Tuesday, August 10, 2021

মানবসেবার এক রঙিন প্লাটফর্ম "আর রহমান এডুকেশন ট্রাস্ট;

 


মানবসেবার এক রঙিন প্লাটফর্ম "আর রহমান এডুকেশন ট্রাস্ট; 

-----------------সমুজ আহমদ সায়মন 

     মানুষ হয়ে জন্মালেই সত্যিকার মানুষ হওয়া যায়না ,এই জন্য চাই মনুষ্যত্ব অর্জনের দীক্ষা । মানবসেবা সামাজিক মানুষের সেই দীক্ষার যথার্থ মন্ত্র। সমাজের অসহায়, সর্বহারা, হতাশাগ্রস্ত মানুষকে প্রাণবন্ত করে তোলাই মানুষের ধর্ম ।নিজের স্বার্থ ত্যাগ করে অপরের সেবায় আত্মনিয়োগ করার নামই মানবসেবা ।পৃথিবীতে যত মহৎ কাজ আছে তার মধ্যে মানবসেবার স্থান সবার উপরে ।মানব সেবা মহান ব্রত ।মানব জীবনের প্রতিটি মুহূর্ত অন্যের দানে ও সেবায় ধন্য। ধর্মীয় চেতনাই মানুষকে সেবা ধর্মে অনুপ্রাণিত করেছে ।বিভিন্ন ধর্মের মধ্যে আচার অনুষ্ঠানগত ব্যবধান থাকলে ও মানব কল্যাণের শিক্ষা সকল ধর্মের মধ্যে বিদ্যমান । ইসলাম, হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান সব ধর্মের মধ্যেই বারবার উচ্চারিত হয়েছে মানুষের মধ্যেই স্রষ্টার অস্তিত্ব ।বলা হয়েছে মানব সেবাই স্রষ্টার সেবা ।মানব সেবায় সকলের অধিকার রয়েছে ।যারা বিত্তবান তারা গরীব দূঃখীর অভাবে অর্থ দান করবেন । মানবতার কল্যাণের জন্য যুগযুগ ধরে বিশ্ববাপী নানা ধরনের জনসেবা মূলক প্রতিষ্ঠান গড়ে ওঠেছে। এসব প্রতিষ্ঠান মানব জাতির কল্যাণে বিভিন্ন ধরনের কর্মকান্ড পরিচালনা করছে । আর এভাবেই প্রবাসীদের আয়ের একটি অংশ শিক্ষা, দীক্ষা, ও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় হচ্ছে ।বিষয়টি অত্যন্ত প্রশংসনীয়।প্রবাসীদের অর্থয়নে গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান হচ্ছে, মানব সেবার এক রঙিন প্লাটফর্ম আর রহমান এডুকেশন ট্রাস্ট ।এই সংগঠনটির নাম এডুকেশন ট্রাস্ট হলেও এটি শিক্ষার উননয়নের পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।

   হযরত শাহজালাল, হযরত শাহপরান ও ৩৬০ আউলিয়া, ওলীকূল শিরোমণি হযরত আব্বাস আলী (র:),শায়খে কৌড়িয়া( র:) ও পশ্চিম সিলেটের গর্ব হযরত মাওলানা মরহুম এটিএম ওলিউর রহমান, মুফতি মরহূম আবদুল খালিক( র:) এর স্মৃতি বিজড়িত পূণ্যভূমি সিলেট জেলার ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের এলাহাবাদ তেলিকোনা রহমান মঞ্জিল 'র উদ্যোগে বর্তমান সময়োপযোগী পেক্ষাপটে শিক্ষার উন্নয়ন, দরিদ্র বিমোচন, নিরুপায় ও অসহায় মানুষের কল্যাণে কাজ করা, মোট কথা মানবতার সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাজ্যে প্রতিষ্ঠা করা হয়েছে ''আর রহমান এডুকেশন ট্রাস্ট,।

           সুনামগঞ্জ জেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী বুরাইয়া কামিল মাদ্রাসার প্রতিষ্টাকালীন অধ্যক্ষ, এলাহাবাদ আলিম মাদ্রাসা ও তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা এটিএম ওলিউর রহমান, তিনির বড় ছেলে ইমাম মাওলানা নুরুর রহমান ও মেঝো ছেলে মাওলানা সিদ্দিকুর রহমান ও যুক্তরাজ্যের কয়েকজন লোকের সমন্বয়ে ২০০১ সালে প্রতিষ্ঠা করা হয় "আর রহমান এডুকেশন ট্রাস্ট ।এই ট্রাস্টের বাংলাদেশ ও যুক্তরাজ্যে দুটি শাখা রয়েছে ।

    নিম্নে আর রহমান ট্রাস্টের মানবসেবার উল্লেখ্যযোগ্য কিছু কার্যক্রম সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো;

● পবিত্র রমজান মাসে গরীব ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন।

● ঈদুল ফিতরে গরীব জনগোষ্ঠীর মাঝে নগদ টাকা ও পোশাক বিতরন ।

● ঈদুল আযহায় কুরবানীর গোশত গরীব ও অসহায় মানুষের মাঝে বিতরন ।

● ট্রাস্টের মাধ্যমে গরীব পরিবারের ছেলেদের খৎনার ব্যবস্থা করা ।

● বেকার যুবক যুবতীদের কর্মসংসথানের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা ।

● বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কর্মহীন মানুষকে সহজ শর্তে ঋণ প্রদান করা ।

● পাঠাগার প্রতিষ্ঠা ও গরীব অসহায় মৃত মানুষের কাপনের ব্যবস্থা করা ।

●গরীব ও এতিম মেয়েদের বিয়েতে আথিক অনুদান প্রদান করা ।

● শীতবস্ত্র বিতরন করা ।

● প্রাকৃতিক দূযোগে খাদ্য সামগ্রী বিতরন উল্লেখ্যযোগ্য ।

      আর রহমান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে মাওলানা মরহুম এটিএম ওলিউর রহমান ও তার ছেলে ইমাম মাওলানা নুরুর রহমান সম্পাদিত আরবী ও বাংলা ভাষায় একাধিক বই প্রকাশিত হয়েছে ।

   এতসব কার্যক্রমের মাধ্যমে অল্প সময়ে এই ট্রাস্টটি দেশ বিদেশের মাটিতে ব্যাপক পরিচিতি লাভ করেছে এবং মানুষের প্রশংসা কুঁড়িয়েছে ।ট্রাস্টের কার্যক্রম দেখে অনেক জ্ঞানী,গুণী অনুপ্রাণিত হয়ে এর সদস্যও হয়েছেন এবং একাত্মতা পোষন করে কাজ করে যাচ্ছেন ।এছাড়া আর রহমান ট্রাস্টের মাধ্যমে ইমাম মাওলানা নুরুর রহমান বৃটেনে মুসলিম ও অমুসলিম কমিউনিটির মধ্যে দ্বীনের কাজ করে যাচ্ছেন ।

      পরিশেষে আর রহমান ট্রাস্টের সফলতা ও সার্থকতা কামনা করি এবং পাশাপাশি এর কার্যক্রম বেগবান হয়ে উঠুক এই প্রত্যাশা সকলের ।

--------------------------------------'---------------'--------------------


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here