Wednesday, September 8, 2021

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

 


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পিতা মাতার ভরন-পোষনে প্রচলিত আইন:  ইসলামী  দৃষ্টিভঙ্গি শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০:০০টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ সেমিনারটির আয়োজন করে।

সেমিনারে পিএইচডি গবেষক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জনাব আব্দুল আজিজ। গবেষণা প্রবন্ধে   পিতা-মাতার ভরণপোষণ- আইন এবং পিতা-মাতার ভরণ পোষণের  সন্তানের নৈতিক দায়িত্ব ও পিতা-মাতার দায়িত্ব এবং কেন বিষয়টি প্রায়োগিকভাবে প্রচলিত সমাজ ব্যবস্থায় ব্যত্যয় ঘটেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় । বর্তমান সময়ে উচ্চশিক্ষিতও বিত্তবানদের মধ্যে পিতামাতার ভরণপোষণ অনীহা লক্ষ্য করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে।  সর্বোপরি  আল কুরআন ও আল হাদীসের আলোকে ভরণ-পোষণের দায়িত্ব কর্তব্য প্রতি নাগরিকদের সতর্ক এবং দায়িত্ববান হওয়ার জন্য আহ্বান জানানো হয়।

এ সময় বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন  বিভাগের প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান। আলোচক ছিলেন আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ এয়াকুব আলী, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর প্রফেসর ড. মো মোঃ আকতার হোসেন।

আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড.  অলি উল্লাহ,  প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান

দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল কাদির ও প্রফেসর ডঃ মোঃ আ ছ ম তরিকুল ইসলাম ইসলাম আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ও সাবেক ডিন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ,  ডঃ মোঃ আকবর হোসেন, প্রফেসর ড, মোঃ রাশেদুজ্জামান  দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ অলি উল্লাহ  সহ  অর্ধ শতাধিক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, আমাদের আমাদের সমাজে নানাবিধ সমস্যায় জর্জরিত হয়েছে তার ভিত মহান সংসদে পিতামাতার ভরণপোষণ আইন ২০১৩ যে বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করা হয়।  সবথেকে বড় সমস্যা হল পিতা-মাতার ভরণ পোষণের দায়-দায়িত্ব সন্তান গ্রহণ করতে চায় না অনেক ক্ষেত্রে অবহেলা করে অনেক ক্ষেত্রে দায়িত্ব এড়িয়ে যায় এবং পিতা-মাতার সঙ্গে ভুল বোঝাবুঝি অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এক্ষেত্রে গবেষণার মাধ্যমে এবং বাস্তব জীবনের চিত্র পরিবর্তন করতে হলে সন্তান সন্ততি পিতা-মাতাকে ভালবাসতে হবে, তাদের শ্রদ্ধা করতে হবে এবং তাদের আর্থিক দায় দায়িত্ব গ্রহণ করতে হবে।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here