Saturday, October 2, 2021

ইবির আল হাদিস বিভাগের চতুর্থ বর্ষ ২০২০ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

 


ইবির আল হাদিস বিভাগের চতুর্থ বর্ষ ২০২০ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

ইসলামী বিশ্ববিদ্যালয় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে চতুর্থ বর্ষ ২০২০ এর সমাপনী অনুষ্ঠানের  আয়োজন করেন । এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ডঃ মোঃ সোলায়মান , বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডঃ ময়নুল হক, সভাপতি চতুর্থ বর্ষ পরীক্ষা কমিটি  সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ সৈয়দ মকসুদুর রহমান ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য করেন প্রফেসর ডক্টর আবু তুরাব মোঃ কেরামত আলী, প্রফেসর ডঃ মোঃ মুজাহিদুর রহমান, প্রফেসর ডক্টর মোঃ মোস্তাফিজুর রহমান, প্রফেসর ডঃ মোঃ আশরাফুল আলম, প্রফেসর ডক্টর মোহাম্মদ নাছীর উদ্দিন, প্রফেসর ডঃ মোঃ জাকির হোসেন ,প্রফেসর ডঃ মোঃ সেকেন্দার আলী ।

সভাপতি তাঁর বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন,  পৃথিবীতে চতুর্থ শিল্প বিপ্লবের পর জব মার্কেট এবং বাস্তবতার আলোকে তোমাদের একটি বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে । চ্যালেঞ্জের মোকাবেলা নিজেদেরকে আবিষ্কার করতে হবে। শুধুমাত্র চাকরি নির্ভরশীল চেতনা নিয়ে বসে থাকলে হবে না । নিজেদেরকে উদ্যোগী হতে হবে, উদ্যোক্তা হতে হবে।  নিজেদেরকে প্রতিষ্ঠার জন্য সার্বক্ষণিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তার বক্তব্যে আরও বলেন তোমরা অচিরেই কর্মক্ষেত্রে প্রবেশ করবে। সেক্ষেত্রে তোমাদের দক্ষতা এবং নেতৃত্বে পরিচালিত হবে একটি সোনার বাংলা গড়ার কাজ। তোমাদের সকল শক্তি দিয়ে দেশ ও মাটি ও মাকে ভালবাসতে হবে ।

 সবার প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, শৃঙ্খলা বোধ, সততা নীতি-নৈতিকতা আদর্শ অনুসরণের পালন করতে হবে। এ সময় ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ ইমরান হোসেন মূহম্মদ যুবায়ের খান ও মোঃ মোস্তাইম বিল্লাহ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চতুর্থ বর্ষের কৃতি ছাত্র মোহাম্মদ শফিউল আলম। এ সময় কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here