Monday, December 27, 2021

আর রহমান এডুকেশন ট্রাস্ট এর পক্ষ থেকে ২৭তম টিউবওয়েল দান

 


আর রহমান এডুকেশন ট্রাস্ট এর পক্ষ থেকে ২৭তম টিউবওয়েল দান

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে গত ২৭ ডিসেম্বর সকাল ১২ টায় ২৭ তম টিউবয়েল এর উদ্বোধন করেন অত্র গ্রামের সালিশ ব্যক্তিত্ব বীর মুক্তিযুদ্ধা জনাব মোঃ আলফাজ উদ্দিন। এতে মোনাজাত পরিবেশন করেন অত্র এলাকার স্বনামধন্য প্রতিষ্ঠান লোভিয়া পূর্ব সোনাপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের। এতে আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বি রতন মিয়া, উপস্থিত ছিলেন তরুণ সমাজ কর্মী জুনেদ আহমেদ, রফিক মিয়া, মামুন, রাজু, জসিমসহ পূর্ব সোনাপুর গ্রামের নতুন প্রজন্মের এক ঝাঁক তরুণ যুবক। 

আলহামদু লিল্লাহ, এবারে আমাদের টিবওয়েল প্রজেক্ট কার্যক্রম এ অর্থায়ন করে সহযোগিতা করেছেন 

বৃটেনের বহুল প্রচারিত শীর্ষবিন্দু পত্রিকার প্রধান সম্পাদক গ্রেট বৃটেনের পরিচিত ব্যক্তিত্ব আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে এর অন্যতম উপদেষ্টা জনাব সুমন আহমদ, তিনি তার ভাই-বোন ও পরিবারের প্রতিটি সদস্য । 

তাদের মাতা মরহুমা আজিজুন নেছা রহঃ নামে সদকায়ে জারিয়া হিসাবে টিউবয়েল দান করে দারিদ্র পরিবারের পাশে দাড়িয়েছেন তারা।

আল্লাহ যেন তাদের আম্মাকে জান্নাতুল ফিরদাউস দান করেন ।

আমিন ……..

এবারের প্রজেক্ট দেখ বালের মূল দায়িত্ব পালন করেছেন নরসিংপুর ইউনিয়নের যুব সমাজের অহংকার, বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক জনাব ইসমাইল আল সানি। আল্লাহ যেন সকলের সহযোগিতা কে কবুল করেন আমিন।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here