আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ওরিয়েন্টেশনপ্রোগ্রাম ২০২২
---------------------------
লক্ষহীনভাবে বিদ্যা চর্ঢাকরলে কর্মজীবনে তা খুব একটা সুফল বয়ে আনতে পারে না
---প্রফেসর ড.সৈয়দ মাকসুদুর রহমান
ইসলামী বিশ্বিদ্যালয়ের আল আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১ম বর্ষ ২০২০-২১ শিক্ষা বর্ষেরএর ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২১/০৩/২০২২ তারিখ সোমবার সকাল ১২:০০অনুষদ ভবনের ৪০৩ নম্বর কষ্কে অনুষ্ঠিত হয়। বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড.সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায়প্রধান অতিথি হিসেবে ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ.এ.এন.এম এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক প্রফেসর ড.আ,খ,ম ওয়ালী উল্লাহ,প্রফেসর ড.মো:সেকান্দার আলীও প্রফেসর ড.মো: জাকির হোসাইন
প্রফেসর ড আ,হ,ম নুরুল ইসলাম এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।প্রফেসর ড মো:মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে ১৯২১-২০২২ পর্যন্ত বিভাগের ডকুমেন্টরি পেশ করেন। এ ছাড়া বক্তব্য রাখেন প্রফেসর ড.মো:ময়নুল হক,
প্রফেসর ড. মো:শফিকুল ইসলাম,প্রফেসর ড. মো: ইকবাল হোসাইন প্রফেসর ড.মো:আকতার হোসেন,, প্রফেসর ও প্রফেসর ড. আবু তুরাব মো:কেরামত আলী ভ.মুহাম্মদ অলি উল্লাহ । শিক্ষার্থীদের মধ্যো বক্তব্য রাখেন মো: আসম মুহিত মো: নাবিল ইসলাম ও জাকিয়া সুলতানা। নবীনদের মধ্যৌ বক্তব্য দেন শাহজাদা ইয়ামিনি। অনুষঠানে কুরআন তেলওয়াত করেন মো: তাওহিদুল ইসলাম , হামদ-নাত পেশ করেন মো:শরিফুল ও তার দল। চেয়ারম্যান শিক্ষার্থীদের উদ্দেশ্য তার বক্তব্য বলেন, আপনারা নিয়মিত শ্রেণীকক্ষে ঊপস্থিত থাকবেন।এ ছাড়া কারিকুলাম ও মডিউল থেকে নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করবেন। ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য স্মরন করিয়ে বলেন, ছাত্রছাত্রদের অনেক দায়িত্ব আছ সামাজিক ক্ষেত্রে ছাত্রসমাজের দায়িত্ব ও কর্তব্য ,রাজনৈতিক ক্ষেত্রে দায়িত্ব ও কর্তব্য
,পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব ও কর্তব্য
দেশাত্মবোধ ,নিয়মানুবর্তিতা
নৈতিক মূল্যবোধ ও শিষ্টাচার
ছাত্রজীবনে বন্ধু নির্বাচন,ছাত্রজীবনে স্বাস্থ্যরক্ষা অত্যন্ত জরুরী।
তিনি আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তির জন্য বিভাগের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানান। পরিশেষে ব্যাগ,কলম,রজনীগন্ধা প্রদানের মাধ্যমে সকল ছাত্রদের বরণ করা হয়।
0 coment rios:
You can comment here