ইসলামী বিশ্ববিদ্যালয়ে 'আল কুরআনে সুরা আন নাবা:একটি পর্যালোঢনা বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে অনুষদের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়। আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড.সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে সেমিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ.এ.এন.এম এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি ও পিএইচডি তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো:ময়নুল হক
সেমিনারে আলোচকবৃন্দ হিসেবে বিভাগের অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী ও ড.জাকির হুসাইনএবং অধ্যাপক ড. সেকান্দার আলী,এবি এম জাকির হুসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রিজওয়ান, অধ্যাপক ড. আশরাফুল আলম, অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসাইন, অধ্যাপক ড. আমিনুল ইসলাম, অধ্যাপক ড. এ.কে.এম রাশেদুজ্জামান প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, আল কুরআনের সুরা আন নাবায়ে কিযামতের আলোঢনা করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোঢিত হয়েছে। সভাপতির বক্তব্যে প্রফেসর ড.সৈয়দ মাকসুদুর রহমান বলেন, আল কুরআনের সুরা আন নাবা এর আলোকে নতুন নতুন আবিস্কার করতে হবে। এ গবেষনার মাধ্যমে বিশ্ববাসী নতুন দিগন্ত উম্মোচন হবে।পরিশেষে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিড়াগের অধ্যাপক ড.ফারুক আহমাদ এর দূআ পরিঢালনার মাধ্যমে সেমিনার সমাপ্ত করা হয়।
0 coment rios:
You can comment here