Sunday, July 18, 2021

শাইখ মুহাম্মাদ ইউনুস জৌনপুরী রাহমাতুল্লাহ আলাইহি : ইলমুল হাদীসে তাঁর অবদান

 


 প্রফেসর ড সৈয়দ মাকসুদুর রহমান

চেয়ারম্যান

আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ

ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া

বাংলাদেশ।

 

ভূমিকা:(Introduction)

 

একবিংশ শতাব্দীর প্রথম দিকে যে সকল মুহাদ্দিস ইলমুল হাদীসে অবদান রাখতে সক্ষম হয়েছেন  গড়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন হাদীস বিশারদ, শাইখ ইউনুস জৌনপুরী রাহমাতুল্লাহ আলাইহি।তিনি  ভারতস্থ জামিআ মাযাহিরুল উলুম সাহারানপুরের সাবেক শাইখুল হাদীস, ছিলেন। দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর যাবত সহীহ বুখারির দারসে নিজেকে নিবেদিত রেখেছেন। তাঁর প্রসিদ্ধ  কিতাব হলো-

نبراس الساري إلى رياض البخاري ২. الفرائد في عوالي الأسانيد وغوالي الفوائد

আল আলোচ্য প্রবন্ধে তাঁর জীবন ও ইলয়ুল হাদীসে তাঁর অবদান সম্পর্কে আলোচনা করা হয়েছে।

 

নাম ও পরিচয় (Name and contract)

মুহাম্মদ ইউনূস ইবনে শাব্বির আহমদ ইবনে শির আলী জৌনপুরী-সাহারানপুরী।সাহারানপুর জেলা হল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের, উত্তরতম জেলা। হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এই তিনটি রাজ্যের সীমান্তে অবস্থিত, এবং শিবালিক পাহাড়ের পাদদেশে, এটি দোয়াব অঞ্চলের উত্তর অংশে অবস্থিত। এটি মূলত একটি কৃষিক্ষেত্র।

 

জম্ম গ্রহণ

(His brith)

 

তিনি২৫ অক্টোবর ১৯৩৭সালে মুতাবেক রজব মাস ১৩৫৫ হিজরিতে ব্রিটিশ ভারতে জৌনপুর  জেলার "খিতা সরাই" এলাকায় জম্ম গ্রহণ করেন।জৌনপুর জেলা হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি জেলা। জেলা সদর হল জৌনপুর যা গোমতী নদী এর তীরে অবস্থিত। এটি রাজ্যের রাজধানী লক্ষনউয়ের ২২৮ কিমি দক্ষিণ পূর্বদিকে অবস্থিত। প্রধান ভাষা হল হিন্দি, উর্দু, আওধি এবং ভোজপুরি মোদ্দা কথা তিনি ১৩৫৫ হিজরী মুতাবেক ১৯৩৭ ঈসায়ী সনে ভারতের জৌনপুরের পার্শ্ববর্তী গ্রাম কুরীনীতে জন্মগ্রহণ করেন।মাত্র পাঁচ বছর বয়সে তাঁর মমতাময়ী মা ইন্তেকাল করেন। এরপর তাঁর নানী তাঁকে লালন পালন করেন।।

 

শিক্ষা জীবন (His educational lief)

 

তিনি তেরো বছর বয়সে  "মণি কালান" অঞ্চলে জিয়াউলউলুম মাদরাসায় পড়াশোনা শুরু করেন।  তিনি ফারসি ভাষা শিক্ষা করেন এবংভারত ও পাকিস্তানে নিয়মিত পাঠ্যক্রমের প্রাথমিক বইগুলি অধ্যয়ন করেন ।

  তিনি ১৩৭৭ হিজরিতে শাওয়াল মাসে ভারতের মাজাহিরূল উলুম মাদ্রাসায় ভর্তি হন।  তিনি ১৩৮০ হিজরি সন সেখানে অধ্যায়ন সমাপ্ত করেন।

 

কর্ম জীবন (, Working life)

 

তিনি ১৩৮১ হিজরি  থেকে ভারতের জায়েআ মাজাহিরুল উলূম মাদ্রাসায় শিক্ষক হিসাবে নিযুক্ত হন এবং ১৩৮৮ হিজরিতে শাইখুল হাদীস পদে কাজ করেন,। যেখানে তিনি সহিহ আল-বুখারীকে প্রায় অর্ধ শতাব্দী পর্যন্ত পাঠদান করেন। তিনি জীবনের শেষদিন পূর্ব পর্যন্ত এ  খেদমত আনজাম দেন।

 

প্রসিদ্ধ শিক্ষকবৃন্দ

(His famous teacher's)

 

*মাওলানা জিয়াউল হক রাহমাতুল্লাহ আলাইহি

 

*আল্লামা আসআদুল্লাহ রামপুরী রাহমাতুল্লাহ আলাইহি

 

*শাইখুল হাদীস যাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি

 

*শাইখ আবদুল হালীম জৌনপুরী রাহমাতুল্লাহ আলাইহি

 

*শাইখ আমীর আহমদ ইবনে আবদুল গনী কান্দলভী রাহমাতুল্লাহ আলাইহি

*শাইখ যাকারিয়া কানদুলভী রাহমাতুল্লাহ আলাইহি

পড়েন।

*শাইখ মানযুর আহমদ সাহারান্তপুরী

 

প্রসিদ্ধ ছাববূন্দ

(His famous students)

 

*আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী

 *শাইখ আবদুল আহাদ ইবনে ইউসুফ

 *শাইখ ওয়াইল আল হাম্বলী

  

প্রসিদ্ধ গ্রন্থাবলি

,(His famous books)

 

শাইখ মুহাম্মাদ ইউনুস জৌনপুরী রাহমাতুল্লাহ আলাইহি :.দারস-তাদরীসের পাশাপাশি হাদীস-উলুমুল হাদীস নিয়ে উর্দু ও আরবি ভাষায় গুরুত্বপূর্ণ অনেক গ্রন্থাবলি রঢনা করেন। শাইখ মুহাম্মাদ আইয়ুব সুরা এর তাহকীককৃত ও লিখিত অনেকগুলো রেসালা একত্রিত করে اليواقيت الغاليةনামে লন্ডনের একটি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে বড় বড় চার ভলিয়মে প্রকাশ করেছেন। এছাড়া তাঁর গ্রন্থাবলির মধ্যে রয়েছে

*, ১. نبراس الساري إلى رياض البخاري

* ২. الفرائد في عوالي الأسانيد وغوالي الفوائد

*৩. اليواقيت الغالية في تحقيق وتخريج الأحاديث العالية

 

#আল-ইয়াওয়াকিত আল-গালিয়াহ

 #কিতাব আত-তাওহিদ

 #নওয়াদির আল হাদিস

 #নিবার আল-সীরা ইলিয়া রিয়্যুল বুখারি

 #নাওয়াদির আল-ফিকহ

  

ইলমুল হাদীসে তাঁর অবদান

 (contribution to ilmul Hadith)

--

 শাইখ ওয়াইল আল হাম্বলী বলেনমুফতি সাঈদ আহমদ পালনপুরী . কে প্রশ্ন করা হয়েছিল, “আপনার মতে বর্তমান সময়ে আমীরুল মুমিনীন ফিল হাদীস উপাধির উপযুক্ত কে? উত্তরে তিনি বলেছেন, আমার মতে বর্তমান সময়ের আমীরুল মুমিনীন ফিল হাদীস হলেন শাইখুল হাদীস ইউনুস জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি

 

শাইখ ওয়াইল আল হাম্বলী . বলেন,

 

ومن عجائب شيخنا أنه قرأ مسند الإمام أحمد أربع مرات للبحث عن كلمة واحدة خلال تخريج حديث

 

আমাদের শাইখের আশ্চর্যজনক বিষয়ের মধ্যে একটি হলো, তিনি হাদীসে উদ্ধৃত একটি শব্দ তালাশ করতে গিয়ে মোট চার বার মুসনাদে আহমদ”(যে কিতাবে প্রায় ত্রিশ হাজারের কাছাকাছি হাদীস রয়েছে) অধ্যয়ন করেছেন

*অধ্যাপক,শাইখ শরীফ হাতেম আল আউনী হাফি. এর একটি গুরুত্বপূর্ণ মন্তব্য উল্লেখ করছি।তিনি তাঁর ফেসবুক পেইজে ১১/৭/২০১৭ তারিখে শাইখ রাহমাতুল্লাহ আলাইহি-এর ইন্তেকালের পর এক শোকবার্তায় লেখেন,

 

توفي قبل قليل في الهند العلامة المحدث الشيخ محمد يونس الجونفوري ، وهو من أكابر علماء الحديث في الهند ….”

তিনি ছিলেন ভারত উপমহাদেশের শীর্ষস্থানীয় হাদিস বিশারদ

 

মৃত্যুবরণ (His death)

 

১৭ শাওয়াল ১৪৩৮ হিজরি মুতাবেক ১১ জুলাই ২০১৭ ঈসায়ী সনে৮০ বছর বয়সে এই মহা মনীষী মৃত্যুবরণ  করেন। শাইখুল হাদীস যাকারিয়া. এর ছেলে শাইখ তালহা কান্দলভী রাহমাতুল্লাহ তাঁর জানাযার ইমামতি করেন ।লক্ষ্য লক্ষ্য লোকের অংশগ্রহণে তাঁর জানাযার নামায অনুষ্ঠিত হয়।ভারতীয় কবি ও পণ্ডিত ফুজাইল আহমদ নাসিরিও দুঃখ প্রকাশ করেন এবং বলেন জৌনপুরী হাদিসের অনুকরণীয় পণ্ডিত ছিলেন।

উপসংহার (Conclusion)

 উপরের আলোচনা থেকে আমরা এ কথা বলতে পারি যে,জৌনপুরী রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন। তিনি  বিয়ে করেন নি এবং সারা জীবন অবিবাহিত ছিলেন। ফুজাইল আহমদ নাসিরি বলেন যে, তার বিবাহ না করার জন্য বেশ কয়েকটি কারণ আছে, তবে জৌনপুরী নিজেকে বিয়ের জন্য যোগ্য বলে মনে করেননি এবং তাই তারা অবিবাহিত ছিলেন। কোনও সন্তান না থাকায় তিনি অস্বস্তি ও বেদনা অনুভব করেতেন। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে তাঁর জীবনী ও ইলমুল হাদীসে অবদান সম্পর্কে পাঠদান করা হয়। আল্লাহ তাআলা তাঁর সকল খেদমত কবুল করুন, আমীন।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here