সত্যের সন্ধানে পর্ব- ৩৫ ঈমান
ঈমান শব্দটি
আরবী। যা আল আমনু শব্দস্থল থেকে উৎকলিত। অর্থ বিশ্বাস তাই ঈমান শব্দের আভিধানিক
অর্থ হলো- বিশ্বাস স্থাপন করা। আর ইসলামী জীবন দর্শনের পরিভাষায় রাসুল (সা.) আল্লাহর
পক্ষ থেকে যে দ্বনি ও শরীয়ত নিয়ে এসেছেন তাতে বিশ্বাস স্তাপন করার নামই ঈমান।
সুরা ইউনুস ১০০ নং আয়াতঃ আল্লাহর হুকুম ব্যতিত ঈমান আনা কারো সাধ্য নেই এবং যারা অনুধাবন করে না আল্লাহতাদেরকে কলুষলিপ্ত করেন।
সুরা ইউনুস
৯৯ নং আয়াতঃ তোমার প্রতিপালক ইচ্ছা করলে পৃথিবীতে যারা আছে তারা সকলেই ঈমান আনিত।
তবে কি তুমি মমিন হওয়ার জন্য মানুসের উপর জবরদস্তি করেবে?
সুরা আন
কাবুত ২ নং আয়াতঃ মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে অব্যাহতি দেয়া হবে।
সুরা হজ্জ ২৩
নং আয়াতঃ যারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাদেরকে দাখিল করবেন জান্নাতে যার
পাদদেশে নদী প্রবাহিত,
সেথায় তাদেরকে অলংকৃত করা হবে স্বর্ণ কংকন ও মুক্তা দ্বারা
এবং সেথায় তাদের পোশাক পরিচ্ছেদ হবে রেশমের।
সুরা আল
ইমরান ৯০ নং আয়াতঃ ঈমান আনার পর যারা সত্য প্রত্যাখ্যান করে এবং যাদের সত্য
প্রত্যাখ্যান প্রবৃত্তি বৃদ্ধি পেতে থাকে তাদের তওবা কখনও কবুল হবে না। এরাই
পথভ্রষ্ট।
সুরা বাকারা
১৫৫ নং আয়াতঃ আমি তোমাদেরকে ভয় ক্ষুদা এবং ধন সম্পদ জীবন ফল-ফসলের ক্ষয়ক্ষতি
দ্বারা অবশ্যই পরীক্ষা করব। তুমি শুভ সংবাদ দাও ধৈর্য্যশীলদেরকে।
হাদীস ঃ ওমর (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সা.) বলেছেন- ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ফিরিস্তাদের প্রতি। আল্লাহর কিতাবের প্রতি ও রাসুলগণের প্রতি ঈমান গ্রহণ। বেহেশত দোয ও মিজান বিশ্বাস করা মৃত্যর পর পুরুস্থান বিশ্বাস করা এবং ভাল ও মন্দ তকদীরের ব্যাপারে তাতে বিশ্বাস। (বায়হাকী শরীফ)
হাদীসঃ আমর
বিন আবসা (রা.) হতে বর্ণিত আমি রাসুলুল্লাহ (সা.) কে জিজ্ঞাসা করেছিলাম, ঈমান কি? জবাবে তিনি বলরেন
ছবর (ধৈর্য্য ও সহনশীলতা এবং ছামাহাত দানশীলতা, নমনীয়তা ও
উদারতা) হচ্ছে ঈমান। (মুসলিম শরীফ)
হাদীসঃ
আব্বাস (রা.) হতে বির্ণত,
রাসুল (সা.) ইরশাদ করেছেন যে ব্যক্তি পূর্ণ আন্তরীকতার সাথে
আল্লাহকে রব,
ইসলামকে দ্বীন এবং মোহাম্মদ (সা.) কে নবী হিসেবে কবুল করেছে
সেই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ লাভ করেছে। (বুখারী শরীফ, মুসলিম শরীফ)।
হাদীসঃ আনাস
(রা.) থেকে বর্ণিত তিনি বলেন- নবী করিম (সা.) এরশাদ করেন- তোমাদের মধ্যে হতে কেহই
ঈমানদার হতে পারবেনা,
যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। যা সে নিজের
জন্য পছন্দ করে। (বুখারী শরীফ মুসলিম শরীফ)
লেখক: বহুগ্রন্থ প্রণেতা
ইমাম মাওলানা এম. নুরুর রহমান
সেক্রেটারি:
শারীয়া কাউন্সিল ব্যাডফোরড ও মিডল্যনড ইউ কে-
ইমাম ও খাতিব:
মাসজিদুল উম্মাহ লুটন ইউ কে
সত্যয়ান কারী চেয়ারম্যন:
নিকাহ নামা সার্টিফিকেট ইউ কে
প্রিন্সিপাল:
আর রাহমান একাডেমি ইউ কে
পরিচালক:
আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে
📞07476136772 📞 07476 961067
nrahmansky@googlemail.com
Arrahmaneducationtust@gmail.com
https://www.facebook.com/Imam.Nurur
https://www.facebook.com/ARET.OR.UK/
https://www.youtube.com/user/nurur9
0 coment rios:
You can comment here