Wednesday, August 11, 2021

মাওয়াইজে রহমানীয়া -১

 


মাওয়াইজে রহমানীয়া --১

বিশুদ্ধ নিয়তে অল্প আমল ই যথেষ্ট-

------------------সন তারিখ পুরো মনে নেই। তবে জিয়াউর রহমান এর সামরিক শাসনামলের শেষ দিকে হবে। তখন দেওয়ান তৈমুর রাজা চৌধুরী রেল প্রতি মন্ত্রী। তাঁর উপস্থিতিতে সংক্ষিপ্ত সময় আল্লামা এটি এম অলিউর রহমান রঃ বয়ান রাখেন। বয়ানের সার সংক্ষেপ এখানে তুলে ধরা হলো।

নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসুলিহিল কারীম-

আম্মা বায়দ-

মুহতারাম সভাপতি সম্মানিত প্রধান অতিথি ও আমার সম্মানিত এলাকাবাসী ।

আল্লাহ তায়ালা আমাদের কে পৃথিবীতে প্রেরণ করেছেন কেবল তাঁর ই প্রতিনিধিত্ব বা খেলাফত কায়েম করার জন্য। যার সুস্পষ্ট দলীল হলো কোরআনের আয়াত انى جاعل فى الارض خليفةএখানে কিন্তু আল্লাহ তায়ালা আদম এর নাম নেননি,মানুষ ও বলেননি। তার অর্থ হলো পৃথিবীতে মানুষ তথা আদম ও বনী আদম কেবল ই আল্লাহর প্রেরিত খলিফা । সুতরাং মানুষ যখন মনে প্রাণে বিশ্বাস করে নিজেকে কেবল ই আল্লাহর খলিফা বা প্রতিনিধি । তখন তার প্রতিটি কথা কাজ ও আমল ই হবে আল্লাহরই জন্য আল্লাহর ই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে । সে কাজটি হোক ছোট অথবা বড়। নিজেকে আল্লাহর প্রতিনিধি হিসেবে বিশ্বাস করার পর কোন মানুষ এমন কোন কথা বলতে পারেনা বা কাজ করতে পারেনা যা আল্লাহ্‌র অপসন্দনীয়। অনুরূপ কাজ ছোট না বড় পদ ছোট না বড় পদ পেলাম কি না সেটা বড় করে দেখার সুযোগ নেই। দেখতে হবে কাজটি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হচ্ছে কি না। মানুষকে এই শিক্ষা দেবার জন্য আল্লাহ তায়ালা প্রতিটি জনবসতি প্রতিটা কাল ও যুগে নবী রাসুল প্রেরণ করেছেন । সর্বশেষ নবী সর্বশ্রেষ্ট নবী নবীদের ও নবী উভয় জাহানের নবী হযরত মুহাম্মদ সাঃ কে দুনিয়াতে প্রেরণ করেছেন । যিনি বিশ্ব বাসীকে একটি প্রতিপাদ্য শিক্ষা দিয়ে গেছেন যে- اخلص دينك يكفيك العمل القليل

অর্থাৎ বিশুদ্ধ নিয়তে অল্প আমল ই নাজাতের জন্য যথেষ্ট । 

মুহতারাম হাজিরীনে কেরাম- আল্লাহ তায়ালা যেন আমাদের যে কোন কাজ ই বিশুদ্ধ নিয়তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিবেদিত করার তৌফিক দান করেন ।


পুরো বয়ান মুল বইতে আছে।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here