Sunday, August 8, 2021

একজন মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর

 



একজন মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর

মাওলানা আবুল বশর মো: ফারুক


যাকে নিয়ে আজকের লেখা তিনি আমার শ্রদ্বেয় বড় ভাই (চাচাতো ভাই) আলহাজ্ব হযরত মাওলানা এটিএম ওলিউর রহমান (রহ:) আমার প্রাথমিক শিক্ষা যার হাতে ছিল। তিনি শুধু শিক্ষাগুরু ছিলেন না তিনি কিংবদন্তি একটি জীবন, ইতিহাস, আদর্শ অনুসরণীয় অনুকরণীয়। সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসা কামিল পাস করে সৎপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা গোলাম হোসাইনের কাছ থেকে পাগড়ি নিয়ে দ্বীনের খেদমতে নিজেকে বিলিয়ে দেন। যার ধারাবাহিকতায় বুরাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্বে নিয়োজিত হন। 


সেখানে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে চলে আসেন নিজ গ্রামে। গ্রামের সবার সহযোগিতা নিয়ে সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেন তেলিকোনা প্রাথমিক বিদ্যালয় পাশাপাশি ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মাদ্রাসা বর্তমানে এলাহাবাদ আলিম মাদ্রাসা নামে পরিচিত। তিনি দীর্ঘদিন তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত থেকে সামাজিক সেবা, চক্ষুশিবির মেডিকেল ক্যাম্পসহ নানাবিদ কাজে জড়িত ছিলেন। তার ধারণা ছিল কিভাবে মানুষের সেবা করা যায় কিভাবে নিরক্ষরতার অভিশাপ থেকে জাতিকে মুক্তি দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা যায়, কিভাবে মাদ্রাসাকে এগিয়ে নিয়ে হাজার আলেম হাফেজ তৈরি করা যায়।


যার বাস্তব প্রমাণ, বর্তমান রাজাগঞ্জ বাজার হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম প্রধান হাফেজ মো: গোলাম মোস্তফা তিনি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। আলেম উলামা তার নিকট থেকে শিক্ষা নিয়ে দ্বীনের খেদমত আঞ্জাম দিচ্ছেন। যার সিলসিলা কেয়ামত পর্যস্ত বজায় থাকবে। তেলিকোনা বাইতুন নাজাত জামে মসজিদ ও শাহী ঈদগাহ রাজাগঞ্জ বাজারের উন্নয়নে তার অবদান চিরস্মরণীয়। আমার স্পষ্ট মনে আছে সিলেট বিভাগীয় কমিশনার জনাব মো: হাবিবুর রহমান সাহেব তেলিকোনা মাদ্রাসা পরিদর্শনে আসলে মতিউর রহমান সাহেব মসজিদ নির্মাণ করার কথা বলেন হাবিবুর রহমান সাহেব ১০০ ব্যাগ সিমেন্ট দান করেন। এভাবে আল্লাহর বান্দা পরিশ্রম করে মসজিদ, মাদ্রাসা ও বিদ্যালয় উন্নয়নে আমৃত্যু কাজ করে গেছেন। মানুষ যখন বিভিন্ন সমস্যা নিয়ে আসতো সেটাও সুচারুরূপে সম্পন্ন করে দিতেন। কেহ অসন্তুষ্ট হয়ে কোনদিন বিদায় নিয়ে যায় নাই। দোয়া করি মহান আল্লাহর দরবারে আল্লাহ তাআলা যেন তাহার নেক কাজ কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন.....আমিন।


মাওলানা আবুল বশর মো: ফারুক 

সিনিয়র শিক্ষক 

আলহাজ্ব লজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়, 

খাজাঞ্চী, বিশ্বনাথ, সিলেট।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here