Friday, December 24, 2021

সিলেটের বিশ্বনাথে দু’টি মসজিদে পাঁচ হাজার করে অনুদান

 


সিলেটের বিশ্বনাথে দু’টি মসজিদে পাঁচ হাজার করে অনুদান


সিলেটের বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ২৪/১২/২০২১ শুক্রবার দু’টি জামে মসজিদের নির্মাণ কাজের ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

ইংল্যান্ড প্রবাসী আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে শুভাকাংখ্যী কাউন্সিলার ফিরদাউসী হেনা চৌধুরীর আর্থিক সহযোগীতায় লামাকাজী ইউনিয়নের আকিলপুর জামে মসিজিদের জন্য মসজিদের মোতাওায়াললী জনাব মরম আলী সাহেবের নিকঠ ৫০০০হাজার টাকা তুলে দেন এ সময় উপস্তিত ছিলেন মাওঃমুহিবুর রহমান সুফি ও ডঃ মঞ্জুশ্রী একাডেমি প্রধান : সুমন বিপ্লব 

এবং বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের পশ্চিম পাড়া বাওন পুর ক্বারী সমশীর আহমদের নিকট ৫০০০হাজার তুলে দেয়া হয় ।

মসজিদের কোন দান বৃথা যাবেনা, পৃথিবী যে দিন ধ্বংস হয়ে যাবে সবকিছু দুমড়ে মুচড়ে ঘুরিয়ে যাবে, কিন্তু একমাত্র আল্লাহর ঘর মসজিদ দাড়িয়ে থাকবে। এবং কাল কিয়ামতের ময়দানে এই মসজিদ আপনার পক্ষে সাক্ষ্য দিবে দানের উসিলার জন্য এবং খেদমত করার জন্য।আমাদের সকলকে যেন মহান সৃষ্টিকর্তা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে আদায় করার সুস্থ তৌফিক দান করেন, সহায় হন।

আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য দ্বীনদার মুসলিম ভাই ও বোনদের প্রতি মুক্তহস্তে দান করার জন্য আন্তরিক ভাবে আহবান করা হল। রাসুলুল্লাহ সাল্লেল্লাহুআলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন।

সবাই আল্লাহর ঘরের জন্য শরীক হতে পারেন।যা সাদগায়ে যারিয়া বলে কবুল হবে ফি আমানিল্লাহ।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here