মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে ....
আর-রাহমান এডুকেশন ট্রাষট ইউ-কে এর উদদৌগ্যে
কেন্দ্রীয় কার্যলয় : রহমান মনজিল , এলাহাবাদ , ইসলামাবাদ , বিশ্বনাথ , সিলেট।
হাদিস শরিফে এসেছে, পৃথিবীর মধ্যে মর্যাদাপূর্ণ স্থান হচ্ছে মসজিদ। আর সবচেয়ে নিঃকৃষ্ট স্থান বাজার।
পৃথিবীর শান্তিময় সুখের জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ! এ সুখের ঘর যে নির্মান করেন, আল্লাহ তায়ালা তাদের সুখের সকল ব্যাবস্থা করে দেন।
সিলেট জেলার বিশ্বনাথের একটি মসজিদে ১০হাজার টাকা নগদ তুলে দেন বিশিস্ট সাংবাদিক জনাব আবুল কাশেমের হাতে ।
যাদের উপস্তিতে দোয়া করা হয়
তেলিকোনা গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী বাদশা মিয়া , হাজী নৌশা মিয়া , মুরব্বী জবেদ মিয়া , মুতওয়াললী হাজী আবুল লেইছ -হাজী আকলিস হোসেন ,শাহ তুফাজজুল হোসেন ভান্ডারী , ব্যবসায়ী মুজাহীদ আলী , হাজী মনু মিয়া ,মুরব্বী আছকির মিয়া , মুরব্বী কমর উদ্দীন
আর-রাহমান এডুকেশন ট্রাষট বাংলাদেশ সভাপতি ও এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ অধ্যাপক মাও: মুখলিছুর রহমান তিনি বলেন
মানুষের কল্যাণে কাজ করাই মানুষের দায়িত্ব। পৃথিবীতে মানব জীবনের মূল মিশনই হচ্ছে মানবতার কল্যাণের মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা। আর মানব জীবনের প্রত্যেকটি ভাল কাজ হচ্ছে ইবাদত। ক্ষধার্তকে খাদ্য দান, তৃঞ্চার্তকে পানি দান, বস্ত্রহীনকে বস্ত্রদান, চক্ষুহীনকে চক্ষুাদান, শিক্ষার্থীকে শিক্ষাদান এবং পীড়িতের সেবা-শুধার মধ্য দিয়েই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। কবি বলেছেন ‘আপনার লয়ে বিব্রত রাহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে’।
আর-রাহমান এডুকেশন ট্রাষট ইউকে’র উদ্যোগে ইতিমধ্যে সিলেটের বিশ্বনাথ বিভিন্ন এলাকায় গৃহ নির্মাণ, সেলাই মেশিন বিতরণ, রিক্সা বিতরণ, টিউব ওয়েল বিতরণ সহ অন্ধদের অন্ধত্ব দূরীকরণ ফ্রি চক্ষু চিকিৎসা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ প্রতিবন্ধীদের উন্নত চিকিৎসা ও চেয়ার কাজ করে যাচ্ছে।
যাদের সহযোগীতায় মসজিদে নগদ টাকা দেন উল্লেখ যোগ্য হাজী রফিক উদ্দীন-লুটন , হাজী আবুল বাসার -লুটন হাজীয়া সপ্না খাতুন
মাও সিদ্দিক রহমান -ফাতেমা আক্তার নার্গিস .ইমাম নুরুর রহমান -মাও রুম্মান আহমেদ - লুটন -মুর্শেদা খাতুন
রাসুলুল্লাহ সাল্লেল্লাহুআলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন।
সবাই আল্লাহর ঘরের জন্য শরীক হতে পারেন।যা সাদগায়ে যারিয়া বলে কবুল হবে।
ফি আমানিল্লাহ।
0 coment rios:
You can comment here