ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজী অনুষদে আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পিএইচ.ডি গবেষক জনাব মোঃ মামুনার রশীদ উপস্থাপিত "ফিকহ শাস্ত্রে ইমাম মুহাম্মাদ রহ. এর অবদান"- শীর্ষক প্রবন্ধের উপর সেমিনার অনুষ্ঠিত হয়।
২৩/২/২০২২সময় ১২:৩০মিনিটে ইসলামী বিশ্ববিদ্যালয়ে "ফিকহ শাস্ত্রে ইমাম মুহাম্মাদ রহ. এর অবদান"- পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে অনুষদের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়। আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড.সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে সেমিনার প্রধান অতিথি হিসেবে ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ.এ.এন.এম এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি ও পিএইচডি তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ,হ,ম নুরুল ইসলাম।
সেমিনারে আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো:মুজাহিদুর রহমান রহমান আশ্রাফী ও অধ্যাপক ড.মো:কাওসার বাকী বিল্লাহ।এছাড়া উম্মূক্ত আলোচনায় ছিলেন অধ্যাপক ড. আব্দুর রহমান আনোয়ারীও অধ্যাপক ড. আ,ন,ম ইকবাল হোসাইন।
সেমিনারে বক্তারা বলেন, ইমাম মুহাম্মদ ইমাম আবু হানিফা রহ.এর গুরুত্বপূর্ন ছাত্র ছিলেন।তিনি অনেক বিষয়ে তার বিপরীত মতামত প্রদান করেছেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ড.সৈয়দ মাকসুদুর রহমান বলেন, ইমাম মুহাম্মদ রহ.আবু হানিফা রহ.ছাত্র ছিলেন।তিনি ইসলামী আন্তর্জতিক আইনে অসামান্য অবদান রেখেছেন। তার গবেষনার মাধ্যমে বিশ্ববাসীর নিকট নতুন দিগন্ত উম্মোচন হবে। এ সময় বিভিন্ন বিভাগের অধ্যাপক ও কর্মকর্তাগণ ও University of Bolton
এর পিএইচ.ডি গবেষক Khalid Yahyea উপস্থিত ছিলেন।
0 coment rios:
You can comment here