Friday, August 20, 2021

আর রহমান এডুকেশন ট্রাস্ট এর বিয়ানীবাজারে টিউবওয়েল স্থাপন



 আলহামদু লিল্লাহ 

আজ ২০-০৮-২১

শুক্রবার 

মানবতার কল্যানে আমরা আপনাদের পাশে ....

আল্লাহ কে খুশি করা 

আমাদের মিছিলে আপনি সামিল হতে পারেন——

সিলেটের -বিয়ানীবাজার . পঞ্চখন্ড .আঙ্গুরা  . 

কাউকে পানি পান করানোর বিষয়টি আজ আমাদের কাছে হয়তো আহামরি কোনো দান কিংবা বিষয় নয়, অথচ ইসলামের দৃষ্টিতে এ সামান্য কাজটিও অসীম পূণ্যের কাজ। হাদিসের বিশুদ্ধতম গ্রন্থ বুখারি শরিফে একটি পূর্ণ অধ্যায়ের নামকরণ করা হয়েছে- পানি পান করানোর ফজিলত শিরোনামে।


এতে এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত হাদিসগুলোকে সন্নিবেশিত করা হয়েছে। 


নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম সদকা হলো মানুষকে পানি পান করানো। (আহমদ, আবু দাউদ)



হজরত সাদ বিন উবাদা (রা.) এসে নবীজিকে বললেন, হে আল্লাহর নবী! আমার মা মৃত্যুবরণ করেছেন। তিনি তার জন্য কোনো কিছুর ওসিয়ত করে যাননি। আমি যদি তার পক্ষ হয়ে কিছু সদকা করি, তবে কি তা আমার মায়ের কোনো উপকারে আসবে? নবীজি বললেন, হ্যা, হবে। তুমি মানুষকে পানি পান করাও। 

হজরত ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন দানটি সর্বোত্তম? তিনি বললেন, অন্যকে পানি পান করানো। ইমাম কুরতুবি একটি আয়াতের তাফসির প্রসঙ্গে বলেছেন, যার গোনাহ বেশি হয়ে গেছে, সে যেন মানুষকে পানি পান করায়। 

সহিহ বুখারি শরিফে বর্ণিত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর বদৌলতে এক পাপী ব্যক্তিকেও আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। 



৫৫ হাজার বর্গ মাইলের সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা দেশের মধ্যে ৬৮ হাজার গ্রাম রয়েছে। সেই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলায় শত শত নদী, হাজার হাজার খাল, বিল লক্ষ লক্ষ , পুকুরসহ  জলাশয় ও রয়েছে। সেই জন্য বহির্বিশ্বের কাছে বাংলাদেশ নদী মাতৃক দেশ হিসেবে সু পরিচিত। এই পানিতে অসংখ্য রোগ জীবাণু রয়েছে। এই পানি পান করে হাজার হাজার মানুষ বিভিন্ন রকমের রোগে রোগাক্রান্ত হচ্ছে।    টিউবওয়েলের  পানি সবচেয়ে বিশুদ্ধ পানি এর মধ্যে কোন প্রকার রোগ জীবাণু থাকে না  জলাশয়ের পানি লবণাক্ত, এবং কোন কোন অঞ্চলের

টিউব ওয়েলের পানিতে আর্সেনিক নামক পদার্থ রয়েছে এটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই খতি কারক। শহর বন্দরে সরকারি ভাবে  বিশুদ্ধ পানি সরবরাহ করা হলে ও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। অন্য দিকে ইউনিয়ন পৌরসভা পৌর এলাকার জনসাধারণের জন্য সরকারি ভাবে বিশুদ্ধ পানি সরবরাহ করার কোন ব্যবস্হা নেই। সেই জন্য ৬৮ হাজার গ্রামের দরিদ্র অসহায় পরিবার গুলোর  জন্য বিশুদ্ধ পানির এক চরম সংকট রয়েছে।

বিশুদ্ধ পানি না পেয়ে দূষিত পানি পান করে  হত দরিদ্র অসহায় পরিবার গুলো  নানা  ধরনের রোগে আক্রান্ত হচ্ছে।

বিশুদ্ধ পানি পান করা মানব জাতির একটা মৌলিক অধিকার

সেই অধিকার কে সুরক্ষা করতে আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট  ইউকে  টিউব ওয়েল প্রজেক্ট চালু করে বাংলাদেশের সিলেটের -বিয়ানীবাজার . পঞ্চখন্ড .আঙ্গুরা একটি দারিদ্র  পরিবারের জন্য একটা  ওয়াটার টিউব ওয়েল স্হাপন করে দিয়েছে ।এ সময় উপস্তিত ছিলেন মাও: নজরুল ইসলাম পারভেজের সম্মানিত পিতা জনাব আব্দুল মালিক ও গ্রামের অন্যতম মুরব্বীয়ানে কিরাম .এবং সম্মানিত ইমাম ছাহেব হাত তুলে দোয়া করেন সারা বিশ্ব মুসলিম উম্মাহ ও যারা টরাস্ট কে সহযোগীতা করে যাচ্ছেন ।



টিবওয়েল প্রজেক্টের সার্বিক তত্বাবধানে ছিলেন

আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট  ইউকের  স্থায়ী কার্যকারী সদস্য মাও নজরুল ইসলাম পারভেজ

। এদিকে –

আর- রহমান ট্রাষ্ট ইউকের চেয়ারম্যান মাওলানা নূরুর রহমান টিউব ওয়েল স্হাপনের কাজ সুন্দর ভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকল কে মোবারক বাদ  জানিয়েছেন।

বৃটেন ও সারা বিশ্ব প্রবাসী অনেক পরিবার আর-রাহমান এডুকেশন ট্রাষটের কার্যক্রমকে যারা আমাদের উৎসাহ প্রদান করে যাচ্ছেন আল্লাহ তাদের কে উওম প্রতিদান করুন এবং আর ও পরিচিত অপরিচিত মুসলিম উম্মাহ ।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গরিব ও অসহায়দের মাঝে দান করার তাওফিক দান করুন। আমিন।


প্লিজ ফলো দ্যা লিং 

aret.org.uk 


Please donate generously!

Ar-Rahman Education Trust

💎BARCLAYS BANK💎

Sort Code:    20-55-62

Account No: 00790605


Please For any further information please contact on 07476 136772


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here