আজ ১৩-১২-২০২১ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেকের পাশে বিশ্ববিদ্যালয় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ৩য় বর্ষ পরীক্ষা ২০২০এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন । বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড.মোঃ জাকির হুসাইন ,সভাপতি ৩য় বর্ষ পরীক্ষা কমিটি । সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ মকসুদুর রহমান ।
এসময় ছাত্র ছাত্রী মধ্যে বক্তব্য করেন ও বিভিন্ন প্রতিযোণিতার আয়োজন করে।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, তোমরা নিজের সর্বদায় সতেজ রাখবে।প্রতিটি বিষয়ে নিজেদের স্বকীয়তা বজায় রাখবে।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, পৃথিবীতে চতুর্থ শিল্প বিপ্লবের পর জব মার্কেট এবং বাস্তবতার আলোকে তোমাদের একটি বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে ।চ্যালেঞ্জের মোকাবেলা নিজেদেরকে আবিষ্কার করতে হবে। প্রত্যেকে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। শুধুমাত্র চাকরি নির্ভরশীল চেতনা নিয়ে বসে থাকলে হবে না ।নিজেদেরকে উদ্যোগী হতে হবে উদ্যোক্তা হতে হবে। নিজেদেরকে প্রতিষ্ঠার জন্য সার্বক্ষণিক প্রচেষ্টা চলতে হবে। তার বক্তব্যে আরও বলেন ,তোমরা অচিরেই কর্মক্ষেত্রে প্রবেশ করবে সেক্ষেত্রে তোমাদের দক্ষতা এবং নেতৃত্বে পরিচালিত হবে একটি সোনার বাংলা গড়ার কাজ। তোমাদের সকল শক্তি দিয়ে দেশ ও মাটি ও মাকে ভালবাসতে হবে । তিনি আরো বলেন দক্ষতা অনুযায়ী কাজের সক্ষমতা বিবেচনা করে রাষ্ট্রের কল্যাণে কর্মক্ষেত্র যোগদান করতে হবে। পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য স্মরণ করিয়ে দিয়ে সভাপতি বলেন, তোমাদের সামনে যে চ্যালেঞ্জ আছে দক্ষতার সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এ সময় ছাত্রদের মধ্যে কুরআন তেলাওয়াত-করে হুজাইফা নাতে রাসূল-সাইফুল ইসলাম .স্বাগত বক্তব্য -আ.স.ম মুহিতুর রহমান .প্রশ্নোত্তর পর্ব যেমন খুশি অভিনয় কবিতা আবৃতি .ইসলামি গান ও.বক্তৃতা প্রতিযোগিতা অনেকে বক্তব্য রাখেন। তিনি পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
0 coment rios:
You can comment here