Tuesday, December 28, 2021

চার দিনের সিলেট সফরে প্রফেসর ডঃ সৈয়দ মাকসুদুর রহমানের বিভিন্ন মহলের কৃতজ্ঞতা প্রকাশ

চার দিনের সিলেট সফরে প্রফেসর ডঃ সৈয়দ মাকসুদুর রহমানের বিভিন্ন মহলের কৃতজ্ঞতা প্রকাশ


কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ সৈয়দ মাকসুদুর রহমান গত ২৩ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত বিভিন্ন সেমিনারে সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। যে সকল প্রতিষ্ঠান প্রধান অতিথি হিসেবে নিমন্ত্রণ করে তাকে সম্মানিত করেছে তার বিশেষ বার্তায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ২৪ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।

২৫  ডিসেম্বর শনিবার সিলেটের দক্ষিণ সুরমায় সকাল ১০টায় দাউদপুরে ডি ইউ আইডিয়াল কলেজ কর্তিক আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং দর্পণ পত্রিকার মোড়ক উন্মোচন করেন। এবং বিকাল ৩ ঘটিকার সময় জকিগঞ্জের বালাউটি ইসালে সওয়াব অনুষ্ঠানে বক্তৃতা করেন।

২৬ ডিসেম্বর রবিবার, সকাল ৯টায় গ্রীন বার্ড একাডেমীতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সকাল ১২ টায় সিলেট আইডিয়াল মাদরাসার ফলাফল ও ট্যালেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। 

রাতে ৮ টায় ইবি সাবেক স্টুডেন্টের সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্ট ফোরাম সিলেট তার সম্মানে পানসী রেস্টুরেন্টের এক বিশেষ ডিনার পার্টির আয়োজন করে। 

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট মহসিন আহমেদ। এতে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।


সিলেটে অবস্থানকালীন সময়ে যারা তাকে সহযোগিতা করেছেন সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here