ইসলামিক স্টাডিজের বিভাগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
লিডিং ইউনিভার্সিটির সিলেট এর ইসলামিক স্টাডিজ বিভাগ ( মেজর: ইসলামি অর্থনীতি ও ইসলামি ব্যাংকিং) এর উদ্যোগে আজ ২৪/১২/২০২১খ্রি. তারিখে সকাল ১০.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান স্যার এর সাথে আয়োজিত মতবিনিময় সভায় উক্ত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান বর্তমান বিজ্ঞানের এ যুগে শিক্ষার্থীদের করণীয়, ভাষাগত দক্ষতাও প্রযুক্তির যথাযথ ব্যবহারে নিজেকে যোগ্য করে গড়ে তোলার প্রতি গুরুত্বরোপ করেন। এ বিভাগের শিক্ষার্থী রেজাউল করিমের কুরআন তিলাওয়াতের মাধ্যমে এ মতবিনিময় সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ফজলে এলাহী মামুন। এতে আরো উপস্থিত ছিলেন জালালাবাদ ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক ইমদাদুল হক যুবায়ের।
So, it is important to|it could be very important|you will need to} do proper analysis and planning of the slot improvement. Thus, find a 다 파벳 우회 주소 way to|you probably can} maintain a check on the costs and remove wasteful spending. Registration and Profile Management – Allow slot gamers to create and handle their profiles within the slot recreation.
ReplyDelete