم، رقم: 3662، سنن الترمذي، كتاب العلم عن رسول الله صلى الله عليه وسلم، باب الحث على تبليغ السماع، رقم: 3656)

আল্লাহ তাঁর চেহারাকে উজ্জল করুন যে আমার কাছ থেকে কোনো হাদীস শুনল, অতঃপর সে তা সংরক্ষণ করল, এমনকি তা অন্যের কাছে পৌছাল। অনেক ফিক্বহ (হাদীস) এর ধারক এমন রয়েছে, সে যার কাছে পৌছায় সেই ব্যক্তি তাঁর চেয়ে অধিক ফক্বীহ। আর অনেক ফিক্বহের ধারক নিজে ফক্বীহ নয়। এই হাদীসের আলোকে বুঝা যায় যে  রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাদ্দিসগনের জন্য দুআ করেছেন।

আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি রাহমাতুল্লাহ আলাইহি সুদীর্ঘ ষাট বছর ধরে ইলমের খেদমত করার সুযোগ পেয়েছেন। এই সময়ের মধ্যে তাঁর পাঠদান ও দারসুল হাদীস আল্লাহ তাআলার একান্ত নিযামত। তিনি হাদীসের প্রসিদ্ধ গ্রন্থগুলির দারস দিয়েছেন। যেমন - জামি বুখারী, সহীহ মুসলিম ও সুনানু আরবাআ এবং মিশকাতুল মাসাবীহ। এ ছাড়া চাকরি থেকে অবসর গ্রহণ করে তিনি সহীহ বুখারীসহ অসংখ্য হাদীসের গ্রন্থোর দারস অব্যাহত রাখেন। তিনি অসংখ্য হাদীসের বারবার ছাত্রদের মধ্যে পেশ করেছেন । তার তালীম ও তারবিয্যাত ছাত্রদেরকে ব্যাপক পরিবর্তন করতে সক্ষম হয়েছেন।

আল্লামা বালাউটি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল

আল্লামা মো:শুয়াইবুর রহমান ৩ অক্টোবর ২০১৯ সালে বৃহস্পতিবার বিকাল ৩.৪০মিনিটে মূত্যবরন করেন। এ সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর। ৪ তারিখ জানাজা শেষে বালাউট দারুণ কুরআন মাদ্রাসা মাঠ তাকে দাফন করা হয়।

উপসংহার :

এ কথা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত মুহাদ্দিস ও ফকীহ ।তিনি ইলমুল হাদীস ও ইলমুল তাসাউফ চর্চায় দীর্ঘ দিনের সুযোগ পেয়েছেন। তিনি শাযখুল হাদীস আল্লামা ফুলতলী রাহমাতুল্লাহ আলাইহি এর খলিফা ও ছাত্র ছিলেন। ইলম ও আমলের একজন বিখ্যাত মুহাদ্দিস। এখানে শুধু মাত্র ইলমুল হাদীসে তার অবদান আলোচনা করার জন্য অনেক বিষয়ে আলোচনা উপস্থাপন করা হয়নি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদউস দান করুন, আমীন

লেখক:

প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান

চেয়ারম্যান

আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

বাংলাদেশ।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here