হাদীউল উম্মাহ'র নৌকা ভ্রমন-২০২১ সম্পন্ন।
দোয়ারা বাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের অর্ন্তগত বাহাদুরপুর গ্রামের সর্বজন প্রিয় সামাজিক সংগঠন "হাদীউল উম্মাহ ইসলামিক সোসাইটি" -এর নৌকা ভ্রমন গত ২২.০৭.২০২১ ইং তারিখে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
কোষাধ্যক্ষ আবুল হাসনাত এর সঞ্চালনায় হাফিজ সৌরভ আহমদের কোরআন তেলাওয়াত এর মাধ্যমে নৌকা দিয়ে ঐতিহ্যবাহী পাগলা জামে মসজিদ দেখার উদ্দেশ্যে দেখার হাওর এর মধ্য দিয়ে দেশে অবস্থানরত প্রায় ৫০ জন সদস্যের উপস্থিতিতে সকাল ১০:০০ ঘটিাকায় ভ্রমনের যাত্রা শুরু হয়, শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন।
পাগলা জামে মসজিদে সালাতুল যোহর আদায় করে দুপুরে খাবারের পর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে রাস্তায় বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হয়:- বক্তৃতা, কৌতুক, ইসলামী সংগীত ইত্যাদি।
পরিশেষে দায়িত্বশীলরা সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদানের মাধ্যমে সমাপনী ঘোষনা করেন।
যারা বক্তব্য রাখেন:-রুমান মিয়া, সেক্রেটারী।
আবুল হাসনাত, কোষাধ্যক্ষ। সেলিম উদ্দিন, সহ সেক্রেটারী।
মোহাম্মদ আলী, সহকারী বায়তুলমাল সম্পাদক।
মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক।
সুমন, আজহার, বিলাল (রানা), হাবিব, কলিম উদ্দিন প্রমুখ।
ইসলামী সংগীত গেয়ে যারা সবাইকে উৎফুল্ল রেখেছেন :- সৌরভ, আফছার, সাব্বির, হাসান।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে হাদীউল উম্মাহ'র পদযাত্রা শুরু হয়।
এর পর থেকে আজ-অবধি নিঃস্বার্থভাবে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে উক্ত সোসাইটি , যেমন:- বার্ষিক ওয়াজ মাহফিল, বৃক্ষরোপন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, অসহায়দের মাঝে ত্রান বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, ইফতার মাহফিল, কোরবানী, বিয়ে-শাদিতে সহযোগিতা, রোগীদের চিকিৎসা ক্ষেত্রে সহায়তা, গরীব ছাত্র/ছাত্রীদের সহায়তা প্রদান ইত্যাদি।
0 coment rios:
You can comment here