Wednesday, July 21, 2021

প্রায় পাঁচ লক্ষ টাকার সমমূ্ল্যের বৃহত্তের সিলেটের বিভিন্ন স্থানে আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে এর কুরবানির পশুর মাংস বিতরণ

প্রায় পাঁচ লক্ষ টাকার সমমূ্ল্যের বৃহত্তের সিলেটের বিভিন্ন স্থানে আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে এর কুরবানির পশুর মাংস বিতরণ 

প্রতি বছরের ন্যায় এবারও আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট’ ইউকের পক্ষ থেকে দেশের বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানের দরিদ্র অঞ্চলের দুস্থ ও অসহায় মানুষদের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়।

বৃহত্তর সিলেটের টিলাগড়, সোনাপাড়া, বালুচর, এলাহাবাদ, লামাকাজি, দোয়ারা বাজার, কোম্পানিগঞ্জ, বিশ্বনাথসহ শহর, গ্রাম অঞ্চলের বিভিন্ন পাড়া ও মহল্লায় গরিবদের মধ্যে কুরবানির মাংস বিতরণ করে আর রহমান এডুকেশন ট্রাস্ট, ইউকে।

মানবতার কল্যাণে কাজ করা ব্রিটেনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে’ তাদের স্বেচ্ছাকর্ম পরিধির এক ধাপ এগিয়ে নিল। মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে’ শ্লোগান নিয়ে সিলেটে গরীব-দুস্থ-অসহায় মানুষদের মধ্যে কুরবানির মাংস বিতরণের মাধ্যমে ধনী-গরিবের সাথে একটি সেতু বন্ধন সৃষ্টি করেছে আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে

গত ২১ জুলাই 2021 বুধবার বাংলাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আযহা। এই খুশির দিনে গরীব মানুষদের মধ্যে সামান্য হলে একটি সুন্দর-খুশির দিন উপহার দিতে আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকের ব্যবস্থাপনায় বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানে প্রায় চার লক্ষ বিশ হাজার টাকা সমমূল্যের ১০টি গরু ও ১০টি ছাগল কুরবানির মাংস অসহায় গরীব অসহায় ও দুস্তদের মধ্যে বন্টন করা হয়।

যদিও এবার মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষের মাঝে বিগত বছরের তুলনায় কুরবানি ও উৎসব নিয়ে উৎসাহ-উদ্দীপনা কম পরিলক্ষিত হয়তারপরও গরিবদের মাঝে কুরবানির মাংস বিতরণের এ কার্যক্রম অব্যাহত রাখতে সচেষ্ট আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে

এক প্রতিক্রিয়ায় আর রাহমান এডুকেশন ট্রাষ্টের পরিচালক মাওলানা এম. নুরুর রহমান এক টেলিফোন কথোপকথনে জানান- বান্দার সঙ্গে মহান আল্লাহর ভালোবাসা অনন্য নিদর্শন এই কুরবানি। তার কারণ এই কুরবানিই ধনী-গরিবের মাঝে সেতু বন্ধনের অন্যতম মাধ্যম। আল্লাহর সন্তুষ্টি লাভে যে পশু কুরবানি করা হয় তা থেকে কিছু অংশ সমাজের গরিব-দুঃখীর মাঝে বিতরণ করা হয়। সমাজে এমন অনেক অভাবি মানুষ রয়েছেযারা কুরবানিকেই মাংস খাওয়ার উপলক্ষ হিসেবে বিবেচনা করে। আশায় থাকে কুরবানি আসলেই চাহিদা পূরণ করে গরু বা খাশির মাংস খাবে। কুরবানির ঈদের অপেক্ষায় থাকে এসব অভাবি মানুষের এক দিনের জন্য হলেও আর রাহমান এডুকেশন ট্রাষ্ট পবিত্র এই ঈদে মাংস বিতরণ কর্মসূচীর আয়োজন করে।

মাওলানা এম. নুরুর রহমান আরো জানানসিলেট জেলার বিভিন্ন অঞ্চলের এসব অভাবি অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সবার জন্য কুরবানি’ স্লোগানে গত কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে দেশের জনপ্রিয় দ্বীনি খেদমতের অন্যতম প্রতিষ্ঠান আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকেস্বচ্ছলদের পক্ষ থেকে কুরবানি করে দারিদ্রপীড়িত অঞ্চলের দুস্থ-অসহায়-অভাবি মানুষের মাঝে এসব কুরবানির গোশত নিজ উদ্যোগে বিতরণ করে এ প্রতিষ্ঠান।

গত ২১ জুলাই  বুধবার পবিত্র ঈদ উল আযহার দিন সকাল ৮টায় সিলেটস্থ বিশ্বনাথ এর এলাহাবাদ রহমান মনজিলেএলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ ও আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত সভাপতি মুহতারাম অধ্যাপক মুখলিছুর রহমান ছাহেব এর উদ্বোধনীর মাধ্যমে কুরবানী কার্যক্রম শুরু হয়।

এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ ও আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত সভাপতি মুহতারাম অধ্যাপক মুখলিছুর রহমান বলেনবাংলাদেশ সরকার ঘোষিত কুরবানির পশু জবাই করার নিয়মনীতি অনুসরণ করেই সকল স্থানে কুরবানির কার্যক্রম সম্পন্ন করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসহায়গরিব ও দুস্থদের সরব উপস্থিতি ছিলেন।

কুরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট’ বাংলাদেশ শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিকএলাকার বিশিষ্ট মুরব্বী হাজী আবুল লেইছহাজী নিজাম উদ্দিনআছকির আলীকমর উদ্দীনসাদ্দাম হোসেনআমিনুর রহমানএহসানুর রহমানমাহফুজুর রহমানমাহমুদ সুলতানমুসতাকিমতাহমিদুর রহমানমুহসিন ফুরকানসহ এলাকার বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ।


সিলেটের বিশ্বনাথের সৎপুর পীর বাড়ীতে গোশত বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আবুল লেইছ। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা কবির আহমদ বুলবুলমাওলানা রায়হান আহমদআব্দুশ শহীদ প্রমুখ।

সিলেট মহানগরীর টিলাগড় এলাকায় মাংস বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন- মাওলানা এমদাদুর রহমান এবং সোনাপাড়া এলাকায় মাংস বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন- বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা ফয়জুর রহমান ফয়েজ ও মাওলানা ইমদাদুল হক যুবায়ের। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা সিব্বির আহমদএম আল-আমিন-শাহ-কামালএম. হেদায়াত উল্লাহরবিন ফায়সাল প্রমুখ।

এছাড়া সুনামগঞ্জ জেলার আর রাহমান এডুকেশন ট্রাস্ট’ এর ব্যবস্থাপনায় মাওলানা মাহফুজ আল মাদানীর সরাসরি তত্ত্বাবধানে গরিব ও দুস্থদের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয়।

লামাকাজিতে মাংস বিতরণের তথ্যাবধানে ছিলেন এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরসার আরবি প্রভাষক মাওলানা হরমুজ আলী আতাপুরি।

কোমপানিগনজ এর মাংস বিতরণের সার্বিক তত্বাবধানে  ছিলেন সুপার:মাও ছালেহ আহমদে।

খাজানসী ইউনিয়ন এর মাংস বিতরণের সার্বিক তত্বাবধানে  ছিলেন মেম্বার আমির উদ্দীন,  এম.নুর উদ্দীন ।

এছাড়া কোরবানির মাংস বিতরণে অগ্রণী ভূমিকা পালন করেন অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ জিহাদী।

বিশ্বনাথএর মাংশ বিতরণের সার্বিক তত্বাবধানে  ছিলেন  শেখ আব্দুল কাইয়্যুম প্রমুখ।

আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকের ব্যবস্থাপনায় ২০২১ সালের ঈদুল আযহার কুরবানির মাংস বিতরণে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেনতারা হলেন যুক্তরাজ্যে প্রবাসী মোহাম্মদ ইকবাল– ম্যানসফিল্ডআলতাবুর রহমান খাঁন এবং তার পরিবর ম্যানসফিল্ডমোহাম্মদ নুরুল ইসলাম– লুটনআলহাজ্ব হাবিব উল্লাহ – লুটনআবদুর রশিদ - লুটন হাফিজ ইমাম হাসান ইবনে রফিক আহমদ বারমিংহাম কারায়শী হাজী চমক আলী- বারমিংহাম - লুটনহাজী মোহাম্মদ গোলাম - লুটনইমাম এম নুরুর রহমান– লুটনমাওলানা সিদ্দিকুর রহমান ও হাজীয়া সপ্না খাতুন এবং আব্দুল মুকিত । আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। মহান আল্লাহতায়ালা যেন তাঁদের এ কুরবানিকে কবুল করেন ও দুনিয়া ও আখেরাতের সকল কল্যাণ দান করেন।

 


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here