মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে” এই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে এর উদ্যোগে বিবাহে নগদ অর্থ প্রদান করেছে।
আজ শুক্রবার ৩শে অক্টোবর ২০২১ সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের আল- খিদমাহ ওরপান ইন্সটিটিউট অস্থায়ী কার্যলয় বাংলাদেশ শাখার কার্যালয়ে নগদ ২ দুই হাজার
টাকা প্রদান করা হয় একজন বিধবা মহিলার পরিবারের হাতে।
এই সময়
নগদ অর্থ প্রদান করেন
আল- খিদমাহ ওরপান ইন্সটিটিউট বংলাদেশ পরিচালক মাও: মোহাম্মদ উল্লাহ আল-মাসুম
প্রতিটি ভালো কাজই একটি দান।
বৃটেনের যারা আর-রাহমান এডুকেশন ট্রাস্টের এই মহান কার্যক্রমে অর্থ, বুদ্ধি, শ্রম, উৎসাহ ও সহযোগীতা প্রদান করে আসছেন আল্লাহ তাদের কে উত্তম জজবা দান করুক এবং পাশাপাশি মহান মাবুদ মুসলিম উম্মাহর সকল গরিব ও অসহায়দের মাঝে দান করার তাওফিক যেন দান করেন। আমিন।
0 coment rios:
You can comment here