Friday, August 6, 2021

সত্যের সন্ধানে পর্ব- ৩৬ তাওহীদ

 


সত্যের সন্ধানে পর্ব- ৩৬ তাওহীদ

  ইমাম নূরুর রহমান

 

তাওহীদ

সুরা হাসর ২২-২৪ নং আয়াতঃ

২২- তিনিই আল্লাহ তায়ালা তিনি ব্যতিত অন্য কোন উপাস্য নেই। তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানে। তিনি পরম দয়াল অসীম দাতা।

২৩- তিনি আল্লাহ, তিনি ব্যতিত কোন ্পাস্য নেই। তিনিই একমাত্র মালিক। পবিত্র শান্তি ও নিরাপত্তা দাতা, আশ্রয়দাতা পরাক্রামন্ত, প্রতাপান্বিত, মহাক্রামশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তায়ালা তা থেকে পবিত্র।

২৪- তিনিই আল্লাহ তায়ালা, শ্রষ্ট উদ্ভাববক, রূপদাতা, উদম নাস, সমুহ তারই। নভোমন্ডলে ও ভুমন্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়।

সুরা শুরা- ১১ নং আয়াতঃ তার সমতুল্য কিছুই নেই। তিনি সর্বশ্রোতা ও সর্বশ্রস্টা।

সুরা আনয়াম  ১৯ নং আয়াতঃ আপনি ঘোষণা করে দিন তিনি এক ও একক ইলাহ।

সুরা আনয়াম ঃ ৫৭ নং ্য়াতঃ প্রভুত্ব ও সার্বভৌমত্ব শুধু মাত্র আল্লাহর।

সুরা যুখরুফ- ৮৪ নং আয়াতঃ আসমানেও তিনি এক ইলাহ। যমিনেও তিনি এক ইলাহ। তিনি মহা বিজ্ঞানময় মহাজ্ঞানী।

সুরা বায়াদ ১৬ নং আয়াতঃ প্রতিটি জিনিসের সৃষ্টিকর্তা কেবলমাত্র আল্লাহ তায়ালাই তিনি এক শক্তির ্ধার।

সুরা মুমিন ৬৫ নং আয়াতঃ তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া আর কোন ইলাহ নেই। সুতরাং দ্বীনকে শুধু তারই জ্েয নির্দিষ্ট করে একনিষ্ট মনে তাকেই ডাকো।

সুরা ইখলাস ঃ হে নবী বলে দাও তিনি আল্লাহ এক। আল্লাহ সবকিছু থেকে মুখাপেক্ষী হীন। সব কিছুই তার মুখাপেক্ষী। না তাঁর কোন সন্তান আছে আর না তিনি কারো সন্তান। তার সমতুল্য কেউই নেই।

হাদীসঃ আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন- মানুষ নানা বিষয়ে পরস্পর আলোচনা করতে থাকে। শেষ পর্যন্ত সে বলে বসে আল্লাহ গোটা সৃষ্টি জগতের সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করেছে? কে যখন এরুপ অনুভব করবে। তখনই যেনো সে বরে উঠে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি আর তার রাসুলদের প্রতিও। (বুখারী ও মুসলিম শরীফ)

হাদীসঃ আবু যার (রা.) থেকে বণিৃত। রাসুল (সা.) বলেছেন কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল­াল­াহ ঘোসণা দেয় এবং এর উপর মৃত্যুবরণ করে তবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। (মুসলিম শরীফ)

হাদীসঃ আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি আরেক ব্যাক্তিকে বার বার কুলহুআল­াহু আহাদ পড়তে শুনে সকাল বেলা নবী (সা.) এর কাছে গিয়ে তা বর্ণনা করলো। যে রোকটি সুরাটি যেন খাটে করছিল, নবী করিম (সা.) বললেন যে সত্তার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি এ সুরাটি অবশ্যই কুরআনের এক তৃতীয়াংশের সমান।  (বুখারী শরীফ)

চলবে


লেখক: বহুগ্রন্থ প্রণেতা

ইমাম মাওলানা এম. নুরুর রহমান

সেক্রেটারি:

শারীয়া কাউন্সিল ব্যাডফোরড ও মিডল্যনড ইউ কে- 

ইমাম ও খাতিব:

মাসজিদুল উম্মাহ লুটন ইউ কে

সত্যয়ান কারী চেয়ারম্যন:

নিকাহ নামা সার্টিফিকেট ইউ কে

 প্রিন্সিপাল:

আর রাহমান একাডেমি ইউ কে

পরিচালক:

আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে

📞07476136772 📞 07476 961067

nrahmansky@googlemail.com

Arrahmaneducationtust@gmail.com

https://www.facebook.com/Imam.Nurur

https://www.facebook.com/ARET.OR.UK/

https://www.youtube.com/user/nurur9


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here