।। প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান।।
চেয়ারম্যান
আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
বাংলাদেশ
ভুমিকা (Introduction )
বিংশ শতাব্দীর মধ্য সময়ের দিকে বিশ্বে যে সকল মুহাদ্দিস
হাদীসের খেদযত করতে সক্ষম হয়েছেন তাদের মধ্যে প্রফেসর ড মুহাম্মদ আজাজ আল খতীব অন্যতম
।তিনি হাদীসের গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে গবেষণা করেন। ইলমুল হাদীসে গ্রন্থ রচনা ও অনেক
গ্রন্থ রচনা করে বিশেষ অবদান রাখতে সক্ষম হন। আলোচ্য প্রবন্ধে ড মুহাম্মদ আজাজ আল খতীব
এর জীবনী এবং হাদীসে তাঁর অবদান আলোচনা করা হলো।
*নাম ও বংশ পরিচিত
----------------------------
তাঁর নাম
মুহাম্মদ আজাজ ইবনু মুহাম্মদ তামিম বিন সালেহ ইবনু আব্দুল্লাহ আল-হাশিমি হামিদ
আল-খতীব আল-হাসানী।
তাঁর পরিবার হিজাজ থেকে সিরিয়াই আসেন। তারপর দামেস্কে স্থায়ী বসবাস করেন।
*মুহাম্মদ আজাজ আল খতীব এর জন্ম গ্রহণ
---------------------------------------------
মুহম্মদ আজাজ ১৩৫০হিজরি - ১৯৩২খ্রিস্টাব্দ সিরিয়ার রাজধানী দামাস্কাস শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাত্র সাত বছর বয়সে মারা যান। তিনি দামেস্কের স্কুলে পড়াশোনা করেন এবং তিনি বনি উমাইয়া মসজিদে উচ্চ শিক্ষা গ্রহণ অংশ আসতেন।বর্তমান বয়স ৮৯বছর।
*মুহাম্মদ আজাজ আল খতীব এর শিক্ষা জীবন
-----------------------------------------------------
মুহাম্মদ আজাজ আল খতীব দামেস্কের প্রাথমিক ও মাধ্যমিক
বিদ্যালয় কৃতিত্বের সাথেই পাঠ শেষ করেন। দামেস্ক বিশ্ববিদ্যালয়ের
(The
University of Damascus (Arabic: جامعة دمشق, Jāmi‘atu
Dimashq) is the largest and oldest university in Syria, located in the capital
Damascus and has campuses in other Syrian cities. It was founded in 1923
through the merger of the School of Medicine)
শরীআহ অনুষদ থেকে ১৯৫৯সালে স্নাতক ডিগ্রি অর্জন
করেন। এখানে তিনি উচ্চতর সার্টিফিকেট অর্জন করেন।
তিনি ১৯৬২ সালে এই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স
ডিগ্রি অর্জন করেন এবং এক্সিলেন্ট ফলাফল প্রাপ্ত হন।
তাঁর গবেষণার শিরোনাম ছিল (السنة قبل التدوين)
(known
as the Egyptian University from 1908 to 1940, and King Fuad I University from
1940 to 1952, is Egypt's premier public university. Its main campus is in Giza,
immediately across the Nile from Cairo. It was founded on 21 December 1908;
however, after being housed in various parts of Cairo, its faculties, beginning
with the Faculty of Arts, were established on its current main campus in Giza
in October 1929. It is the second oldest institution of higher education in
Egypt after Al Azhar University, notwithstanding the pre-existing higher
professional schools that later became constituent colleges of the university.
It was founded and funded as the Egyptian University by a committee of private
citizens with royal patronage in 1908 and became a state institution under King
Fuad I in 1925.In 1940, four years following his death, the University was
renamed King Fuad I University in his honor. It was renamed a second time after
the Egyptian revolution of 1952. The University currently enrolls approximately
155,000 students in 20 faculties and 3 institutions.It counts three Nobel
Laureates among its graduates and is one of the 50 largest institutions of
higher education in the world by enrollment.)
তিনি কায়রো
বিশ্ববিদ্যালয় থেকে كلية دار العلوم থেকে ১৯৬৬সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার শিরোনাম
ছিল (نشأة علوم الحديث و مصطلحه)। তিনি এখানে
কাযি রামহারমুযি রাহমাতুল্লাহ আলাইহি রচিত (المحدث الفاصل بين
الراوي و الواعي গ্রন্থোর
তাহকীক) রচনা করেন।
* আজাজ আল খতীব এর জীবন
---------------------------------- ------------
তিনি উচ্চ যোগ্যতা অর্জনের আগে দামেস্ক মাধ্যমিক
বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।
এরপরে তিনি ১৯৬৬ খ্রিস্টাব্দ থেকে ১৯৮০ খ্রিস্টাব্দ
পর্যন্তদামেস্ক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি ১৯৬৬খ্রিস্টাব্দ থেকে ১৯৭৩খ্রিস্টাব্দ
পর্যন্ত রিয়াদের ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন । মুহাম্মদ
আজাজ আল খতীব ১৯৭৬ খ্রিস্টাব্দে অধ্যাপক পদে
উন্নীত হন। ১৯৭৯খ্রিস্টাব্দে তিনি মক্কার আল-মুকাররমায় উম্মুল-কূরা বিশ্ববিদ্যালয়ে
অধ্যাপনা করেন, তারপরে তিনি সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয়ে
১৯৮০ খ্রিস্টাব্দ থেকে ১৯৯৭ খ্রিস্টাব্দ পর্যন্ত অধ্যাপনা করেন।
১৯৯ ৭ থেকে ২০০২খ্রিস্টাব্দ পর্যন্ত শারজাহ বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেন। তিনি كلية الشريعة অ্যান্ড ইসলামিক স্টাডিজের ডিন এবং আল হাদীস এন্ড
উলূমুহু বিভাগের বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
মুহাম্মাদ আজাজ আল খতীব এর গ্রন্থ সমূহ :
1- أبو هريرة راوية
الإسلام (1962).
2- السنة قبل التدوين
(1963).
3- أصول الحديث
وومصطلحه (1968).
4- قبسات من هدي
النبوة (1968).
5- لمحات في المكتبة
والبحث (1971) - وطبعة 24 (2005م).
6- المحدث الفاصل بين
الراوي والواعي/تحقيق (1971).
7- التربية
الإسلامية:أهدافها – أسسها- وسائلها- طرق تدريسها (1975).
8- الموجز في حديث
الأحكام (1975).
9- الوجيز في علوم
الحديث ونصوصه (1978).
10- أضواء على الإعلام
في صدر الإسلام(1985).
11- نظام الأسر في
الإسلام /بالاشتراك (1985).
12- قبسات من هدي
القرآن والسنة /بالاشتراك(1980).
13- في رحاب أسماء الله
الحسنى (1988).
14- في الفكر
الإسلامي/بالاشتراك (1990).
15- الجامع لأخلاق
الراوي وآداب السامع / دراسة وتحقيق(1991).
16- الموجز في حديث
الأحكام / بالاشتراك (1998).
17- مسالك الأبصار في
ممالك الأمصار/ المجلد الخامس (2002).
18- الفهرس الوصفي لكتب
الحديث وعلومه(2002).13- المختصر الوجيز في علوم الحديث : دمشق – بيروت – مؤسسة
الرسالة (ط 3-6) (1405هـ/1985م – 1420هـ/2000م) وطبعة حديثة عام 1421هـ-2001م.
14- أضواء على الإعلام
في صدر الإسلام: دمشق- بيروت – مؤسسة الرسالة (ط1) (1405هـ-1985م)، (ط2)
(1407هـ-1987م).
15- نظام الأسرة في
الإسلام: بالاشتراك مع بعض الزملاء، مكتبة الفلاح بالكويت ط1 ( 1404هـ-1984م) ط2
(1406هـ -1986م).
16- قبسات من القرآن
والسنة: بالاشتراك مع بعض الزملاء، الكويت – مكتبة الفلاح 1407هـ/1987م.
17- في رحاب أسماء الله
الحسنى وصفاته العليا: مؤسسة الرسالة – دمشق – بيروت 1408هـ/1988م.
18- في الفكر الإسلامي:
بالاشتراك مع بعض الزملاء: جامعة الإمارات العربية المتحدة 1410هـ-1990م ، و(ط2)
1412هـ/1992م.
: .19- السُّنة حجِّيتها ومكانتها من التشريع والقرآن الكريم ودفع بعض
الشبهات عنها، تحت الطبع- دار الفكر- دمشق 1430هـ/2009م.
শিক্ষকমন্ডলী
মুহাম্মদ আজাজ আল খতীব দীর্ঘ শিক্ষা জীবনে অসংখ্য
মনীষীদের থেকে ইলমুল হাদীসের জ্ঞান করেন। তাদের মধ্যে প্রসিদ্ধ হলেন-
*.শাইখ হাশেম আল-খতিব,
*শাইখ আব্দুর রহমান আল-খতিব,
*শাইখ আব্দুল-ওহাব আল-হাফিজ
* শাইখ সাআদ আল-বুরহানী,
*শাইখ সুহাইল আব্দুল ফাত্তাহ আল-খতিব,
*শাইখ সালেহ আল-খতিব,
*শাইখ রফিক আল-শেবায়েই,
*শাখ অধ্যাপক মুহাম্মদ আমিন আল-মাসরী
*অধ্যাপক মুহাম্মদ খায়ের আল-জাল্লাদ,
*শাইখ খালেদ আল-জোজা,
*শাইখ শরীফ আব্দুল ফাত্তাহ আল-খতিব,
* শাইখ আবদুল রহমান আল-বনি
*শাইখ ড, আবিদীন হামদা,
*অধ্যাপক ওয়াফিক আল-আজমেহ,
দামেস্কে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিনি বিভিন্নপ্রফেসরের নিকট ইসলামিক জ্ঞান অর্জনকরেন।
তাদের মধ্যে প্রসিদ্ধ হলেন-
*শাইখ ড, আল-সিবাই,
*অধ্যাপক মোস্তফা আল-জারকা,
*অধ্যাপক ড,মারুফ আল-দাওয়ালিবি,
*অধ্যাপক ড,সাআদ জালাল,
অধ্যাপক ড,শাবান হুসেন,
*অধ্যাপক মুহাম্মদ আবদুল কাদির আল-মোবারক,
*অধ্যাপক মোস্তফা আল-খান, অধ্যাপক হাসান ওবেদ,
*কাযী শাইখ আলী আল-তান্তাবি,
*অধ্যাপক ড,জাকী আবদুল-বার,
আল-মুনতাসির
আল কেততানী,
* অধ্যাপক মোস্তফা জায়েদ,
*শাইখ মুহম্মদ আবু জহরা,
*শাইখ আলী আল-খাফিফ,
*শাইখ মুহাম্মদ আল-জাফজাফ
*ড, মুহাম্মদ আল সামাহী,
*প্রফেসর ড, ইব্রাহিম
জায়দান
* অধ্যাপক ড,আবদুল হামিদ আল-হাজারীর শাইখুল হাদীস থেকে হাদীসের সনদ গ্রহণ
করেন।
ছাত্রবৃন্দ
-----------------
অধ্যাপক ড আজাজআল-খতিব চল্লিশ বছরেরও বেশি সময়
ধরে সিরিয়া, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিশ্ববিদ্যালয়গুলিতে
হাদীস এবং ইলমুল হাদীসও ইসলামী স্টাডিজ বিষয়ে
অধ্যাপনা জন্য তাঁর পাবলিক পাঠ ও বক্তৃতা ছাড়াও
হাজার হাজার শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করার সুযোগ পেয়েছেন । এটি গণনা করা কঠিন
যারা তার থেকে জ্ঞানের বিভিন্ন বিষয়ে উপকৃত হয়েছেন।প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ে
যারা তাঁর কাছ থেকে প্রাপ্ত হয়েছেন তাদের অনেকেই পড়াশোনা চালিয়েছিলেন এবং সরকারী
প্রতিষ্ঠানে উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন।এছাড়াও তারা বেসরকারী প্রতিষ্ঠান, চিকিৎসক, আইনজীবী, বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন।
দামেস্ক বিশ্ববিদ্যালয়ে যাঁরা তাঁর নিকট থেকে জ্ঞান
অর্জন করেন তাদের মধ্যে প্রসিদ্ধ হলেন-
*ড. নাজিহ হামমাদ (প্রফেসর ড. উম্মুল-কুরা বিশ্ববিদ্যালয়)
*ড. হাম্মাম সাআদ (জর্দান বিশ্ববিদ্যালয়ের একজন
অনুষদ সদস্য),
*ড. তৌফিক রমজান আল-বুটি,( দামেস্ক বিশ্ববিদ্যালয়ের শরীআ অনুষদের সহযোগী অধ্যাপক
)
* প্রফেসর ড. মুহাম্মদ আল-শারবাজি, (দামেস্ক বিশ্ববিদ্যালয় শরীআ অনুষদের শিক্ষক)
ড. তায়সির আল-ওমর, ,(দামেস্ক ইউনিভার্সিটির শিক্ষক, )
ড, আদনান আল-হামভি,( সংযুক্ত আরব আমিরাতের আজমান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর,)
শাইখ সালেম আল-কাসিমি(জনপ্রিয় ব্যক্তিত্ব)
*শাইখ সাফাহ আল-রিফাই( একজন ইসলামী শিক্ষার প্রফেসর)
* ড, সাআদ আল-কাজকি (উম্মুল-কূরা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন
অনুষদ এবং বর্তমানে সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক),
* খালদুন আল-আহাদাব (আগে জেদ্দার কিং আবদুলাজিজ বিশ্ববিদ্যালয়ে
অনুষদ সদস্য এবং তারপরে মক্কার ওপেন ইউনিভার্সিটির স্নাতকোত্তর স্টাডিজের ডিন),
মিসেস নওয়াল আল-দাকার, হিয়াডিয়া রানকৌসি
*, ফাতেমা কাওয়াইদার, ফাতিমা খববাজ, শিক্ষক,
* রেহাব আল -হফিজ, নাহিদা আল তারাজি, রসিনা আল তারাজজি,
* সামিরা আল জায়েদ এবং আমিরা গ্যাব্রিয়েল, সমর আশা এবং আরও অনেকে।
*আবুআবদুল্লাহ
মুসলেহ ( ইমাম মুহাম্মদ ইবনে সৌদ বিশ্ববিদ্যালয়ে শরিয়া কলেজের ডিন)
মুসা আল-কার্নি
(মদীনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক প্রাক্তন ডিন)। সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক
ডিগ্রি অর্জনকারীদের মধ্যে
হানিফ আল
কাসেমি (ইসলামী স্টাডিজ বিভাগের অনুষদ সদস্য,)
তদানীন্তন
শাইখ জায়েদ বিশ্ববিদ্যালয়ের পরিচালক,
*মুহাম্মদ হুসেন আল কাসিমি,
ড,শাফা হরিরি,
*ড,নাগুইব আবদেল ওহাব
*ড,হাসান আল মারজৌকি, (সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয়ের শরিয়া অ্যান্ড ল কলেজের
শিক্ষক),
*মোজা আলী তৌফিক, (শিক্ষক খাওলা আল খাইয়াত, )
*আবদুল্লাহ কাতারা, আইনজীবী
*আবদুল কাদের আল হায়থামি,
* ড. মুহাম্মদ আল কমালি, যারা শিক্ষাব্রতী ছিলেন। দুবাই, নাসের আলী আল হোসানী (আবু ধাবি রেডিও) এবং হামেদ
হাশেম খুরী (প্রতিনিধি প্রশিক্ষণ সহকারী)।
* ড. লতিফা আল-নাজ্জার (সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয়ের
অনুষদ সদস্য),
*রহমুল আমেরি (ডেলিগেটেড টিচিং অ্যাসিস্ট্যান্ট)
.. তিনি শারজাহ বিশ্ববিদ্যালয়ের শরিয়া এবং আইন কলেজ (ইসলামিক স্টাডিজ)
*আইনজীবী
মুহাম্মদ মামুন আল-খৌলি,
*শিক্ষক ওসামা মোস্তফা
*নাজলা আল-সায়গকে
স্নাতকোত্তর এবং ডক্টরাল করেন।
মুহাম্মদ আজাজ আল খতীব এরঅবদান
---------------------
ড মুহাম্মদ আজাজ আল খতীব ইলমুল হাদীসের অসামান্য
অবদান রেখেছেন।তিনি জীবনের দীর্ঘ সময় হাদীস শিক্ষা গ্রহণ । এ ছাড়া হাদীসের পাঠদান করা
এবং গ্রন্থ রচনা করে বিরল ভূমিকা পালন করেন।তিনি ইলমুল ,আহকামুল হাদীস এবং সুন্নাহ গ্রহণ করার জন্য দালিলিক
গ্রন্থ রচনা করে আলোড়ন তুলতে সক্ষম হয়েছেন।
তাঁর ইখলাস ও তাকওযা আল্লাহ্ তাআলা কবুল
করুন।
আল্লাহ তাআলা ইরশাদ করেন,
يَرْفَعِ اللَّهُ الَّذِينَ
آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ۚ وَاللَّهُ بِمَا
تَعْمَلُونَ خَبِيرٌ
আল্লাহ তাআলা ইরশাদ করেন,
وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ
رَسُولَ اللَّهِ لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِّنَ الْأَمْرِ لَعَنِتُّمْ
وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ
وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُوْلَئِكَ هُمُ الرَّاشِدُونَ
তোমরা জেনে রাখ তোমাদের মধ্যে আল্লাহর রসূল রয়েছেন।
তিনি যদি অনেক বিষয়ে তোমাদের আবদার মেনে নেন, তবে তোমরাই কষ্ট পাবে। কিন্তু আল্লাহ তোমাদের অন্তরে ঈমানের
মহব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তা হৃদয়গ্রাহী করে দিয়েছেন। পক্ষান্তরে কুফর, পাপাচার ও নাফরমানীর প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন।
তারাই সৎপথ অবলম্বনকারী। [ সুরা হুজুরাত ৪৯:৭)
রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,
فالحديث المشار إليه رواه
الحاكم في المستدرك على الصحيحين بلفظ: إن الله قسم بينكم أخلاقكم كما قسم بينكم
أرزاقكم، وإن الله يعطي الدنيا من يحب ومن لا يحب، ولا يعطي الإيمان إلا من يحب
এই হাদীস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা যাকে
ভালোবাসা শুধুমাত্র তাকে ঈমান দান করেন।
উপসংহার
উপরের আলোচনা থেকে আমরা এ কথা বলতে পারি , প্রফেসর ড, মুহাম্মদ আজাজ আল খতীব খুব একজন প্রসিদ্ধ মুহাদ্দিস,গবেষক ও তাঁর রচিত ইলমুল হাদীসের অসংখ্য কিতাব বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের
মৈালিক গ্রন্থ হিসেবে সিলেবাস হয়েছে। ইসলামী
বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে তাঁর রচিত গ্রন্থ পাঠদান করা
হয়।
লেখক:
।। প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান।।
চেয়ারম্যান
আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
বাংলাদেশ
0 coment rios:
You can comment here