এহসানুর_রহমান_বিয়ে_ও_ওয়ালিমা সম্পন
আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ সহ-সাধারণ সম্পাদক জনাব এম এহসানুর রহমান ও আমিনা আক্তার সুরাইয়্যা তারা নতুন জীবন শুরু করেন গত ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২১ বিয়ের আনুষ্টানকতায় সমপন্ন হয় - ১০সেপ্টেম্বর শুক্রবার ২১ ওয়ালিমা
আলহামদুলিল্লাহ
অনুষ্টানকে প্রানবন্ত করে তুলেছেন - বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে সম্মানিত প্রধান উপ প্রধান ট্রাস্টের চেয়ারম্যন ও
বিভিন্ন রাজনৈতিক, নেতৃবৃন্দ। বিভিন্ন মাদরাসা স্কুল সহ-পাঠি ও গ্রাম এবং এলাকার গন্যমান্য মুরব্বিয়ানে কিরাম বৃন্দ সবাই কে মোবারকবাদ।
দাম্পত্য জীবন সুখকর হোক সেই প্রত্যাশা প্রভুর দরবারে।
#মানবতার_কল্যাণে_আমরা_আপনাদের_পাশে
আর-রাহমান এডুকেশন ট্রাষট ইউ কে
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সব সংঘাত-সংঘর্ষের চিরন্তন ও মহাসমন্বয় হচ্ছে ইসলাম। এতে রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি সমস্যার সমাধান আর মৃত্যুর পর আখেরাতের অনন্ত জীবনে নিশ্চিত সুখ-শান্তি লাভের উপায়। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক জীবনের সব ক্ষেত্রেই ইসলামের নিয়ন্ত্রণাধিকার। আল্লাহতায়ালা বলেন, 'ইসলামই আল্লাহর মনোনীত একমাত্র জীবনাদর্শ' (সুরা আলে ইমরান, আয়াত :১৯)। তাই আল্লাহপাকের ধর্মে নারী-পুরুষের মাঝে প্রেমময় বন্ধনে আবদ্ধ হওয়ার আদেশ দিয়েছেন, যাতে করে মানব উম্মাহ প্রকৃত প্রশান্তি লাভ করতে পারে। আর এ জন্যই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নারীকে করা হয়েছে পুরুষের জীবন সঙ্গিনী ও অর্ধাঙ্গিনী। কারণ পুরুষ নিজ জীবনে আপন ভবনে স্বয়ংসম্পূর্ণ নয় বলেই একজন সহযোগিনীর প্রতি একান্ত মুখাপেক্ষী, নারীর অবর্তমানে পুরুষের হৃদয় শূন্য কোঠা সমতুল্য। একজন সুস্থ-সবল, সতী-সাধ্বী ধর্মপরায়ণা নারীকে বিবাহবন্ধনের মাধ্যমেই কেবল তার এ শূন্য কোঠা পূর্ণ হতে পারে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, 'আর তার নিদর্শনাবলির মাঝে এও হলো একটি নিদর্শন, তিনি তোমাদের জন্য তোমাদেরই মাঝ থেকে জোড়া সৃষ্টি করেছেন, যেন তোমরা প্রশান্তি লাভের জন্য তাদের কাছে যাও এবং তিনি তোমাদের মাঝে প্রেমপ্রীতি ও দয়ামায়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে সেসব লোকের জন্য নিদর্শনাবলি রয়েছে, যারা চিন্তাভাবনা করে' (সুরা রুম, আয়াত :২১)।
নারী-পুরুষের হৃদয়ে প্রশান্তি লাভের নির্ভরযোগ্য এক আশ্রয়স্থল হচ্ছে বিবাহবন্ধন। কোনো পুরুষ কেবল বৈবাহিক সম্পর্কের মাধ্যমেই এ পবিত্রময় আশ্রয়স্থলে প্রবেশ করতে পারে। তাই বিয়েকে বলা হয় শান্তির প্রতীক। সব দিক বিবেচনা করেই পবিত্র কোরআনে মানব সম্পদায়কে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মহানবী (সা.) বলেছেন, 'যুগল প্রেমিক আর প্রেমিকার জন্য তুমি বিয়ের চেয়ে উত্তম কিছুই খুঁজে পাবে না' (ইবনে মাজা)।
#আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ সহ-সাধারণ সম্পাদক সাহেবের বিয়ে সম্পন্ন ০৯-০৯-২০২১ইং নব-দাম্পত্য জীবন সুখ-শান্তিতে ভরপুর হোক, শুভ কামনা অবিরাম।
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিবাহিত ব্যক্তিকে অভিনন্দন জানিয়ে বলতেন-
بَارَكَ اللهُ لَكَ وَ بَارَكَ عَلَيْكَ وَ جَمَعَ بَيْنَكُمَا فِيْ خَيْرٍ
উচ্চারণ- ‘বারাকাল্লাহু লাকা, ওয়া বারাকা আলাইকা, ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইরিন’ (তিরমিজি, মিশকাত)অর্থ : ‘আল্লাহ তোমাকে বরকত দান করুন, তোমাদের উভয়ের প্রতি বরকত নাজিল করুন এবং তোমাদের কল্যাণের সঙ্গে একত্রে রাখুন।’
বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ-অনুকরণ ও দিক-নির্দেশনায় উম্মতে মুসলিমাও নব-দম্পতির জন্য এ দোয়া করবে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবির শেখানো দোয়ার মাধ্যমে নব দম্পতির কল্যাণে দোয়া করার তাওফিক দান করুন।
আমিন
সৌজন্যে : আর-রাহমান এডুকেশন ট্রাস্ট পরিবার
0 coment rios:
You can comment here