সত্যের সন্ধানে, পর্ব- ৩৭ ফিরিস্তা
ফিরিস্তা মহান আল্লাহর সৃষ্টিজীব স্বর্গীয় বার্তা বাহক তাঁরা নুরে তৈরী তাদের আহার নিদ্রা নেই। তাঁরা পুরুষও নন আবার নারীও নন, মহান আল্লাহর ইচ্ছায় তারা যে কোন সময়ে যে কোন রূপ গ্রহণ করতে সক্ষম। বস্তুত তাদের কোন সময়ে আকার আকৃতি নেই। তারা নিয়াকার এরা সর্বদা মহান আল্লাহর ইবাদাতে নিমগ্ন থাকেন। ফিরিস্তাদের সংক্যা আল্লাহ ছাড়া আর কেউ জানেননা। তবে শ্রেষ্ঠ ও সুপরিচিত, চারজনের নাম পাওয়া যায়। ১. ইসরাফিল (আ.) ২. মিকাঈল (আ.) ৩. মালাকুল মাউত ৪. ইসরাফিল (আ.)। এছাড়া প্রসিদ্ধ ফিরিস্তাগণ হচ্ছেন- কিরামান কাতিবীন, মুনকার নাকীর এবং মালিক ও রিদওয়ান। এদের সকলের উপর বিশ্বাস জ্ঞাপন করা ঈমানী দায়িত্ব।
সুরা কাফ-
১৭-১৮ নং আয়াতঃ
স্বরূপ রেখ!
দুই গ্রহণকারী। তার দক্ষিণে ও বামে তার কর্ম লিপিবদ্ধ করে।
মানুষ যে
কথাই উচ্ছারণ করে তা লিপিবদ্ধ করার জন্যে তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে।
সুরা-
আম্বিয়া ২৯ নং আয়াত ঃ তারা (ফিরিস্তা) আল্লাহর
প্রশংসায় লিপ্ত,
কিন্তু তারা কখনও ক্লান্ত হয় না।
সুরা বায়াদ
১১ নং আয়াত ঃ মানুষের সম্মুখে পিছনে পালাক্রমে ফিরিস্তারা বেষ্টন করে আছে। আল্লাহর
হুকুমে তারা মানুষকে হিফাজত করে।
সুরা আল
ইনফিতার ১০ নং আয়াত ঃ নিশ্চয়ই তোমাদের জন্য পাহারাদার রয়েছে। তারা সম্মানীত লেখক, তোমরা যা কর তা তারা জান।
সুরা বাকারা
৩৪ নং আয়াত ঃ যখন মহান আল্লাহ নির্দেশ করলেন ফিরিস্তাদের যে তোমরা সকলে আছমকে
সিজদা কর,
তারা সকলেই সিজদা করল শুদু ইবলীস ছাড়া।
হাদীস ঃ
আব্দুলাহ ইবে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) জিব্রাঈলকে তার নিজ আকৃতিতে দেখেছেন। তার ছয়শত
পাখা রয়েছে,
প্রত্যেকটি শাখা আকাশের কিনারা পর্যন্ত পৌঁছেছে। তার পাখা
হতে বিভিন্ন রংয়ের মনি মুক্তা ইয়াকুত ঝরে যে সম্পর্কে আল্লাহই ভাল জানেন। (আহমদ)
হাদীস ঃ হযরত
যাবের (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সা.) বলেছেন- আমাকে আল্লাহ আরশ বহনকারী একজন
ফিরিস্তা সম্পর্কে কিছু বলতে অনুমতি দেয়া হয়েছে। তার কানের লতী হতে গর্দান পর্যন্ত
সাত শত বৎসর রাস্তা। (আবু দাউদ শরীফ)
হাদীসঃ আবু
হুরাইয়রা (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সা.) বলেছেন তোমাদের নিকট রাত্র দিন
পালাক্রমে ফিরিস্তা আসা যওয়া করেন এবং তারা ফজর ও আছরের সময় একত্রিত হন। অতঃপর
যারা তোমাদের সাথে রাত্রী যাপন করেছেন। তারা আকাশে আরোহন করেন। যখন আল্লাহ তাদেরকে
জিজ্ঞাসা করেন। তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে এসেছ? অথচ তিনি বান্দাদের বিষয়ে অধিকি জ্ঞাত। উত্তরে তারা বলেন, তাদের সালাত আদায় করতে দেখে এসেছি। এবং তাদের কাছে সালাত
অবস্থায় নিয়ে ছিরাম। (বুখারী শরীফ, মুসলীম
শরীফ)।
চলবে
লেখক: বহুগ্রন্থ প্রণেতা
ইমাম মাওলানা এম. নুরুর রহমান
সেক্রেটারি:
শারীয়া কাউন্সিল ব্যাডফোরড ও মিডল্যনড ইউ কে-
ইমাম ও খাতিব:
মাসজিদুল উম্মাহ লুটন ইউ কে
সত্যয়ান কারী চেয়ারম্যন:
নিকাহ নামা সার্টিফিকেট ইউ কে
প্রিন্সিপাল:
আর রাহমান একাডেমি ইউ কে
পরিচালক:
আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে
📞07476136772 📞 07476 961067
nrahmansky@googlemail.com
Arrahmaneducationtust@gmail.com
https://www.facebook.com/Imam.Nurur
https://www.facebook.com/ARET.OR.UK/
https://www.youtube.com/user/nurur9
0 coment rios:
You can comment here