Wednesday, March 3, 2021

ইবির আল হাদিস বিভাগের চেয়ারম্যান এর সাথে সিদ্দিকীয়া মাদ্রাসা র প্রিন্সিপালের সাক্ষাৎকার

 


গত ৩রা মার্চ ২০২১ তারিখ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান বিশিষ্ট লেখক , গবেষক প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মো:ফসিয়ার রহমান । অধ্যক্ষ এ সময় শিক্ষা সম্প্রসারণ ও সামাজিক সেবার জন্য প্রফেসর ড সৈয়দ মাকসুদুর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।তিনি আরো বলেন,যশোর জেলার সর্ব স্ততরের মানুষের অকৃত্রিম ভালোবাসার স্বীকৃতি জানিয়ে সম্মমনা স্মারক আমাদের গর্বের ব্যাপার। আগামীতেও তাঁর সার্বিক সহযোগীতা কামনা করেন। চেয়ারম্যান মহোদয় তাদের স্বাগত জানান এবং এলাকার ও প্রতিষ্ঠানের সার্বিক খোঁজ খবর নেন। শিক্ষার মান উন্নয়নে তাঁর সহযোগীতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অধ্যক্ষের পক্ষ থেকে চেয়ারম্যান স্যারের প্রতি গভীর শ্রদ্ধা ও অবদানের কথা স্মরণ করেন এবং চেয়ারম্যান স্যারকে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলার শার্শা উপজেলাকৃতি সন্তান ও প্রবীণ শিক্ষাবিদ জনাব আলহাজ্ব মিজানুর রহমান (অব: প্রধান শিক্ষক চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়)

এ সময় অন্যান্যদের মাঝে বিভাগীয় শিক্ষক ও কর্মকর্তাবৃদ্ধ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here